ওপার বাংলার প্রিয় বন্ধু শুভস্মিতাকে নিয়ে স্বরচিত কবিতা ||~~
ওপার বাংলার প্রিয় বন্ধু শুভস্মিতাকে নিয়ে স্বরচিত কবিতা ||~~
স্বরচিত কবিতা
বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ আমি আবারো আপনাদের জন্য স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের কবিতাটিও আপনাদের কাছ ভালো লাগবে। বন্ধুরা আপনারা অনেকেই অবগত আছেন যে আমি কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম। সেখানে গিয়ে নতুন নতুন অনেক বন্ধুদের সাথে পরিচিত হতে পেরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শুভস্মিতা খুব অল্পদিনে সেও আমার প্রিয় বন্ধু হয়ে উঠেছে। চুঁচুড়াতে আমরা ওদের বাসায় ছিলাম।
ওদের আতিথিয়তা ওদের সমাদর আমার মনে থাকবে আজীবন। সবচেয়ে বড় বিষয় শুভস্মিতা খুবই চমৎকার বাইক চালায়। লেডি বাইকারদের মধ্যে অন্যতম একজন। ওর বাইকে চড়ে একদিন গভীর রাতে আমরা গঙ্গাধারে ঘুরে বেড়িয়েছিলাম। মেয়েটা বেশি গুনবতী তবে, প্রতিবাদে এক নারী। ওর ছোট দুষ্টুমিষ্ট একটি ছেলে রয়েছে।সেও ভীষণ কিউট। শুভস্মিতার বর ও কিন্তু অসাধারণ একজন ব্যক্তিত্বের অধিকারী। আর ওর মায়ের তো তুলনাই হয় না। বর্তমানে বাবা ভীষণ অসুস্থ। অসুস্থ থাকার পরেও তার আন্তরিকতার কোন অভাব ছিল না। আমরা যেদিন বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসি সেদিন শুভস্মিতা আমাকে একটি কানের দুল গিফট করেছিল। অসাধারণ সুন্দর লেগেছে ওর সেই উপহারটি। সবমিলিয়ে সেই বন্ধুটি কে উৎসর্গ করে আজকের এই কবিতা। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
কবিতার শিরোনাম -"শুভস্মিতা"
কলমে- সেলিনা সাথী
উৎসর্গ- শুভস্মিতা কে
বন্ধু তোমার উপহারটা
যেন বিউটিফুল,
কালোর সাথে সোনালী আভার
প্রিয় কানের দুল।
তোমার দেয়া দুলটি ছিল
ভীষণ চমৎকার,
দুই বাংলা মিলেমিশে
যেন একাকার।
"শুভস্মিতা" প্রিয়ভাষী
হাসি খুশি মুখ,
দূর থেকেও দেখলে তোমায়
লাগে ভীষণ সুখ।
তোমার বাইকে চড়ে যেদিন
গিয়েছি গঙ্গাধারে,
সেদিন রাতের গল্প গুলো
মনটা আজও কারে।
ভালো থেকো সুখে থেকো
বন্ধু চিরদিন,
তোমার কাছে রয়ে গেল
আমার কিছু ঋণ।
ভালোবাসার নিবির ছোঁয়া
দিয়ে এলাম তোমায়,
দুই বাংলার এই বন্ধন
হোক না মধুময়।
বাংলাদেশে এসো তুমি
করবো বিনোদন,
আনন্দ আর উল্লাসেতে
ভরিয়ে দেবো মন।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৩১ মে ২০২৪
সময় সকাল ১০:৫৪
কবিতা কুটির -নীলফামারী।
বন্ধুরা আমার আজকের কবিতটি , নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব।
♥♥
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বিষয়: কবিতা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
Upvoted! Thank you for supporting witness @jswit.
অল্প দিনের পরিচয় বন্ধুত্ব হলেও সুভস্মিতা কে নিয়ে দারুণ সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে বুঝতে পারছি আর আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম গুণবতী একজন বন্ধু হয়েছে আপনার। তার দেওয়া উপহারটিও অনেক বেশি সুন্দর ছিল। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
সত্যিই ওর দেয়া উপহারটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ওর মতো একজন ভালো বন্ধু পেয়ে আমি বেশ হ্যাপি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। 🌹❤️🌹
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন। ওপার বাংলার আপনার প্রিয় বন্ধুর কাছ থেকে আপনি কানের দুল উপহার পেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। আসলে নিজের বন্ধুদের কাছ থেকে যদি কোন কিছু উপহার পাওয়া যায় বেশ ভালো লাগে। আপনার ভালো লাগার অনুভূতি আপনি কবিতার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।
আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপনাকেও অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য। ❤️🌹❤️
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা লিখে প্রকাশ করেছেন যেখানে প্রিয় বন্ধু শুভস্মিতাকে নিয়ে লেখা আপনার কবিতা। তার ভাইকে ছেড়ে আপনি গঙ্গার পারে গিয়েছিলেন সেই স্মৃতি আজও ভুলতে পারেন নাই আশা করি পরবর্তীতে ভুলতে পারবেন না। আসলে কবিতার মাধ্যমে ব্যক্ত করলে অনেক কিছু খুবই ভালো লাগে।
খুব অল্প দিনে শুভস্মিতার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছে। আপনি লিখেছেন ওর ভাইকে ছেড়ে গঙ্গার ধারে গিয়েছিলাম। আসলে বিষয় এটা না। আমি তার বাইকে চড়ে গঙ্গার ধারে ঘুরে ছিলাম। আর সেই স্মৃতিগুলো আসলেই ভোলা খুব কঠিন বিষয়। ❤️🌹❤️