মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৫১
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: বৃষ্টিভেজা ফুলের ফটোগ্রাফি।
এ সপ্তাহে ৬ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ১০ জন পার্টিসিপেট করেছে । ১০ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @green015
বিবরণ: এই বৃষ্টিভেজা ফুলের ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিলো।অনেকেই এটি দেখে মরিচ কিংবা আঙুর ফল ভেবে ভুল করে থাকেন।কিন্তু আসলেই এটি হাইব্রিড জাতের পাথরকুচির ফুল।যেটি দেখতে অনেক সুন্দর।
By: @bijoy1
এই ফটোগ্রাফিটি আমি কিছুদিন আগেই করেছিলাম। যখন আমি আমার নানার বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল৷ বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করে নিলাম এবং দেখলাম যে আজকে এই ফটোগ্রাফি শেয়ার করার একটা সুযোগ এসেছে৷ তাই এটি আজকে শেয়ার করে দিলাম৷
By: @nevlu123
এটি অনেক আগের ফটোগ্রাফি, নার্সারিতে অন্যান্য ফুলের চারা কিনতে গিয়ে দেখি বৃষ্টির ফোটা পড়ে রয়েছে গোলাপের উপরে।সত্যি বলতে নার্সারিতে আমরা যাওয়ার আগেই হালকা বৃষ্টি হয়েছিল, আরে সেই ফোঁটা গুলো ফুল খুব সুন্দরভাবে তার পাপড়ির উপরে আকড়ে ধরে রয়েছে। আর তখন এই ফটোগ্রাফিটি করলাম।
By: @mohinahmed
এই ফটোগ্রাফিটা বেশ কিছুদিন আগে আমার ছাঁদ বাগান থেকে ক্যাপচার করেছিলাম। বৃষ্টি শেষ হওয়ার পরপরই আমি ছাঁদে যাই কিছু ফটোগ্রাফি ক্যাপচার করতে। আর তখন গোলাপ ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বৃষ্টি ভেজা অবস্থায় যেকোনো ফুলের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। আর গোলাপ ফুলের সৌন্দর্য তো আরও বেড়ে যায়।
By: @joniprins
একদিন বৃষ্টির সময় লাঞ্চে বাসায় যাওয়ার সময় ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। একটি ভ্যান গাড়িতে অনেক গুলো ফুল গাছের চারা ছিল। এই ফুলটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বৃষ্টির পানিতে ভিজে ফুলটি দেখতে চমৎকার লাগছে।
By: @shahid420
বিবরণ:- এই পিকচার টি আজকেই তুলেছি। অফিস থেকে আজকে আউটসাইডে ডিউটি দিয়েছিলো।আজকের গন্তব্য ছিলো ঢাকার শ্রীপুরে।গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড এ।এই অফিস এর গেট এর বাইরে থেকে এই কড়ি ফুলটির ফটোগ্রাফি করেছি।
By: @selina75
এই ফটোগ্রাফিটা বেশ কিছুদিন আগে মিরপুর =২ এর একটি নার্সারী থেকে বৃষ্টির দিনে ক্যাপচার করেছিলাম। বৃষ্টি ফোটা ফুলটিতে জমে থাকায় অলকানন্দা ফুলটির সৌন্দর্য বহুগুন বেড়ে গিয়েছিল। বেশ সতেজ লাগছিল ফুলটিকে। আমিও মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ফুলটির ফটোগ্রাফি করে নিলাম।
By: @ah-agim
বিবরণ: কিছুদিন আগে আমি শাপলা উঠাতে গিয়েছিলাম বিলে । তখন বৃষ্টি আরম্ভ হলো । বৃষ্টির ফোঁটা যখন শাপলা ফুলের পাপড়ির উপরে পড়লো তখন অসাধারণ সৌন্দর্য সৃষ্টি হলো। তখন আমি বৃষ্টিভেজা ফুলের সৌন্দর্য উপভোগ করেছি। তারপর ফটোগ্রাফি করে নিলাম।
By: @sabbirakib
ছবিটি আমাদের বাসার নিচ থেকে তোলা। ফুলটির নাম আমি জানিনা। তবে গোলাপি রঙ দেখে খুবই আকর্ষিত হয়েছি। বৃষ্টির ফোটা পাপড়ির উপর থাকায় মনে হয়েছে যে সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে।
By: @narocky71
সবারই পরিচিত একটি ফুল নয়ন তারা। আমার কাছে খুব ভালো লাগে এই ফুলটি। আমার ঘরের ছাদের উপর কয়েকটি গাছ রয়েছে। সবগুলো গাছের মধ্যে খুব চমৎকারভাবে ফুল ফুটে থাকে। সেখান থেকে আমি এই ছবি তুলেছিলাম।
উক্ত ১০ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @nevlu123 - 3 STEEM -
- 2nd Prize - @sabbirakib -2 STEEM -
- 3rd Prize - @green015 - 2 STEEM -
- 4th Prize - @mohinahmed - 2 STEEM -
- 5th Prize - @narocky71 - 1 STEEM-
- 6th Prize - @selina75 - 1 STEEM-
Disqualified : ah-agim (Time Over)

VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আপনি প্রতিনিয়তায় এরকম দারুন দারুন সব ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করেন। এই পোস্টের মাধ্যমে বিজয়ীদের তালিকা প্রকাশ করেছেন সেই সাথে বিজয়ীদের পুরস্কার পাঠিয়ে দিয়েছেন শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
0.00 SBD,
0.70 STEEM,
0.70 SP
যে কোন ধরনের প্রতিযগিতায় অংশগ্রহনের চেস্টা করি। আমার পোস্টটি পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় বেশ আনন্দ লাগছে। ধন্যবাদ ভাইয়া আমাকে পরস্কৃত করার জন্য।
0.00 SBD,
0.64 STEEM,
0.64 SP
গত সাপ্তাহের প্রতিযোগিতায় বেশ কয়েকজন মেম্বার অংশগ্রহণ করেছেন। সবার ফটোগ্রাফি দারুণ সুন্দর ছিল। যার কারনে সবাই মোটামুটি বিজয় হয়েছে।
0.00 SBD,
0.62 STEEM,
0.62 SP
প্রত্যেকটি প্রতিযোগিতায়-ই অংশ নিতে আমার অনেক ভালো লাগে।তেমনি এই প্রতিযোগিতায় ও অংশ নিয়ে একটি অবস্থানে থাকতে পেরে অনেক উৎসাহ পেলাম।ধন্যবাদ দাদা।
0.00 SBD,
0.57 STEEM,
0.57 SP
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে,তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। নিজের নাম বিজয়ীদের লিস্টে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। যাইহোক এই প্রতিযোগিতার ফলাফল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।