স্বরচিত পদ্ম কবিতা "মায়ের রূপ"||~~😭😄

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম/আদাব

স্বরচিত কবিতা


সকলকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি।

1000005257.jpg



কবিতাটির মূলভাব হলো মায়ের অসীম ত্যাগ, কষ্ট এবং ভালোবাসার রূপকে তুলে ধরা। লেখিকা মাকে শুধু বাহ্যিক সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে নয়, বরং তার অভ্যন্তরীণ শক্তি ও নিরন্তর সংগ্রামের মাধ্যমে চিত্রিত করেছেন।

মায়ের রূপ কেবল শারীরিক আকর্ষণে সীমাবদ্ধ নয়; বরং মাতৃত্বের যন্ত্রণার মধ্যে লুকানো এক গভীর অনুভূতি। গর্ভধারণের সময় মা যখন স্বপ্নে বিভোর, তখনই তিনি নতুন জীবনের জন্য নানা আয়োজন করেন। তবে, প্রসবের সময় মায়ের যে কষ্ট হয়, সেটি তার রূপকে আরও মহিমান্বিত করে। রক্ত আর চোখের জলে ভেসে ওঠা সেই রূপ—সত্যি, যা মায়ের অসীম সাহস ও আত্মত্যাগের প্রতীক।

কবিতায় মা যখন হাজার কষ্টের মাঝেও সন্তানের জন্য হাসি ও আনন্দ বয়ে আনেন, তখন তার রূপের সত্যিকারের সৌন্দর্য ফুটে ওঠে। মা নিজে কষ্ট নিয়ে সন্তানের মুখে হাসি দেখে আনন্দ পান, যা মায়ের গভীর মমতার পরিচায়ক।

শেষে লেখিকা মা’র রূপের অনন্যতা এবং গুণের কথা তুলে ধরে বলেন যে, মায়ের রূপের ব্যঙ্গ করে কেউ কখনো চুপ হয়ে যায়, কারণ সেই রূপের গূঢ়তা ভাষায় প্রকাশ করার জন্য যথেষ্ট শক্তি ও পরিপক্বতা প্রয়োজন।

মোটের ওপর, কবিতাটি মাতৃত্বের স্নেহ ও ত্যাগের একটি মহৎ চিত্র তুলে ধরে এবং মায়ের গভীর অনুভূতির প্রশংসা করে। লেখিকার ইচ্ছা, ভবিষ্যতে আরো কবিতায় মায়ের রূপ ও গুণ নিয়ে আলোচনা করবেন।

"মায়ের রূপ"

কলমে- সেলিনা সাথী

মায়েরা হয় রূপবতী
নেই তো রূপের শেষ,
রূপে রূপে অপরূপা
কষ্ট অবশেষ।

গর্ভধারণ করে যখন
স্বপ্নে বিভোর মন
কল্পনাতে করে যে মা
নানা আয়োজন।

প্রসব ব্যথায় জর্জরিত
মৃত্যু মুখে মা!
সেই সময়ের মায়ের রূপের
হয়না তুলনা।

চোখের জলে স্রোতধারা
রক্ত তুলে ঢেউ
সেই সময়ে অভাগী মায়ের
রূপ দেখেছো কেউ -?

হাজার কষ্টের মাঝেও যখন
চাঁদ মুখখান দেখে
প্রশান্তি আর আনন্দ
হৃদয়ে নেয় মেখে।

চোখে অশ্রু মুখে হাসি
এই তো মায়ের রূপ,
মায়ের রূপের ব্যঙ্গ করে
কেউ হয়ে যায় চুপ।

হাজার রূপের রুপ কন্যা
মমতাময়ী মা,
রূপে গুনে সারা জীবন
হয় যে অনন্যা,,,,,
অন্য কাব্যে নিয়ে আসব
সেই রূপের বর্ণনা।


১৭ সেপ্টেম্বর ২০২৪
সময় রাত ১১:২৫
কবিতা কুটির -নীলফানারী।


সত্যিকারের রূপ যদি দেখতে মায়ের চাও
মাতৃত্বের জটিল স্বাদের রূপটা দেখে নাও


বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমি সেলিনা সাথী...

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ক্রিয়েটিভ রাইটিং

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

পৃথিবীতে মানুষের জন্য দেওয়া সৃষ্টিকর্তার সবচাইতে সুন্দর জিনিসটা হলো মা। সত্যি বলতে মায়ের কোন বিষয় নিয়েই কথা বলে শেষ করে যাবে না। মা সবসময় অনন‍্য। মা কে নিয়ে কবিতা টা চমৎকার লিখেছেন আপু। অসাধারণ লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 7 months ago 

একদম ঠিক বলেছেন মায়ের বিকল্প শুধু মায়েরাই হতে পারে। আর তাই পৃথিবীর সকল মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

 6 months ago 

আপনার কবিতা গুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে এবং আপনার কবিতা পড়ে অনেক অনুপ্রেরণা পাই।আজকের লেখা কবিতাটি বারবার পড়ছিলাম আর বারবার পড়ার ইচ্ছা হচ্ছিল। এত সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন যার প্রশংসা ভাষায় প্রকাশ করার মতো না।

 6 months ago 

আমি জানি আপু শুরু থেকেই আপনি আমার কবিতা মন দিয়ে পড়েন।এবং সুন্দর সুন্দর অনেক মন্তব্য করেন। যা আমাকে অনেক বেশি উজ্জীবিত করে।