নিজের বিবেকবোধ জাগ্রত করুন||

in আমার বাংলা ব্লগlast year (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

man-97975_1280.jpg

ছবির উৎস

প্রত্যেক মানুষের বিবেক হচ্ছে তার নিজস্ব আদালত।একজন মানুষ তিনি যদি প্রকৃত বিবেকবোধ সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন।তিনি একটি অন্যায় কাজ যদি করেন তাহলে তার মনে আফসোস হবে অস্থিরতা কাজ করবে।আমি কেন এই কাজটি করলাম বা এটি করলে এর ফলাফল কি হবে।আপনি পৃথিবীর সবার চোখ ফাঁকি দিতে পারলেও নিজের বিবেকের চোখ ফাঁকি দিতে পারবেন না।এখানে এসে আপনাকে আটকাতেই হবে।

বর্তমান প্রজন্মের লোকদের কাছে এই জিনিসটি বেশি লক্ষণীয় তারা একটি অন্যায় কাজ করছে কিন্তু তার কাছে সেই কাজটির জন্য তার মনে বিন্দুমাত্র অনুশোচনা কাজ করছে না উক্ত অন্যায় কাজটির জন্য।অর্থাৎ তার মনে এধরনের কোনো চিন্তায় আসেনা।একজন প্রকৃত মানুষ সর্বদাই সৃষ্টিকর্তা ভীরু হবেন।তার কাছে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান থাকবে।একটি কথা মাথায় রাখবেন সৃষ্টিকর্তা একজনই আমাদের সমাজে ধর্ম অনেকগুলো।আর কোনো ধর্মই ছোট নয়।সব ধর্মের মূল কথা শান্তি একে অপরের সাথে বন্ধুত্ব পূর্ণ মিলবন্ধন বজায় রাখা।

যেই ব্যক্তি ধর্ম দিয়ে কোনো মানুষকে বিচার করেন সে একজন বোকা নিচু হৃদয়ের মানুষ।কারণ আমি মনে করি, একজন ব্যক্তি সে যে ধর্মের হোক সে যদি তার ধর্মের বিধিনিষেধ পালন করেন সেই ব্যক্তি নিঃসন্দেহে একজন উত্তম ব্যক্তি।কারণ যিনি কোনো ধার্মিক কার্যাবলী পালন না করেন আর যিনি করেন তিনি তার থেকে হাজার গুণ ভালো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ।একজন প্রকৃত ব্যক্তিত্বসম্পন্ন মানুষ কখনোই কোনো অন্যায় অপকর্মে নিজেকে লিপ্ত করবেন না।

সবাইকেই কর্ম করতে হলে ভাবতে হবে আমি এই কাজটি করছি এটা কি ভালো কাজ না মন্দ কাজ।যেই কাজটি দিয়ে আপনি মানসিক শান্তি পাবেন নিজের কাছে সেই কাজটি করার চেষ্টা করুন।দিনশেষে যাতে নিজের কাছে অপরাধী না হন।এটলিস্ট আয়নার সামনে দাঁড়িয়ে যাতে তৃপ্ততার হাসি টা হাসতে পারেন।আপনি কোনো অন্যায় করেন নি বিবেকের চোখে আপনি নিরঅপরাধ।একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এক জীবনে আপনি সবাইকেই শুভাকাঙ্খী পাবেন না আবার সবার প্রিয়ও হয়ে উঠতে পারবেন না।

পৃথিবীর নিয়ম এটাই ভালো মন্দ গুণ নিয়েই একজন মানুষ হয়।যারা আপনার শুভাকাঙ্খী তারা আপনার মন্দ দিকের পাল্লা গুলোকে না ধরে ভালো দিকের পাল্লাগুলো নিয়ে আপনার পাশে থেকে অনুপ্রাণিত করবেন।সবসময় পরিবার বা বন্ধু বান্ধবের সাপোর্ট নাও পেতে পারেন।কিন্তু কখনো কখনো সাহায্যের হাত ঠিকই আচমকাই পেয়ে যাবেন ,যদি সৎ পথে থেকে নিজের সত্তাকে বাঁচিয়ে রাখেন।তাই নিজের বিবেক জাগ্রত করুন একজন প্রকৃত মানুষ হন।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 25th May,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

যার বিবেক যত জাগ্রত সে তত জ্ঞান সমৃদ্ধ মানুষ এবং তার দ্বারা একটি সমাজের উন্নয়ন সাধন সম্ভব। কি বলবো আপু যত দিন যাচ্ছে মানুষের যেন বিবেক হারা হয়ে যাচ্ছে আর খারাপ কাজগুলোকে জানা অতি সহজ ভাবে তারা দেখে, নেই কোন প্রতিবাদ নেই কোন বিচার।

 last year 

জি ভাইয়া একদম,ধন্যবাদ আপনাকে।

 last year 

অন্যায় কাজ করার পরেও যদি অনুশোচনা জাগ্রত না হয় এটা সত্যি অনেক খারাপ বিষয়। নিজের বিবেকবোধ যদি জাগ্রত না হয় তাহলে নিজের খারাপ কাজগুলো কিংবা অন্যায় কাজগুলো আবারো করার চেষ্টা করবে। আপু আপনার লেখাগুলো অনেক ভালো লেগেছে। আপনি একেবারে বাস্তবতা থেকেই লেখাগুলো লিখেছেন।

 last year 

আমার লেখা আপনার ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।ধন্যবাদ আপু।

 last year 

আমাদের প্রত্যেকের উচিত নিজের বিবেকবোধ জাগ্রত করা। আমরা যদি নিজের বিবেকবোধ জাগ্রত না করি তাহলে ধীরে ধীরে আমাদের মানসিকতা আরো বেশি খারাপ হয়ে যাবে। আর আমাদের নিজেদের করা ছোট ছোট ভুলগুলো থেকে কখনোই বেরিয়ে আসতে পারবো না। আপু আপনি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার লেখার মাধ্যমে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য।