আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৮৮ || ABB Weekly Hangout Report-188

in আমার বাংলা ব্লগ7 days ago

Hangout Format 188.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৫৯০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১২২। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৪৪ জন।

হ্যাংআউট-১৮৮

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময় হওয়ার আগেই চলে আসেন, তারপর বর্তমান পরিবেশ নিয়ে কথা বলেন, উষ্ণতার পরিমাণ বেশ বেশি সেটা নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন এবং সবাইকে সতর্ক করেন। যে কোন রিচফুড কিংবা অতিরিক্ত তৈলাক্ত খাবার হতে বিরত থাকার অনুরোধ করেন। এবার হয়তো অনেক বেশি গরম পড়বে, তাই এখন হতেই সতর্ক হওয়ার পরামর্শ দেন। পাতলা কিংবা ঢিলাঢালা পোষাক করতে অনুরোধ করেন, ছাতা ছাড়া বাহিরে না যাওয়ার পরামর্শ দেন। বিশুদ্ধ পানি পান করতে বলেন, না হলে পানি বাহিত সমস্যা দেখা দিতে পারে। গ্লুকোজ জাতির খাবার কিংবা ফল খাওয়ার পরামর্শ দেন। বিশেষ করে সিজনাল ফলগুলো খেতে পারেন। এতে শরীর হতে যে পরিমান ঘাম বের হয়ে যাচ্ছে সেটা দ্রুত রিকাভার করতে পারবে। তারপর ঈদের সময়গুলো সবার কেমন কেটেছে সেটা জানতে চান এবং সবাইকে কাংখিতভাবে সহযোগিতা করার আহবান জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৮৮তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও এই মুহুর্তে পরিবেশ বেশ উষ্ণময় হয়ে উঠছে। গেষ্ট ব্লগারদের নিয়ে বলছি এই মুহুর্তে কমিউনিটিতে ২৬জন গেষ্ট ব্লগার আছেন, তবে তাদের সবাই এ্যাকটিভ নেই ১৯জন ইনএ্যাকটিভ এবং মাত্র ৭ জন এ্যাকটিভ আছেন। এই ৭ জনও আবার নিয়মিত পোষ্ট করেন না। যাইহোক, যারা কাংখিতভাবে এ্যাকটিভ থাকার চেষ্টা করছেন তাদের সাপোর্ট নিশ্চিত করা হচ্ছে।

এছাড়াও যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে আমার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস আগের মতোই আছে। হয়তো ঈদের ছুটির কারণে এ্যাকটিভিটিস বৃদ্ধি পায় নাই। যদিও কমিউনিটিতে নতুন নির্দেশনা দেয়া হয়েছে, সবাইকে কাংখিতভাবে Daily Task গুলো সুসম্পন্ন করার জন্য অনুরোধ করছি। অবশ্য নতুন নির্দেশনা অনুযায়ী এনগেজমেন্ট এর ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হয়েছে। তাই আশা করছি সবাই পোষ্ট কোয়ালিটি বজায় রেখে Daily Task গুলো সুসম্পন্ন করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, স্টিমিটের প্রাইস অনেক কম এখন সেক্ষেত্রে আমাদের এটাও মাথায় আছে যে অনেক ভেরিফাইড খুবই পুরানো মেম্বার কমিউনিটি থেকে কমিউনিটিতে কাজ করা বন্ধ করে অন্য কমিউনিটিতে কাজ করছে। এগুলোতে আমাদের কোনো সমস্যা নেই। তবে থাকলে কাজগুলো একটু করতেই হবে। আমি গতকাল রাতে বসে বেশ অনেকগুলা টুইট চেক করলাম। তো তাতে আমি একটু যেটা প্রবলেম পেয়েছি। সেটা একটু বলছি, সবাই একটু ফোকাস করবেন। সেটা হচ্ছে প্রোপার রিপ্লাই করার চেষ্টা করবেন। যেমন হচ্ছে, যে সম্পর্কিত টুইট সে সম্পর্কিত রিপ্লাই করতে হবে। যেমন সিয়াম ভাই যেটা আজকে টুইট করলো যে শেয়ার করেন আপনার বেস্ট গিবলি $PUSS। তো রিপ্লাই এ আমরা ওই ইমেজগুলো ক্রিয়েট করে দিবো।

আর সবাই অবশ্যই উইকলি রিপোর্ট পোস্টটি করবেন। যদি আমাদের প্রতিটা ইউজার এর আইডিতে গিয়ে খুঁজে খুঁজে দেখতে হয় যে কে করছে কে করছে না। এটা কিন্তু একদমই খুব অসম্ভব একটা ব্যাপার। এ কারণে আমরা কাজটাকে সহজ করার জন্য বলছিলাম যে আপনারা এলায়েন্স এ পোস্ট করবেন।আরেকটা বিষয় হচ্ছে, সবাই যদি মঙ্গলবার এই পোস্টটা করে ফেলেন। তাহলে সে ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে বলছি, প্রতিদিন আমরা একটা করে পোস্ট নমিনেশনে পাঠাবো। সেটা দিতে পারতেছি না। কারণ একদিনে একটার বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না। কারণ ওই কমিউনিটির পোস্ট নমিনেট করতে হয় আমাকে। সে ক্ষেত্রে সাত দিনেই সবাই পোস্ট করার চেষ্টা করবেন। কেও শনিবার করলেন, কেও রবিবার, কেউ সোমবার। মানে নিজেদের মতন করে করবেন। মঙ্গলবারেই কিংবা বুধবারে যদি একদিন এই করেন। তাহলে কিন্তু আমরা সবাইকে সাপোর্টটা দিতে পারবো না।

আর যেমন কেউ মঙ্গলবার অলরেডি একটা পোস্ট করে ফেলছে। এখন তাহলে সে যদি শনিবার করতে যায়। তাহলে তো আগের আগের কিছু লিংক চলে আসছে। আগের রিপোর্টের ২-৩ দিন এর লিংক চলে আসছে। বাট ঐ টা আপনারা যদি এভাবে করেন যে আজকে আমি সোমবার করলাম এরপরে সোমবার যখন করবো। তখন কিন্তু এই প্রবলেমটা আর হবে না। মানে প্রথম এক সপ্তাহ সবারই প্রবলেমটা হবে। তো তাই আমরা ছাড় দিচ্ছি সমস্যা নেই। আসলে আমরা আপনাদের জন্য যতোটা সম্ভব কাজ সহজ করার চেষ্টা করতেছি। তো আপনাদের সবার কাছে কিন্তু মোটামুটি অল্প কম সবার কাছেই কয়েন আছে এবং আমরা যেটা আসলে পরবর্তীতে দেখেছি যে আমাদের অনেক ইউজারদের কাছে অনেক অনেক কয়েন আছে। যেটা আমরা প্রথমে ভাবছিলাম যে ইউজারদের কাছে খুব একটা কয়েন ছিলো না।

তো আপনারা আপনাদের জন্য কাজগুলা করবেন। আমি আসলে অনেককেই দেখেছি যেটা খুবই দুঃখের ব্যাপার সেটা হচ্ছে প্রতিনিয়ত সেল করে। সেল করে বড়লোক হয়ে যাচ্ছে। কিন্তু কোনো কাজ করছে না। আশা করছি সকলেই নিয়মিত কাজ করবেন।তো সবাইকে ঈদ মোবারক, ধন্যবাদ।

Untitled-0000.png

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, একটা ওয়েবসাইট শেয়ার করেন www.pussteem.com এবং বলেন দাদা বিস্তারিত বলবেন বিষয়টি নিয়ে। এটা নিয়ে ঘোষণা দিবেন দাদা, যদিও কিছুটা কাজ এখনো বাকি আছে। ব্যাকগ্রাউন্ড এর কাজ শেষ। তারপর পুশস্টিম নিয়ে কিছু কথা বলেন, সাইটটি কিভাবে কাজ করবে সেটা নিয়ে বলেন। লগইন হতে শুরু করে স্টেপ বাই স্টেপ গাইড করেন। প্রথমে স্টিমিট আইডি দিতে হবে, ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা ঠিক মতো সেট করতে বলেন। ডিসকর্ড আইডি দিতে বলেন (ডিসকর্ডের ইউজার নাম) তারপর সাইনআপ করতে হবে।এরপর মেইলে একটা ভেরিফিকেশন লিংক যাবে, সেটা কনফার্ম করতে হবে। কনফার্ম করলে একাউন্ট তৈরী হয়ে যাবে, ড্যাশবোর্ডে গিয়ে পাওয়ার আপ অপশনে যাবেন সেখান হতে ট্রন এড্রেস কপি করে পুশ ট্রান্সফার করবেন।

তবে শুরুতে সেই ট্রন এড্রেসটি এ্যাকটিভ করতে হবে ১ টিআরএক্স পাঠিয়ে। তারপর পুশ সেন্ড করে পাওয়ার আপ করবেন। আমরা প্রতিদিন যে নমিনেশন করি সেখানে যদি মিনিমাম পুশ না থাকে তখন কিন্তু সেই পোষ্টে ভোট পড়বে না। তাই আপনাদের প্রাইমারী একটা ধারণা দেয়া হলো। দাদা ঘোষণা দিলেই সেটা কার্যকর করা হবে। পাওয়ার আপ করার পর আপনার পুশ ইপুশে ব্যালেন্স এ জমা হবে, আপনার পোষ্ট এ যখন ভোট পড়বে সেখান হতে একটা নির্দিষ্ট পরিমাণ পুশ বার্ন হবে। কখন কত পুশ বার্ন হলো সেটার বিস্তারিত তথ্য হিস্টোরিতে পেয়ে যাবেন। ফ্রি ভোট আর থাকবে না, পুশকে আমরা ইউলিটি কয়েন করার চেষ্টা করছি। ভবিষ্যতে আরো নতুন ফিচার আসতে পারে, তখন হয়তে স্টিম এর পরিবর্তে পুশ পেতে পারেন। সব কিছু ভবিষ্যতে পুশ কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা আছে।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, মোটামুটি এ সপ্তাহে সবার টুইটার অ্যাক্টিভিটিস বেশ ভালো ছিল । ৪৯২ টা পোস্ট টুইটারে টুইট হয়েছে, সক্রিয় সদস্য ছিল ৫৩ জন এবং মূল তালিকায় ছিল ২৭ জন সদস্য। এ সপ্তাহে টুইটার অব দ্যা উইক হয়েছেন সামসুন নাহার আপু। অভিনন্দন রইল তার জন্য। সবাই সবার এক্টিভিটিস সঠিকভাবে বজায় রাখুন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @alsarzilsiam ভাই বলেন, এ সপ্তাহে আসলে বলার মত তেমন কিছু নেই তারপরও আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা প্রথমেই জানাতে চাই, ঈদ মোবারক। সেই সাথে বর্তমানে লেভেল তিনে ক্লাস করানোর মত কোন ইউজার নেই। এছাড়াও লেভেল ফোর এ একজন ইউজার রয়েছেন, তার ভাইভা শনিবারে নিয়ে নেওয়া হবে। এছাড়াও টুইটার প্রমোশনে আপনাদের এক্টিভিটিস চোখে পড়ার মতো। এজন্য আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আমি আপনাদেরকে এটাও অনুরোধ করব আপনারা নিজের নিজের টাইমলাইনে ও একটি করে টুইট করার চেষ্টা করবেন পুশ সংক্রান্ত বিষয়ে। কয়েন মার্কেট ক্যাপ এ প্রতিদিন একটি করে কমেন্ট করার চেস্টা করবেন। পুশ কে ভালোবেসে কাজ গুলো করবেন। তাহলে আমরা সকলেই লাভবান হতে পারবো।

তারপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার। শুরুতেই টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে যারা রয়েছেন তারা বিগত সপ্তাহে কয়েকটি মাত্র পোস্ট করেছেন। এমনকি যারা কিছুটা এক্টিভ হওয়ার চেষ্টা করছিলেন আনন্দ উৎসবের মাঝে তারাও পোস্টের সংখ্যা কমিয়ে দিয়েছিলেন। যদিও সেটা খুবই স্বাভাবিক। আপনারা অ্যাক্টিভিটিস সঠিকভাবে করতে পারলে অবশ্যই আপনাদের একটিভ লিস্টে পাঠানো হবে। পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ এবং টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে যারা রয়েছেন তারা যদি একটিভ হতে চান তাহলে অবশ্যই আমাকে টিকিট কেটে জানাবেন।

আমাদের চলতি প্রতিযোগিতায় অত্যন্ত কম সংখ্যার সদস্যই অংশগ্রহণ করেছেন। সকলের বাড়িতে আনন্দ উৎসব থাকার কারণে কেউ বিশেষ পোস্ট করতে পারেননি, সেই জন্য প্রতিযোগিতা আরো এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা এখনো অংশগ্রহণ করেননি তারা জলদি সুন্দর সুন্দর স্ন্যাকস বানিয়ে অংশগ্রহণ করে ফেলুন। অনেকেই টুইটারে ডেইলি টাস্ক গুলো করছেন তবে কয়েকজন কিছুটা হয়তো ভুল করেছেন। স্টিমিট এবং টুইটার দুটো ভিন্ন জিনিস। স্টিমিটে দুদিন বা তিনদিন পরেও কমেন্ট করলে সমস্যা হয় না কিন্তু টুইটার অনেক দ্রুত গতিতে চলা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেজন্য কমেন্ট করার মতো ভেবে যারা টাস্কগুলো করছেন তাদের করার কোন মানেই থাকছে না। যদিও আমরাও এ বিষয়ে খুব একটা বেশি জানি না তবে আমরা চাই সবাই মিলে একসাথে শিখব। প্রয়োজন হলে একটা ক্লাস করিয়ে সবাই শিখবো। ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করলে তিনি বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভাল আছেন। তেমন কিছুই বলার নেই, তবে পুশ নিয়ে আপনাদেরকে যে সকল নির্দেশনাগুলো দেয়া হচ্ছে সেগুলো নিয়মিত করতে থাকুন।আর কমিউনিটিতে চেষ্টা করুন প্রতিদিন চারটা, পাঁচটা করে কমেন্টস করতে। ন্যূনতম কিছু একটিভিটিস বজায় রাখার চেষ্টা করুন। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশন নিয়ে কথা বলেন, যেহেতু নতুন ইউজার নেয়া হচ্ছে না তাই নতুন করে কিছু বলতে চাইছি না। যারা আপাদত আছেন তাদের উদ্দেশ্যে বলেন বিগত দিনের নিয়মগুলো আগের মতোই আছে সেগুলো পালন করার অনুরোধ করেন। তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, নতুনভাবে আমরা আবার এই শো’টি চালু করতে যাচ্ছি পতিষ্ঠাতার অনুমতি নিয়ে যাতে পুরনো ইউজারদের নতুনভাবে আবার সুযোগ দেয়া যায়। যারা অতিথি হয়ে আসতে চান তারা সিয়াম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অতিথি হয়ে আসলে শুভেচ্ছা সম্মানী পাবেন এবং যারা উপস্থিতি থাকবেন তাদের জন্যও সম্মানী থাকবে।

তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে । এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে বলেন, এবিবি কিউরেশনে বাড়তি সাপোর্ট এর জন্য পুশ স্টেক করতে হবে এবং নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে হবে। এরপর হিরোইজম নিয়ে কথা বলেন, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান। এখানেও নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার পরামর্শ দেন সবাইকে। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, সাথে একটু বাড়তি সার্পোট দেয়া হচ্ছে।

এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন সহজেই। এরপর এবিবি ফান ফর অল নিয়ে কথা বলেন এবং সবাইকে কাংখিতভাবে প্রশ্ন জমা দেয়ার অনুরোধ করেন। এরপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, ডোনেশন অথবা বেনিফিশিয়ারীর মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন। এটা আপনাদের সুবিধার জন্যই করা হয়েছে।

Untitled-00001.png

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, এই সপ্তাহের বেষ্ট ব্লগার নেই, ফাউন্ডার চয়েসও নেই। এরপর দাদা PUSSSTEEM নিয়ে কথা বলেন, আগামী দুই-তিন দিনের ভিতর চালু হয়ে যাবে। এটা অনেকটা মোবাইল রিচার্জ করার মতো, আপনি কিছু পুশ রিচার্জ করে রাখলেন, এবার প্রতিটি ভোট পড়ার পর সেখান হতে কিছু এমাউন্ট কেটে নিবে। কেটে নিয়ে সেটা অটোমেটিক্যালি বার্ন হবে, আপনার কিছু করার নেই এখানে। আপনার শুধু দুটো কাজ করার আছে একাউন্ট খোলে ইমেইল ভেরিফাই করবেন, তারপর ট্রন এড্রেস পাবেন (প্রত্যেকে আলাদা আলাদা ট্রন এড্রেস পাবেন) সেই ট্রন এড্রেসে ১ ট্রন পাঠিয়ে এ্যাকটিভ করে নিবেন। এরপর ধরুণ ১০০-২০০ কিছু পুশ পাঠালেন, ডিপোজিট হয়ে গেলো। এরপর ধরুণ একটা পোষ্টে ১০ ডলার পেলেন, ১০ ডলার পেলে প্রায় ৫০-৬০ পুশ কেটে নিবে। এটা খুবই কম এমাউন্ট।

১০ ডলারের জন্য ৫০-৬০ পুশ কাটবে, প্রায় ১০% আর টোটাল পে আউটের ৫%। এই এমাউন্টটা আপনার ভোট পড়ার পরে কাটবে আগে না, মানে ভোট যদি সাকসেসফুলি পড়ে। কোন পোষ্টে কত ডলারের ভোট পড়েছে অটোমেটিক ক্যালকুলেশন করে আপনার সার্ভার এ একটা বট আছে সে প্রতিনিয়ত হিসেব রাখে সবার। কত এমাউন্ট এর ভোট পেলেন তার বিপরীতে কত এমাউন্ট বার্ন করবে এ জিনিষটা আপনার একাউন্টে ঢোকে হিস্টোরিতে দেখতে পারবেন। কোন পোষ্ট, পোষ্ট এর লিংক পাবেন, কত ডলারের ভোট পড়লো, কোন একাউন্ট হতে ভোট পড়লো সেটা পাবেন। আমাদের কিউরেশন একাউন্ট ব্যতিত অন্য কোন একাউন্ট হতে ভোট পড়লে কাটবে না।

শুধুমাত্র আমাদের কিউরেশন একাউন্টগুলো হতে ভোট পড়লে কাটবে, যেমন rme, amarbanglablog, curators, royalmacro, photoman, shy-fox, tron-fan-club, abb-school, hungry-griffin আমাদের কিউরেশনের যে আইডিগুলো আছে। ABB Curation এর ভোট পড়লে কোন পুশ কাটা হবে না। এটা তো আলাদা সার্ভিস। এখান হতে যে ভোট পাবেন তার জন্য কোন পুশ বার্ন হবে না। আর এই সিস্টেম চালু করার পর হতে আমাদের কমিউনিটি উন্মুক্ত করা হবে, আগে তো ক্লোজ গ্রুপ ছিলো। যে কেউ তখন যে কোন সময় জয়েন্ট করে পোষ্ট করতে পারবে। পুশ ধীরে ধীরে আপনার সাইড ইনকাম এর জন্য ব্যবহার করতে পারেন। এটা শুধুমাত্র বাই-সেল করার জন্য না। এটা ভবিষ্যতে এসেট হতেও পারে, আমি জোর দিয়ে বলছি না। কিন্তু দাম কিছুটা বেড়েছে। আজকে একটা মাত্র সেল হয়েছে ৪০ হাজার ডলারের সেল।

BingX এর চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন। মার্কেট রিএ্যাক্ট করেছে সঙ্গে সঙ্গে অর্থাৎ মার্কেট খুব একটা ডাউন করতে পারেনি। 0.01345 সেল হয়েছে দাম পড়ে গিয়েছিলো সাথে সাথে 0.0111 কিন্তু সেকেন্ডের মধ্যে সাথে সাথে আবার উঠে গেলো। সেলটা তো অনেক বড়, একটা মাত্র সেল ৪০ হাজার ডলার মানে প্রায় ৩৫-৩৬ লাখ পুশ সেল দিয়েছে। কেউ একজন সেল দিয়েছে মার্কেটে। এই ধরণের ডাম্প আসতে পারে মাঝে মাঝে। কিন্তু সাথে সাথে আবার মার্কেট রিএ্যাক্ট করে উপরের দিকে উঠতে পারে। পাম্প-ডাম্প চলতেই থাকবে। আর আপনারা তো কেনেন না আর আমিও কিনতে কখনো বলি না। কিন্তু সুযোগ যখন মিস হয়ে যায় সেটা আর ফিরে আসে না। এটাই হচ্ছে জগতের নিয়ম।

বিটকয়েন যখন ১ ডলার, ৫০-৬০ সেন্ট ছিলো আপনাদের মতো পাবলিকরাই কেনেনি তখন। কিন্তু একটা শ্রেণীর লোক কিনেছিলো তারা কেউ এখন ১০০ কোটি টাকার মালিক, ১০ হাজার কোটি টাকার মালিক, কেউ ৫০ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আর যারা চিরকাল আঙ্গুল চুষা পাবলিক আছে তারা আঙ্গুল চুষেই যায়। কারণ তারা কোনদিন অপরচুনিটি টেক করতে পারে না। এটাই হলো অরিজিনাল সত্যি কথা। দুনিয়ার ৯৯% মানুষ হলো বোকা ১% বুদ্ধিমান তারাই জগতে সাইন করে। এই জন্য পৃথিবীর টোটাল ৯৯% সম্পদ মাত্র এই ১% লোকের হাতে। আর বাকি ৯৯% লোকের হাতে বাকি ১% সম্পদ শুধুমাত্র এই কারণে। কারণ আমরা অপরচুনিটি টেক করতে পারি না, জানি না। যখন আপনাদের ফোর্সলি কিনতে বলা হয়েছিলো ৫ হাজার পুশ, অনেকেই কিনেন নি। ৫ হাজার পুশের দাম সেই সময় ১ ডলারেরও কম ছিলো। এখন ৫ হাজার পুশ ৭০ ডলার এর কাছাকাছি।

তার মানে ৭০গুন দাম বেড়েছে, এটা একটা ব্যাপার। পুশ শুরু হতে এই অব্দি ৩০৩০ গুন দাম বেড়েছে। মানে কেউ যদি শুরুতে ১ ডলার এর পুশ কিনতো এখন বিক্রি করলে ৩০৩০ ডলার পেতো। এটা মানে আপনারা আবার অন্য কিছু ভেবে বসিয়েন না যে আপনাদের পুশ কিনে হোল্ড করতে বলছি। এটা কখনো বলবো না আর এটা বলাও ঠিক না অনুচিত। বরং এটা বলতে পারবো যে, পুশ কিন্তু খুব রিস্কি একটা ইনভেস্টমেন্ট। পুশে যদি ইনভেস্ট করেন সেটা কিন্তু রিস্কি হবে। এই যেমন আজকে যে BingX ইনসিডেন্টটা ঘটলো, এটা আমরা কিন্তু বাই করে উপরে তুলিনি যারা বায়ার তারাই বাই করে উপরে তুলেছে। এই ইনসিডেন্ট ঘটার তিন ঘন্টা পরে আমরা খবর পেয়েছি যে ৪০ হাজার ডলারের একটা সেল হয়েছে। এটা বিশাল সেল। ইভেন বিটকয়েনও যদি ৪০-৫০ হাজার ডালের সেল হয় তাহলে মার্কেট প্রাইস ইম্প্যাক্টটা বেশ বড় হয়। বিটকয়েনের তুলনায় আমরা খুবই ক্ষুদ্র, যা বলার মতন না।

তা আপনাদের বলবো, যারাই এই কাজ করেছেন তারা এটা হতে বিরত থাকুন, সেল যদি দিতে হয় ধীরে ধীরে সেল করুন, মার্কেটে সব একবারে ডাম্প করে দিলে ভালো রেট পাবেন না। যারা সেল দিয়েছেন তারা মেক্সিমাম রেট পেয়েছেন 0.011। মানে অনেক কম রেটে সেল দিয়েছে। সব এক কারেন্সিতে বিনিয়োগ রাখা বোকামি, স্টিমিট এ কিছু রাখুন, বিটকয়েনে কিছু রাখুন। মানুষের জীবনে শেপ ক্রিয়েট করতে পারে ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সি খুব রিস্ক এটা ঠিক কিন্তু আপনি দশ টাকার বাদাম কিনে বা ফালতু টাকা নষ্ট করলেন সে টাকায় ক্রিপ্টো কিনে রাখুন। আমি সব সময় আমার বন্ধুদের বলতাম, ২০১২ সালে তখনও আমার পড়াশুনা শেষ হয়নি। তোরা বিটকয়েন কিন, বিটকয়েনের একটা ভ্যালু থাকতে পারে কারণ দশমিক এর পর ৮টা শূন্য এই ৮টা শূন্য ফিলআপ হয়ে যাবে। ২০১০ সালে দাম ছিলো ১০ সেন্ট, ২০ সেন্ট। ভারতীয় টাকায় তখন তিন টাকা সাড়ে তিন টাকা রেট ছিলো।

এই টাকায় তখন একটা বিটকয়েন পাওয়া যেতো। বাদাম কিনেই তো ঘোড়ার ডিম পয়সা খরচা হয়েছে গাদা গাদা। এই টাকার ক্রিপ্টো কিনে রাখলে তারা এখন কোটিপতি হতো। কিন্তু অপরচুনিটি টেক করতে পারে না মানুষ। এই জন্য মানুষের দারিদ্রতা কখনো ঘোচে না আর একে ওকে দোষ দিয়ে বেড়ায়। আপনার সব বেঁচে ক্রিপ্টোতে বিনিয়োগ করতে নিষেধ করা হয় আর আমিও কখনো বলিনি। আমি বলেছি Spare মানি যেটা, মানুষের থাকে না বাড়তি কিছু টাকা যে টাকায় শখ আহ্লাদ মেটায়, সেটা মেটান কিন্তু যেটা বাজে খরচ হয় তার কিছু অংশ আপনি ক্রিপ্টোতে জমাতে থাকুন। একটা সময় বড় অংকের প্রফিট পেয়ে যাবেন। আর আমাদের পুশ কয়েনটাকে মিম কয়েন হতে বেড়িয়ে আসতে চাচ্ছি, আমরা মিম কয়েনে থাকবো না কারণ মিম কয়েনটা একটা নোংরা জিনিষ যা বুঝলাম। এক সাইড দিয়ে মানুষ ঢুকে আর এক সাইড দিয়ে মানুষের টাকা নিয়ে বেড়িয়ে যায়। এটা কোন কাজের জিনিষ না। কাজের কয়েন চাই অর্থাৎ যে কয়েনের ইউটিলিটি থাকবে, রিয়েল টাইম ইনকাম করতে পারবে মানুষ। এই ধরণের কয়েন টিকে থাকে এবং এগুলো আসল কয়েন। এই কারণে আমরা নতুন করে রিব্র্যান্ডিং করছি মিম কয়েনে আর থাকতে চাচ্ছি না। তিন মাস আগেও পুশের যে দাম ছিলো এখন সেটা প্রায় দ্বিগুন। সব সময় বুদ্ধিমত্তার সাথে সব কিছু বিবেচনা করতে হয়, এটাই হলো আমার কথা।

এরপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর সিয়াম ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর ৪টি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয় । এরপর শুভ ভাই ফিরে আসেন এবং কুইজ নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন। তারপর সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন, সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহ্বান জানান।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। এই সপ্তাহেও মাত্র দুইজন ইউজারের নাম পাওয়া গেছে গানের আসরে। তারপর একে একে @saymaakter কবিতা আবৃত্তি, @ah-agim কবিতা আবৃত্তি, @kausikchak123 কবিতা আবৃত্তি @selinasathi1 কবিতা আবৃত্তি, @neelamsamanta কবিতা আবৃত্তি এবং সব শেষে @kausikchak123 কবিতা আবৃত্তি করেন । তারপর আমিও একটু চেষ্টা করি নিজের লেখা একটা কবিতা পাঠ করার। সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করা হয়।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2BB.png

Banner PUSS0.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে এবার একটু বেশি ব্যস্ত থাকার জন্য তেমন শোনতে পারিনি। তবে আপনার পোস্ট পড়ে সকল কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 days ago 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করেছেন। গুরুত্বপূর্ণ সব তথ্য গুলো আবারো ভালোভাবে বুঝতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 6 days ago 

সাপ্তাহিক হ্যাংআউটের রিপোর্টটি পড়ে অনেক ভালো লাগলো।হ্যাংআউটে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের মাঝে শেয়ার করা হয়েছিল। বেশ সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন পড়ে আবারো অনেক কিছু জেনে নিতে পারলাম ধন্যবাদ ভাই আপনাকে।

 6 days ago 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট আপনি আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লেগেছে দেখে। এই রিপোর্ট আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে হ্যাং আউট থেকে কথাগুলো ভালোভাবে শোনা যায় না। যদি পরবর্তীতে রিপোর্টটি বিস্তারিত দেখতে পারি সবকিছু জানা সম্ভব হয়ে যায়। ধন্যবাদ আপনাকে রিপোর্টটি শেয়ার করার জন্য।

 6 days ago 

বরাবরের মতো এই সপ্তাহের হ্যাংআউট বেশ উপভোগ করেছি। নওরিন আপু বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। নওরিন আপুর কথা অনুযায়ী, আমি আজকেই স্টিম এলায়েন্সে পোস্ট করে ফেলেছি। যাইহোক এই রিপোর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

কেউ যদি হ্যাংআউট মিস করে ফেলে তখন এই রিপোর্টটি দেখলে এসে পুরো হ্যাংআউটের বিষয়বস্তু অবগত হতে পারবে খুব সহজেই। ধন্যবাদ ভাই এই রিপোর্টটি প্রতিবারের মত আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।।

 4 days ago 

বৃহস্পতিবার হ্যাংআউট মানে অনেক জমজমাট একটি দিন।পুরো হ্যাংআউট জুড়ে অনেক আনন্দ উপভোগ করি। আবার হ্যাংআউট এ পুরো সপ্তাহ জুড়ে কে কেমন কাজ করেছে, তার একটা আলোচনা সমালোচনা হয়ে থাকে সেটিও অনেক ভালো লাগে।রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।