শারদীয়া কনটেস্ট ১৪৩২
বাংলা ১৪৩১ সালের ন্যায় এ বছরেও "আমার বাংলা ব্লগ" এর পক্ষ থেকে শারদীয়া কনটেস্ট এর আয়োজন করা হয়েছে ।
আগামী শুক্রবার বিজয়া দশমীর দিন থেকে শুরু করে প্রায় সপ্তাহব্যাপী চলবে আমার বাংলা ব্লগ আয়োজিত এই বিশেষ কনটেস্ট "শারদীয়া কনটেস্ট ১৪৩২" । এই কন্টেস্টটি মূলতঃ একটি ফোটোগ্রাফি কনটেস্ট । সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী মোট এই চার দিন আমরা সবাই ঘুরে ঘুরে ঠাকুর দেখি, অঞ্জলি দেই, আরতি প্রতিযোগিতা করি, বিস্তর খাওয়া দাওয়া, ঘোরাঘুরিতে ব্যস্ত থাকি ।
তারই ফাঁকে ফাঁকে চলে আমাদের শারদীয়ার বিশেষ ফোটোসেশন । পুজোর এই ক'টি দিনে এমন একটি বাঙালিকে খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ছবি তোলে না । কত বিচিত্র থিম পুজো, ঐতিহ্যবাহী সাবেকি ঘরানার পুজো, সাবেক আমলের জমিদারবাড়ির পুজো, গ্রামের প্রকৃতির মাঝে অসামান্য পুজো; কত্ত পুজো যে হয় তার লেখা জোখা নেই । আমাদের পাড়াতেই ১০-১৫টা পুজো হয় প্রত্যেকবছর।
আপনারা পুজোয় আনন্দ করুন, ঘোরাঘুরি করুন, খাওয়াদাওয়া, নাচা গানা, থিয়েটার সবই করুন তবে সাবধানতা মেনে আর অবশ্যই আপনার ফোটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করুন এই কনটেস্টে অংশগ্রহনের মাধ্যমে । আমরাও আপনার সাথে সাথে এনজয় করতে চাই পুজোর এই ক'টা দিন।
কন্টেস্টের নাম : শারদীয়া কনটেস্ট ১৪৩২
কন্টেস্টের নিয়মাবলী :
☑ ঠাকুর বিসর্জনের কোনো ফোটোগ্রাফি শেয়ার করা যাবে না ।
☑ যে দিনকার যে ফটো সেটি উল্লেখ করা বাধ্যতামূলক । যেমন সপ্তমীর দিন তোলা হলে উল্লেখ করতে হবে সপ্তমীর ফটোগ্রাফি ।
☑ সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর মোট ৪টি ফোটোগ্রাফি সিরিজ পোস্ট করতে পারবেন এই কন্টেস্টে ।
☑ প্রত্যেকটি ছবি, তোলার তারিখ সমেত শেয়ার করতে হবে ।
☑ থিম পুজো প্যান্ডেলের ফটোগ্রাফির ক্ষেত্রে থিম সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া বাধ্যতামূলক ।
☑ ফোটোতে জনসাধারণের মুখাবয়ব স্পষ্ট দেখা গেলে সেটি ব্লার করে তারপরে শেয়ার করবেন ।
☑ যেখানে ফোটো তোলা রেস্ট্রিক্টেড সেখানকার ফটোগ্রাফি শেয়ার করবেন না ।
☑ পুজো প্যান্ডেলগুলোর লোকেশন উল্লেখ করাটা বাধ্যতামূলক ।
☑ প্রত্যেকটা ফটোগ্রাফের ১-২ লাইনের একটি ছোট্ট বর্ণনা আবশ্যক ।
☑ পুজো কমিটি/ক্লাব/উদ্যোক্তা এবং থিম পুজোর ক্ষেত্রে থিমের নাম উল্লেখ করা বাধ্যতামূলক ।
☑ Plagiarism কঠোরভাবে নিষিদ্ধ ।
☑ পোস্টটি করার সময় sharodiya-contest ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় আপনার পোস্টটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
☑ প্রতিযোতায় অংশগ্রহণের সময় : ০৩ অক্টোবর ২০২৫ (শুক্রবার) থেকে ১০ অক্টোবর ২০২৫ (শুক্রবার) । ১০ অক্টোবর এর পরে submit করা কোনো পোস্ট এই প্রতিযোগিতায় গণ্য করা হবে না ।
পুরস্কার :
১ম স্থান অধিকারী : ৫০০ Steem এবং ৫,০০০ PUSS
২য় স্থান অধিকারী : ৩০০ Steem এবং ৩,০০০ PUSS
৩য় স্থান অধিকারী : ২০০ Steem এবং ২,০০০ PUSS
বিচারকমন্ডলী :
আমার বাংলা ব্লগ এর অ্যাডমিন ও মডারেটর প্যানেল
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার আমার একটি পোস্টে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ।
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
দাদা প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শারদীয়া কনটেস্টের আয়োজন করার জন্য। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পূজা প্যান্ডেলের ফটোগ্রাফি দেখতে পাবো। অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।
সময়োপযোগী প্রতিযোগিতা, প্রতিবারের মতো এবারও আয়োজন করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে।
সময়ের সাথে সামঞ্জস্য রেখে কনটেস্টের আয়োজন করেছেন জেনে ভালো লাগলো দাদা। গতবারের মতো এবারও এই কনটেস্টের আয়োজন করেছেন। আশা করি প্রত্যেকেই তাদের নিজের স্থান থেকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করবেন।
প্রতিবছরের ন্যায় এই বছরও শারদীয়া কনটেস্ট এর আয়োজন করেছেন দেখে খুবই ভালো লাগলো দাদা।চেষ্টা করবো অবশ্যই অংশ নেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাহ দারুণ একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। কনটেস্টের প্রাইজমানিও বিশাল বড় একাউন্ট। চার দিন ঘুরে ঘুরে ফটোগ্রাফি করে শেযার করলেই এই বিশাল এমাউন্টের প্রাইজ পাওয়ার সুযোগ রয়েছে। যথা সম্ভব সবাই চেষ্টা করবে।
যদিও আমাদের দেশে থিম পুজো কিংবা বড় পরিসরে পুজো খুব একটা হয় না। তবে এই প্রতিযোগিতার মাধ্যমে দারুন দারুন সব পুজো মণ্ডপ গুলো দেখতে পাবো। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
দাদাকে অনেক ধন্যবাদ জানাই শারদীয়া কনটেস্টের আয়োজন করার জন্য। সময়োপযোগীএকটি প্রতিযোগিতার
আয়োজন করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো এবং এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পূজা মন্ডপ দেখতে পারবো। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।