মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৫৩
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: গাছে থাকা ফুলের ফটোগ্রাফি।
এ সপ্তাহে ৮ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৮ জন পার্টিসিপেট করেছে । ৮ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @selina75
এই ফটোগ্রাফিটা অনেকদিন আগে বৃস্টির বিকালে মিরপুর-২ এর একটি নার্সারি থেকে ক্যাপচার করেছিলাম। সেদিন একটি কাজে মিরপুর গিয়েছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টির বিকেলটি ছিল দারুণ। ছাতা মাথায় ফুটপাত দিয়ে হাটার সময় নার্সারীটি চোখে পরে। দেরি না করে বৃষ্টিসিক্ত জবা ফুলটি মোবাইল ক্যামেরায় ধারণ করি। জবা ফুলের ছবিটি আমার পছন্দ হয়েছে। আশাকরি আপনারাও পছন্দ করবেন।
By: @bijoy1
বিবরণ : আমি যখন বিল্ডিং এর ছাদে উঠলাম তখন দেখলাম যে চারপাশে শুধু বাগান আর বাগান৷ তাই বাগানের এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম৷ আজকে আপনাদের মাঝে এর ফটোগ্রাফি শেয়ার করে দিলাম।
By: @mohinahmed
বর্ননা: এই ফটোগ্রাফিটা অনেকদিন আগে ঢাকা উত্তরার একটি নার্সারি থেকে ক্যাপচার করেছিলাম। এই রঙের গোলাপ ফুল সচরাচর কম দেখা যায়। তাই দেখা মাত্রই ফটোগ্রাফিটা ক্যাপচার করে নিয়েছিলাম। ফুলটি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে।
By: @green015
বিবরণ: এটি হচ্ছে গোলাপি রঙের ডালিয়া ফুল।এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।যখন আমি প্রথম কলেজ উঠেছিলাম তখন কলেজের ফুল বাগান থেকে এই ফটোগ্রাফিটি সংগ্রহ করেছিলাম।কিন্তু এই ফুলগুলি সাইজে এতটাই বড় যে,সরু ডালে ভর দেওয়ার জন্য আলাদা লাঠি বেঁধে দেওয়া হয়েছে।তাই স্মৃতি হিসেবে এখনো সুন্দর ও আকর্ষণীয় ফুলটি ফোনের এককোণে রইয়ে গেছে।
By: @ah-agim
বিবরণ: এই ফুল গুলো হচ্ছে ল্যান্টানা ফুল। ল্যান্টানা ফুল আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায়। গাছে থাকা গোলাপি রঙের ফুলের সৌন্দর্য সত্যি খুব দারুণ। গাছে থাকা ফুলের সৌন্দর্য দেখতে খুবই সুন্দর লাগছে।
By: @joniprins
ফটোগ্রাফার - @ joniprins
লোকেশন - ব্রাহ্মণবাড়িয়ার সদর, ব্রাহ্মণবাড়িয়া।
ডিভাইস - Realme C53
ক্যামেরা-50+0.03MP
ফ্লাশ দেওয়া হয়নি।
কোন ধরনের এডিট করা হয়নি।
By: @bristychaki
ইংরেজি নাম ক্রিসেন্থিমাম। শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। ক্রিসস অর্থ ‘সোনা’ এবং এনথিমাম অর্থ ‘ফুল’।ফুলটির রয়েছে শতাধিক প্রজাতি। এমন কোনো রং নেই যা চন্দ্রমল্লিকার প্রজাতিতে নেই। রঙের দিক থেকে এরা অতুলনীয়। আমার নিজের হাতে লাগানো গাছের প্রথম চন্দ্রমল্লিকা ফুল এটি।শীতকালে এই ফুলের ছবিটি আমার ফোন দিয়ে তোলা ছিলো।প্রতিযোগিতায় আমি আমার পুরোনো একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই আনন্দিত।
By: @shahid420
বিবরণ:- এটি হলো রঙ্গন ফুল।রঙ্গন ফুল আমাদের দেশে কয়েক কালারের হয়ে থাকে। তবে পিং এবং লাল কালারের রঙ্গন ফুল সবার কাছেই প্রিয়।এটি হলো সুগন্ধহীন ফুল।পাতা গুলো মোটা মোটা আকারের হয়ে থাকে।আমি এই রঙ্গন ফুলের ফটো টি সংগ্রহ করেছিলাম ঢাকার শ্রীরামপুর থেকে।
উক্ত ৮ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @mohinahmed - 3 STEEM -
- 2nd Prize - @ah-agim -2 STEEM -
- 3rd Prize - @joniprins - 2 STEEM -
- 4th Prize - @selina75 - 2 STEEM -
- 5th Prize - @green015 - 1 STEEM-
- 6th Prize - @bristychaki - 1 STEEM-

VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আজকের পোস্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদের লিস্ট প্রকাশ করেছেন এবং যে ছবিগুলো শেয়ার করেছিল সেগুলো তুলে ধরেছেন দেখে বেশ ভালো লাগলো।
0.00 SBD,
0.65 STEEM,
0.65 SP
প্রতিযোগীতায় বিজয়ী হতে পেরে ভালো লাগছে। অভিনন্দন সকল বিজয়ীকে যারা বিজয়ী হয়েছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা প্রতিযোগীতার আয়োজন করার জন্য।
0.00 SBD,
0.64 STEEM,
0.64 SP
যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথম স্থান অর্জন করেছি, এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
0.00 SBD,
0.63 STEEM,
0.63 SP
নিজের কাছে খুবই খুশি লাগছে যে, গত সাপ্তাহের প্রতিযোগিতায় তৃতীয় স্হান অর্জন করতে পেরেছি। ধন্যবাদ।
0.00 SBD,
0.62 STEEM,
0.62 SP