মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৪৭
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: সূর্যাস্তের ফটোগ্রাফি।
এ সপ্তাহে ৭ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৫ জন পার্টিসিপেট করেছে । ৫ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @kazi-raihan
বর্ননা: এই ছবিটা শরৎকালে ক্যাপচার করেছিলাম। মূলত শরৎকালে নদীর কিনারায় গেলে সূর্য অস্ত যাওয়ার এক দারুণ সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি দূর থেকে ভাববেন যেন সূর্য নদীর মধ্যে ডুবে যাচ্ছে। ফটোগ্রাফি পর্বে অংশগ্রহণের মাধ্যমে দারুন এই ফটোগ্রাফি টি শেয়ার করলাম।
By: @green015
বিবরণ: গোধূলি নেমে আসার কিছু মুহূর্ত পূর্বের ছবি এটি।যেখানে ধীরে ধীরে সূর্য মুখ লুকিয়ে নিচ্ছে প্রকৃতির কোলে।ডিমের কুসুমের মতো সূর্যের হলুদ আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে।আর তার থেকে জ্যোতির্ময় রশ্নি শেষ আলোর বিন্দু ছড়াচ্ছে অস্তমিত হতে হতে।।
By: @nevlu123
ডিভাইস- Samsung M-32
ফোকাল ল্যান্থ-5.40mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড
বাইকে করে এক জায়গায় যাওয়ার সময় দেখতে পেলাম সূর্য অস্ত যাচ্ছে, এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে গাছের পাতার মাঝে সূর্যটাকে রেখে ফটোশুটটি করেছিলাম।
By: @bijoy1
ডিভাইস- Samsung Galaxy M-34
ফোকাল ল্যান্থ-1.8mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড
গাড়ি থেকে নেমে এই দৃশ্য ক্যাপচার করেছিলাম।
By: @ah-agim
উক্ত ৫ টি এন্ট্রি থেকে ৫ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @kazi-raihan - 3 STEEM -
- 2nd Prize - @nevlu123 -2 STEEM -
- 3rd Prize - @bijoy1 - 2 STEEM -
- 4th Prize - @ah-agim - 2 STEEM -
- 5th Prize - @green015 - 1 STEEM-
- 6th Prize - @X - 1 STEEM-

VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
দাদা,অনেক দিন হলো আপনার দেওয়া মজার ফটোগ্রাফি প্রতিযোগিতাগুলি মিস করছি।তবে এই প্রতিযোগিতার ফলাফল দেখে ভালো লাগলো, সকল বিজয়ীদেরকে অভিনন্দন জানাই।ধন্যবাদ দাদা।
সূর্যাস্তের চমৎকার দৃশ্য দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। তাছাড়া সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। যাইহোক যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।