কম্পিউটার ক্লাবের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যখন ভার্সিটিতে এডমিশন নেই তখন কম্পিউটার ক্লাবে জয়েন হই। কারন আমি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর একজন ছাত্র তাই আমার মনে হয়েছে কম্পিউটার ক্লাবে জয়েন হওয়া আমার জন্য উপকারী হবে। সেই কম্পিউটার ক্লাবের আজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলে ভার্সিটির অডিটরিয়ামে। আজকে আমি আপনাদের মাঝে কম্পিউটার ক্লাব ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি সম্পর্কে লিখতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

IMG20240127180942.jpg

ভার্সিটিতে আমার ক্লাস ছিল দুপুর ১২'৩০ মিনিটে। আমি সময় মত বাসা থেকে বের হয়ে ভার্সিটিতে পৌঁছে যাই। আমার ক্লাসটি ১'৫০ এ শেষ হয়ে যায় অপরদিকে ভার্সিটির কম্পিউটার ক্লাবের আইডি কার্ড বিতরণ করা হচ্ছিল । আমি ক্লাস শেষ করে তাড়াতাড়ি ভার্সিটির অডিটোরিয়াম এ চলে যাই আইডি কার্ড নেওয়ার জন্য। এখানে এসে দেখি আইডি কার্ড নেওয়ার জন্য অনেক বড় একটি লাইন। আমিও লাইনে দাঁড়িয়ে ১৫-২০ মিনিট পর কম্পিউটার ক্লাবের আইডি কার্ড সংগ্রহ করি।

IMG20240127134549.jpg

কম্পিউটার ক্লাবের ওরিয়েন্টেশন বিকেল তিনটার দিকে শুরু হলেও আমার ৩'১০ এ ক্লাস থাকায় আমি শুরু থেকে কম্পিউটার ক্লাবের ওরিয়েন্টেশনে থাকতে পারিনা। আমি আইডি কার্ড নিয়ে ভার্সিটির অডিটরিয়ামে কিছুক্ষণ বসে তিনটার দিকে ক্লাসে চলে যাই। আমার ক্লাস শেষ হয় বিকেল ৪:৩০ মিনিটে। ক্লাস শেষ করে আমি সাথে সাথেই চলে যাই ভার্সিটির অডিটরিয়ামে। ততক্ষণে কম্পিউটার ক্লাবের ওরিয়েন্টেশন শুরু হয়ে গিয়েছিল। আমি অডিটরিয়ামে গিয়ে আসন গ্রহণ করি।
আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবার আন্তর্জাতিক ব্লক চেইন অলিম্পিয়াডে প্রথম হয়ে গোল্ড জিতে। আমি যখন অডিটরিয়ামে যাই তখন এই গ্রুপের মেম্বাররা স্টেজে বক্তব্য দিচ্ছিল। আমি বসে সেগুলো শুনতে থাকি। এই গ্রুপের স্টুডেন্টরাই কম্পিউটার ক্লাব নিয়ন্ত্রণ করে থাকে।

IMG20240127140731.jpg

কম্পিউটার ক্লাবের সবার বক্তব্য শেষ হওয়ার পরে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । আমরা স্টুডেন্টরা অনেক বেশি ইনজয় করি ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটি। কম্পিউটার ক্লাবের ভাইয়া ও আপুরা অনেক বেশি আন্তরিক ছিল। একে একে অনেকগুলো গান ও নাচের পারফরমেন্স ছিল আমরা সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনেক বেশি উপভোগ করি।
এরপর সন্ধ্যা ৬'৩০ মিনিটে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি শেষ হয়। আমাদের সবাইকে একটি করে খাবারের টোকেন দাওয়া হয়েছিল। সবাইকে একটি করে খাবারের প্যাকেট ও কম্পিউটার ক্লাবের একটি টি-শার্ট দিয়ে ওরিয়েন্টেশনের ইতি ঘোষনা করা হয়।

IMG20240127140721.jpg

IMG20240127163256.jpg

আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 last year 

খুবই চমৎকার আয়োজন ছিল।কম্পিউটার ক্লাবে জয়েন করে ভালোই করেছ।যেহেতু তুমি কম্পিউটার নিয়েই পড়াশোনা করছো।মন থেকে দোয়া থাকলো অনেক বড় হবে একদিন।♥♥