মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৪৬
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: রেসিপি পরিবেশনের ফটোগ্রাফি।
এ সপ্তাহে ৭ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৭ জন পার্টিসিপেট করেছে । ৭ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @mohinahmed
বিবরণ: বেশ কয়েক মাস আগে আলু এবং সুজি দিয়ে ঝাল ঝাল ডোনাট রেসিপি তৈরি করেছিলাম। টমেটো সস দিয়ে ঝাল ঝাল ডোনাট গুলো খেতে সত্যিই দারুণ লেগেছিল। তাছাড়া রেসিপির পরিবেশন দারুণভাবে করার চেষ্টা করেছিলাম। বিশেষ করে চারিদিকে সুজি ছিটিয়ে দিয়েছিলাম পরিবেশনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।
By: @green015
বিবরণ: এই রেসিপিটি তৈরি করেছিলাম একেবারেই ইউনিকভাবে।যেটা সাবুদানা ও শিউলি পাতার সমন্বয়ে মুচমুচে পাকোড়া রেসিপি। এটা খেতে খুবই মজাদার ও ক্রিসপি হয়েছিলো।
By: @bristy1
ডিভাইস- Samsung m12
ফোকাল ল্যান্থ- 4.80 Mm
ফ্ল্যাশ- নেই
ইডিটেড।
বেগুনের মজার এক খাবার বানিয়েছিলাম সেটার ফটোগ্রাফি শেয়ার করলাম।
By: @joniprins
গত পরশুদিন সন্ধার পরে অফিস থেকে বাসায় গিয়ে রেসিপি টা করেছিলাম। হেব্বি স্বাদ হয়েছিল। চিন্তা করতেছি আরেকবার রেসিপি টা করবো। আস্ত মাছ ফ্রাই করে খাওয়ার স্বাদই আলাদা। টমেটো সস দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে।
By: @nevlu123
ডিভাইস- Samsung m32
ফোকাল ল্যান্থ- 5.60 MM
ফ্ল্যাশ- নেই
নন ইডিটেড।
ইফতারের জন্য রেসিপিগুলো করা হয়েছে।বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করা হয়েছিল, তবে শুধু দুই অ্যাঙ্গেলের ফটোগ্রাফি শেয়ার করলাম।
By: @shahid540
বিবরণ:-এই রেসিপিটা তৈরি করেছিলাম প্রায় মাসখানেক আগে।ভেটকি মাছের শুটকি দিয়ে ফুলকপি এবং টমেটোর সমন্বয়ে এই রেসিপিটা তৈরি করেছিলাম। খেতে এক কথায় অসম্ভব মজা হয়েছিলো। ভাবতেছি আবারও কোনো একদিন এরকম ভাবে ভেটকি মাছের শুটকি দিয়ে এই রেসিপিটা তৈরি করবো। সত্যিই খেতে ভীষণ টেস্টি হয়েছিলো।
By: @selina75
বিবরণ: এই রেসিপিটি তৈরি করেছিলাম একেবারেই অন্য রকম ভাবে। আলু ম্যাশ করে সাথে চিজ ও বিভিন্ন মশলার সমন্বয়ে বানানো ফ্রেঞ্চ ফ্রাইটি খেতে বেশ মজা হয়েছিল। উপরে ক্রিস্পি আর ভিতরে নরম।
উক্ত ৭ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @nevlu123 - 3 STEEM -
- 2nd Prize - @bristy1 -2 STEEM -
- 3rd Prize - @green015 - 2 STEEM -
- 4th Prize - @mohinahmed - 2 STEEM -
- 5th Prize - @joniprins - 1 STEEM-
- 6th Prize - @selina75 - 1 STEEM-

VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

প্রথমেই যারা বিজয়ী হয়েছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং নিজেকে এক।নম্বর পজিশনে দেখে অনেক আনন্দিত হলাম ধন্যবাদ ভাই প্রতিযোগিতাটি সবসময় চলমান রাখার জন্য ভালো থাকবেন।
অনেকদিন হলো প্রতিযোগিতাগুলি মিস করছি দাদা।তবে আজ প্রতিযোগিতার ফলাফল দেখে ভালো লাগলো।তাছাড়া এই ছোট ছোট প্রতিযোগিতাগুলি অনেক আনন্দ দেয় আমাকে,ধন্যবাদ আপনাকে।
বাহ! সবাই দেখছি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ আর সেই ফটোগ্রাফিগুলো থেকে বিজয়ী নির্বাচন করা নিশ্চয়ই কঠিন ছিল৷ যাইহোক সকল বিজয়ীদের অনেক অনেক শুভকামনা রইল। আশা করি ভবিষ্যতে আরো নতুন কিছু দেখব।
সবাই এত সুন্দর সুন্দর ফুড ফটোগ্রাফি শেয়ার করেছে যা দেখে মাথা নষ্ট হওয়ার মত অবস্থা। সবার ফাঁকে আমিও সিরিয়ালে থাকতে পেরে ভালো লাগছে। নতুন প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটিকে বিজয়ী হিসাবে নির্বাচিত করার জন্য। বেশ খুশি হলাম পুরস্কার পেয়ে। ধন্যবাদ ভাইয়া।
এই ফটোগ্রাফি প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার ইচ্ছা ছিল। কিন্তু কোন এক কারণে অংশগ্রহণ করতে পারিনি। যাইহোক, প্রতিটি বিজয়ীদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনি আবার ও এরকম সুন্দর একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করবেন।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই খুব সুন্দরভাবে রেসিপির পরিবেশন করেছে। যাইহোক আমাকে বিজয়ী নির্বাচিত করার জন্য এবং এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।