মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৫৬
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: চলন্ত গাড়ির মোশন ফটোগ্রাফি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আবার নতুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার টপিকটা ভিন্ন রকম এ ধরনের ফটোগ্রাফি সাধারণত ক্যাপচার করতে একটু সময় লাগে। তবুও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ।
0.00 SBD,
0.23 STEEM,
0.23 SP
দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। এর আগেও চলন্ত গাড়ির মোশন ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন এবং তখন অনেকেই অংশগ্রহণ করেছিল। অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। ধন্যবাদ আপনাকে।
0.00 SBD,
0.23 STEEM,
0.23 SP
আবারো দারুন এক প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। মূলত চলন্ত গাড়ির মোশন ফটোগ্রাফি করা একটু কষ্টসাধ্য হলেও দেখতে মোটামুটি চমৎকার দেখায়। এর আগেও একটি মোশন ফটোগ্রাফির আয়োজন করেছিলেন। আশা করি এই প্রতিযোগিতায় প্রত্যেকেই অংশগ্রহণ করবে।
0.00 SBD,
0.23 STEEM,
0.23 SP
ফটোগ্রাফি প্রতিযোগিতা মানেই নতুন কিছু দেখার সুযোগ। দারুন একটি টপিক নির্বাচিত করেছেন ভাইয়া। আশা করছি দারুন সব ফটোগ্রাফি গুলো দেখতে পাবো।
0.00 SBD,
0.22 STEEM,
0.22 SP
ভাই @rex-sumon, আসসালামু আলাইকুম!
আপনার এই উদ্যোগটি দেখে আমি খুবই আনন্দিত! বাংলা ব্লগে নতুন একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা, তাও আবার "চলন্ত গাড়ির মোশন ফটোগ্রাফি" নিয়ে – দারুণ আইডিয়া! এই ধরনের কনটেস্ট আমাদের কমিউনিটির সদস্যদের ক্রিয়েটিভিটি বিকাশে খুব সাহায্য করবে।
আমি বিশ্বাস করি, আপনার এই প্রতিযোগিতায় অনেকেই তাদের সেরা ফটোগ্রাফিগুলো তুলে ধরবে। নিয়মগুলোও খুব সহজ রেখেছেন, যা অংশগ্রহণে আরও উৎসাহিত করবে। আর পুরস্কারের ঘোষণাটিও চমৎকার!
দেরি না করে আমিও অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার এই পোস্টটি বাংলা ব্লগের "hot" সেকশনে ট্রেন্ড করছে, এটা দেখে ভালো লাগছে।
ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আপনার প্রচেষ্টা সফল হোক, এই কামনা করি।
চলন্ত গাড়ির মোশন ফটোগ্রাফি করা একটু ডিফিকাল্ট তবে অসম্ভব নয়। আশা করি চেষ্টা করলে ফটোগ্রাফি ক্যাপচার করতে পারবো।
ডিভাইস- poco m2
ফোকাল ল্যান্থ- 27 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ও নন ইডিটেড-নন ইডিটেড
বিবরণ: একটি বৃষ্টিমুখর পরিবেশে যখন ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে বসেছিলাম।আমাদের স্টেশনের পাশেই জিডি রোড রয়েছে।যেখানে মাঝে ওভারব্রিজ আর দুইপাশে দুটি রাস্তা রয়েছে অর্থাৎ চারটি রাস্তা উপর-নীচে।তখন সেখান দিয়ে অনেক গাড়ি চলাচল করছিলো একদিক থেকে বিপরীত দিকে।তাই বৃষ্টির সময় চলন্ত গাড়ির এই ছবিটি তুলে ফেলেছিলাম।
আজকে খুবই সুন্দর একটি ফটোগ্রাফির প্রতিযোগিতা দেখতে পেলাম৷ যেভাবে আজকের এই প্রতিযোগিতা টপিক শেয়ার করেছেন এটি খুবই সুন্দর হয়েছে৷ আশা করি যারাই রাস্তার পাশে থাকেন অথবা কোন জায়গায় ভ্রমণ করে থাকেন তারা অবশ্যই এরকম মোশন ফটোগ্রাফি করতে পারবেন৷ আমিও চেষ্টা করব এরকম একটি ফটোগ্রাফি শেয়ার করার৷
এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি গতকাল রাতে। অফিস থেকে বাসায় যাওয়ার সময় ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে রোড থেকে। বড় একটি ট্রাক মালামাল নিয়ে যাচ্ছে। গাড়িটি স্লো থাকা অবস্থায় সেল্ফি স্টিক দিয়ে ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি।
ফটোগ্রাফার - @joniprins
ডিভাইস- Realme-C53
ক্যামেরা- 48MPL
এডিট- না
ফ্লাশ- না
লোকেশন- ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে।