“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৫৮৪ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৭১। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৪৬ জন।
বিশেষ হ্যাংআউট রিপোর্ট
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই সময় হওয়ার আগেই চলে আসেন, তারপর নিজের অনুভূতি শেয়ার করেন, বিশেষ হ্যাংআউট মানেই বিশেষ কিছু। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা বিশেষ এই দিনটিকে স্মরণ করে বিশেষ এই হ্যাংআউটের আয়োজন করেছি। যাদের আত্মত্যাগে আমরা আজ এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে আন্তরিকতা নিয়ে আমরা স্মরণ করবো। বাংলা ভাষাভাষি মানুষ যে সেখান হতে আমাদের সাথে আজকের হ্যাংআউটে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যদিও রোজার মাস সবাই রোজা রেখেছন এবং ইফতারির পর শরীর অনেকটা ক্লান্ত তবুও সবাই যুক্ত হচ্ছে।
আসলে এই সময়টায় বিছানায় থাকতে মন চায়, তবুও জীবনের তাগিদে এবং উমিউনিটির জন্য কাজ করতে হবে, দিন শেষে এটাই মুখ্য বিষয়। তারপর সবার সহযোগিতা কামনা করেন। শুরু করার পূর্বে স্বাধীনতা দিবস নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন এবং অতীতের সেই দিনটির কথা তুলে ধরেন, ঘটনার বিষয়ে কিছুটা আলোকপাত করেন। তারপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য এবং তারপর হ্যাংআউট এর মূল পর্ব শুরু করেন। তবে সবার শুরুতে একটা দেশাত্মবোধক গান পরিবেশন করেন, মুহুর্তটাকে আরো সুন্দর করে তোলার জন্য।
এরপর কথা বলি আমি
@hafizullah, আজ বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমরা শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে স্মরণ করছি জাতির সেই সকল বীর সন্তানদের। যারা ২৫শে মার্চ রাতের সেই মুহুর্ত হতে ভীষণভাবে প্রতিবাদ মুখর হয়ে উঠেছিলেন। বিপ্লবের স্পনন্দে স্পন্দিত হয়ে সংগ্রামী হয়েছিলেন। দেশ ও জাতির কথা চিন্তা করে, নিজের পরিবার-পরিজন, সন্তান ও আত্মীয়তার মায়া ভুলে ছুটে গিয়েছিলেন মুক্তির সংগ্রামে। যারা সেদিন বিদ্রোহী না হলে হয়তো আজ আমরা স্বাধীনতার স্বাদ নিতে পারতাম না। দেশ মাতৃকার প্রতি তাদের এই আত্মত্যাগ আমরা কখনোই ভুলে যাবো না, ভুলে যাবো না ইতিহাসের নেই নির্মম ও নিষ্ঠুর কালো রাতের কথা। সবাইকে মহান স্বাধীনতা ও জাতিয় দিবসের শুভেচ্ছা।
এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স)
@rex-sumon সুমন ভাই, আজ ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। যা বাঙালি জাতির মুক্তির প্রতীক। এই দিনটি আমাদের দেশেপ্রেমে, আত্মত্যাগ ও সাহসিকতাকে স্মরণ করিয়ে দেয়। গভীর শ্রদ্ধা নিয়ে স্মরণ করি সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে আজ আমরা বাংলাদেশ পেয়েছি। আসুন সবাই মিলে এই স্বাধীনতাকে অর্থবহ করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই। এই শুভেচ্ছা বার্তার সাথে আমি আরো একটা ম্যাসেজ দিতে চাই যেহেতু আগামীকাল আমাদের সাপ্তাহিক হ্যাংআউট অনুষ্ঠিত হবে না।
আমাদের Daily-Task এর যে চ্যানেলটা রানিং আছে যে কমান্ডগুলো দেয়া হয় আমরা সেই কমান্ডগুলো ফলো করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যেটায় শুধুমাত্র React and Comment করার কথা বলা হয় সেটায় শুধু তাই করবেন আবার সেখানে React, Comment and Retweet with Quote, Banner Use করতে বলা হয় সেগুলোতে ঠিক সেটাই করবেন। তাহলে আপনারা সুবিধা পাবেন এক্স অব দ্যা ইউক হওয়ার এবং অন্যান্য সুবিধাগুলো সেরা নমিনেশনের। আমরা যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি সেটা হয়তো ফুলফিল করতে পারবো। তারপর নতুন এক্সচেঞ্জ এ এনলিষ্ট এর বিষয়টি উপস্থাপন করেন এবং সবাই চাইলে সেখানে রেজিষ্ট্রেশন করতে পারেন।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম)
@moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই সবাইকে ধন্যবাদ জানান যারা অংশগ্রহণ করেছে কারন হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে আমরা বিশেষ হ্যাংআউটের আয়োজন করেছি। আগামীকাল যেহেতু ২৭ রমজান সেহেতু সাপ্তাহিক হ্যাংআউট অনুষ্ঠিত হবে না। আজ ২৬শে মার্চ আমাদের জন্য একটা বিশেষ দিন, আজ আমাদের মহান স্বাধীনতা দিবস। অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ অর্জন। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমাদের এই বিজয় ছিনিয়ে আনতে হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশটা অর্জন করেছি। সকলের প্রতি অনুরোধ করেন, আমরা যেন এই মুক্তিযুদ্ধের গৌরবকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারি, যেভাবে আমরা এই বাংলা ভাষার মাধ্যমে বাংলাদেশকে চিনিয়েছি। ধন্যবাদ সবাইকে।
কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৯৭২ হতে প্রতিবছর ২৬ মার্চ তারিখে উদযাপিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। আজকের এই দিনে সকল মুক্তিযোদ্ধা ও যারা মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছেন, তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। কেননা তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা পেয়েছি স্বাধীনতা। বর্তমান সময়ে আমরা চাই ইতিহাস যেন কোনভাবেই বিকৃত করা না হয়।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর
@alsarzilsiam ভাই বলেন, আজ ২৬শে মার্চ। বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় ও স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম, যে সংগ্রাম আমাদের এনে দিয়েছে স্বাধীনতা, আমাদের পরিচয় দিয়েছে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর। এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, সেই বীর সন্তানদের, যারা মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করেছেন। তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। সেই সাথে বঙ্গবন্ধুর প্রতি ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
তিনি যদি সেদিন ঐতিহাসিক ভাষণ না দিতেন তাহলে হয়তো আজকের আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারতাম না। স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার। কিন্তু স্বাধীনতা শুধু উদযাপনের বিষয় নয়, এটি রক্ষা করার, এগিয়ে নিয়ে যাওয়ার এবং সত্যিকারের অর্থে বাস্তবায়ন করার বিষয়। আমাদের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে আরও উন্নত, স্বনির্ভর ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করা।
আজকের এই ডিজিটাল যুগে, ব্লকচেইন প্রযুক্তি এবং স্টিমিটের মতো প্ল্যাটফর্ম আমাদের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারছি, প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছি এবং বিশ্বব্যাপী নিজেদের চিনিয়ে দেওয়ার জন্য আমার বাংলা ব্লগ প্ল্যাটফর্ম তৈরি করছেন আমাদের সকলের প্রিয়
@rme দাদা। তাকে ও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের জন্য নতুন এক বিপ্লব, নতুন এক স্বাধীনতার সুযোগ। তাই আসুন, আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করি। দেশ ও প্রযুক্তির বিকাশে অবদান রাখি এবং নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলি।
তারপর কথা বলেন কমিউনিটির মডারেটর
@kingporos ভাই বলেন, নমস্কার। বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবার জন্যই রইল অনেক অনেক শুভেচ্ছা। মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে যে ২৬ মার্চ তাদের আত্মত্যাগ ও সাহস সেটাকে শ্রদ্ধা জানিয়ে আপনারা আজ বাংলাদেশে যে স্বাধীনতা দিবস পালন করতে পারছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে এই যে গৌরবময় দিন দেশবাসির কাছে সেটার জন্য মুক্তিযুদ্ধের যে বিশাল ইতিহাস রয়েছে বাংলাদেশের, সেটার সাথে তাদেরকে বিশেষভাবে স্মরণ করা আমাদের জায়গা থেকে করা উচিত এবং সেটাই আমি করছি। আপনাদের দেশের যেন আরো উন্নতি হয় এবং সমৃদ্ধি সাধন হয় সেটার জন্য অবশ্যই কামনা করবো। এবং এটাও কামনা করবো এই যে আমার পূর্বে এ্যাডমিন মডারেটদের মাঝে একটা বিষয় নিয়মিত রয়েছে সেটা হলো স্বাধীনতার ইতিহাস কিছুটা ঘুরিয়ে দেয়ার প্রচেষ্টা, সেটা আমি চাইবো আমার বাংলা ব্লগের সাথে যারা জড়িত তারা কিছুটা হলেও চেষ্টা করবেন স্বাধীনতার যে ইতিহাস এটাকে যেন মিটিয়ে দিতে না পারে। এটা আপনাদের যথেষ্ট কঠিন এবং প্রচুর প্রাণের বিনিময়ে পাওয়া একটা স্বাধীনতা, সেই জন্য আজকের দিনে সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের আবারো শ্রদ্ধা জানিয়ে আমি কথা শেষ করলাম। ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং যথারীতি একটা দেশাত্মবোধক গান বাজান। সবাই বেশ মুগ্ধতা নিয়ে গানটি উপভোগ করেন। তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর সিয়াম ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু বিশেষ দিবস উপলক্ষে কুইজ পর্বে সেহেতু মোট দশটি কুইজ শেয়ার করেন এবং বিজয়ীদের সাথে সাথে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হয়। । এরপর শুভ ভাই ফিরে আসেন এবং কুইজ নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা, শুভ ভাই দাদার সাথে কুশলাদি বিনিময় করেন। দাদা বলেন মোটামুটি ভালো আছেন। দাঁতের ডাক্তার এর কাছে গিয়েছিলেন, সেখান হতে ফিরে একটু বিশ্রাম নিচ্ছেন । তারপর শুভ ভাইয়ের প্রশ্নের উত্তরে বলেন আর মনে হয় যাওয়া লাগবে না ডাক্তার এর কাছে আজকেই শেষ ছিলো। তারপর স্বাধীনতা দিবস নিয়ে বলেন, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান সবাইকে। স্বাধীনতা শুধুমাত্র একটা দেশের স্বাধীনতা না, মানুষ সব ক্ষেত্রে স্বাধীন হওয়া উচিত। এখন শুধু দেশের স্বাধীনতা পেলেই স্বাধীন হওয়া যায় না। নিজেদের সর্ব ক্ষেত্রে স্বাধীন হওয়া সমুচিত। এটাই সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। তারপর সবাইকে বিশেষ হ্যাংআউট উপভোগ করতে বলেন।
এরপর সকল সেগমেন্ট শেষ হওয়ার পর দাদা আরো কিছু কথা বলেন, PUSS এর আমরা নিজস্ব ব্লকচেইন আনার চেষ্টা করছি। PussFi ব্লকচেইন যেটা মাস্টার নোড বলা হয়। মানে নিজেদের ব্লকচেইন, মেইন নেড যেটা থাকে। যেমন ট্রন আমরা এখন ট্রন ব্লকচেইনে চালাচ্ছি, টিআরসি২০ টোকেন। এখানে রেগুলেশন এর একটা ব্যাপার আছে, মিম কয়েন হতে আমরা রিব্র্যান্ড করবো, মিম কয়েন রাখতে চাচ্ছি না। মিম কয়েনে প্রচুর ল এন্ড রেগুলেশনে আটকে যাচ্ছি আমরা, যেমন কার্ড ইস্যু। মাস্টার কার্ড শেষ মুহুর্তে আটকে দিয়েছে। এখান হতে রিব্র্যান্ডিং করলে আমরা কার্ডটা আনতে পারবো। কারণ মিম কয়েনের ক্ষেত্রে মাস্টার কার্ড ঝামেলা করে। মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলো বেশ সমস্যা করে।
PUSS কয়েনটা জাস্ট পাম্প এবং ডাম্প কয়েন না সেটা আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। আট মাস বয়স হয়েছে পুশের। এটা একটা ইউটিলিটি টোকেন, এটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কিছু কয়েন কিনলেন, সেই কয়েনটা ব্যবহার করে কিছু প্রফিট করতে পারবেন। বা ভবিষ্যতে সেটাকে নানা কাজে ব্যবহার করতে পারবেন, এই ধরনের কয়েন আরকি, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের কোর টীম হতে কখনো কাউকে বলা হবে না যে আপনি কয়েন কিনুন। দুটো জিনিষ আমরা কখনো বলি না কাউনে, যদি কেউ বলে আপনারা অভিযোগ করতে পারবেন। আমাদের একদম কোর টীমের টীম মেম্বার যারা আছেন মার্কেট ক্যাপিটালেও তাদের নাম দেখতে পারবেন। আমাদের কোর টীমের মেম্বাররা কখনো আপনাকে কয়েন কিনতে উৎসাহিত করবে না।
কয়েনের প্রাইস নিয়েও কখনো উৎসাহিত করবে না। কখনো ফোর্স করবে না কয়েন কিনতে, কখনো ফোর্স করে বলবে না যে কয়েনের দাম বাড়বে, আপনি প্রচুর প্রফিট করতে পারবেন। এটা আমি আজকে এনসিউর করলাম। যেটা করবেন আপনার নিজের দায়িত্বে এবং নিজের রিস্ক এ করতে হবে। এটা ওয়ান কাইন্ড অব ইউটিলিটি কয়েন হতে যাচ্ছে, জাস্ট ইউটিলিটি। ইউটিলিটি মানে কি? যার অনেকগুলো ব্যবহারের দিক থাকে, অনেকগুলো টুলস এ যা ব্যবহার করা যায়, সে কয়েনকে বলা হয় ইউটিলিটি কয়েন। এটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, আস্তে আস্তে আমরা সেদিকে এগুচ্ছি। খুব শীঘ্রই ৫ হাজার পুশ হোল্ডিং রাখার সিদ্ধান্তটি তুলে নেয়া হবে। তখন আপনাদের খুব সামান্য কিছু পুশ বার্ন করে ভোট পেতে হবে ডেইলি। সামান্য বলতে আপনার টোটাল পে-আউটের ৫%, টোটাল ভোট ভ্যালুর ১০%।

যদি আপনার পোষ্টে ১০০ ডলারের একটা ভোট পড়ে, তাহলে ১০ ডলারের সমান পুশ বার্ন করতে হবে। আর ১০ ডলারের সমান পোষ্ট এ ভোট পড়লে ১ ডালের সমান পুশ বার্ন করতে হবে। আর সেটা যদি পে-আউট করে দেখেন তার ৫০% সাধারণত কিউরেশন রিওয়ার্ডস পায় সেক্ষেত্রে ৫% মাত্র। এই পুশ বার্নটা অটোমেটিক ওয়েটে হবে। এখন টেস্টিং প্রর্যায়ে চলছে, আমরা টেস্টিং করে দেখছি, এ্যাডমিন মডারেটরা সবাই এটা ব্যবহার করছে। এখন আমার কিছু কাজ বাকি আছে, আমি ফ্রি হয়ে কাজটা কমপ্লিট করে সবার জন্য উন্মুক্ত করে দিবো। এখানে আপনাদের কিছুই করা লাগবে না, মানে বার্ন টার্ন সব অটোমেটিকভাবে হবে। একটা নির্দিষ্ট ট্রন এড্রেসে পুশটা হোল্ড রাখলেই আপনারা দেখতে পারবেন, ভোট পড়লেই অটোমেটিক একটা ছোট এমাউন্ট যে ক্যালকুশেনটা বললাম সে অনুযায়ী বার্ন করে ফেলবে। লক এন্ড বার্ন এটা হলো টেকনোলজি, এর মাধ্যমে আপনি স্টিমিট রিওয়ার্ডস ইনকাম করতে পারছেন। এটাও একটা ইউটিলিটি।
এমন অনেক ইউটিলিটি আসবে ভবিষ্যতে, সব ইউটিলিটি যে পুশকে খরচ করতে হবে এমন কিছু না। কিছু ইউটিলিটি আছে ফ্রি পুশ ইনকাম করা যায় অর্থাৎ আর্নিং অপরচুনিটি থাকবে। কিছু আছে স্টেক এবং গেটস রিওয়ার্ডস। পুশ স্টেক করে পুশ রিওয়ার্ডস সেটা আইনে আটকাতে পারে, সেটা অনেক সময় সমস্যা করে। এখন যেটা ফার্মিং আছে সেটা এলপি ফার্মিং, লিকুইটি ফার্মিং। লিকুইড পুল ফার্মিংটা আইনে আটকাবে না কারণ এটা ট্রন এবং পুশ ৫০-৫০ এর একটা লিকুইডি পুলে ফান্ড এড করেন। তার বেসিসে ১৮-২০% ইয়ারলি রিটার্ন পাওয়া যায়। পরবর্তীতে আমরা যেটা আনতে চাচ্ছি, পুশ যদি লক করেন তাহলে পুশে রিটার্ন পাবেন না। বা অন্য কয়েনে লক করলে পুশে রিটার্ন পাবেন । যেমন পুশ লক করলেন ইউএসডিটিতে রিটার্ন পেলেন, ইউএসডিটি লক করলেন পুশে রিটার্ন পেলেন, অনেকটা এমন। যাতে কখনেই আইনে না আটকায়।
আমাদের সব সময় মনে রাখতে হবে সারা বিশ্বে জুড়ে ক্রিপ্টো করেন্সির একটা রেগুলেশন আইন আছে, এন্টি মানি লন্ডারিং আইনটার নাম। মানি লন্ডারিং করা যাবে না, কোন প্রকার পঞ্জি বা পিরামিড স্কিম জাতীয় কিছু করা যাবে না, এই জিনিষটা মাথায় রেখেই আমাদের এগুতে হবে। এখানে কোন এফিলিয়েশন প্রোগ্রাম রাখিনি আমরা, কারণ এই এফিলিয়েশন প্রোগ্রাম রাখা মানেই মানুষ এ ওকে রেফার করবে যেটা এমএলএম টাইপের হয়ে যেতে পারে। এজন্য সব দিক বিবেচনা করে একটা সেভ কয়েন করার চিন্তা করা হচ্ছে। যে কোন ক্রিপ্টো কারেন্সি ব্লোটাইপ থাকে, সেভ বলতে প্রাইজ ফ্লাকচুয়েশন হবে সেরকম কিছু না, উঠা-নামা, উঠা-নামা এমন কিছু থাকবে। কিন্তু এটা কোন খারাপ কাজে ব্যবহার হবে না কখনো। নোংরা যে স্টিস্টেমগুলো আছে ক্রিপ্টো কারেন্সিতে, যেমন জুয়া খেলার জন্য ব্যবহার করা হয় কিছু টোকেন, কিছু টোকেন মানি লন্ডারিং এ ব্যবহার করা হয়। কিছু কয়েন আছে পঞ্জি স্কিম পিরামিডের মতো, লোকজনকে ঢুকায় উপরের দিকের মানুষজন টাকা নিয়ে সরে পড়ে নিজের দিকে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়।
এসব দিক আমরা খুব সাবধানে চিন্তা ভাবনা করে এগুচ্ছি, যাতে কখনো এই ধরনের সিচুয়েশন না হয়। পুশ একটা ক্রিপ্টো কারেন্সি, আর ক্রিপ্টো কারেন্সি মানেই সব সময় উঠা-নামা করে। ভবিষ্যৎ প্রাইসটা কি হবে? কেউ কখনো বলতে পারে না। আমি ক্রিয়েট করেছি মানে আমি মালিক না যে যা ইচ্ছা করতে পারবো। আপনি কয়েন কিনলে আমার ক্ষমতা নেই ঐ কয়েন আটকানো, ঐ কয়েন আপনার কাছ হতে নেয়া। আপনি সেল দিলেও আটকাতে পারবো না, আপনি বাই করলেও আটকাতে পারবো না। প্রাইস Manipulation আমরা করি না আর প্রাইস Manipulation আমাদের হাতে নেই, সে ক্ষেত্রে এই রিস্কটা সব সময় মাথায় রাখবেন। তবে এটা নিজেদের কয়েন, এটা নিয়ে আপনারা গর্ব করতে পারবেন, আমার বাংলা ব্লগ হতে এটা ক্রিয়েট করা হয়।
তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। এই সপ্তাহেও মাত্র দুইজন ইউজারের নাম পাওয়া গেছে গানের আসরে। তারপর একে একে
@selinasathi1 কবিতা আবৃত্তি,
@neelamsamanta কবিতা আবৃত্তি,
@hafizullah কবিতা আবৃত্তি এবং
@aongkon গান,
@kausikchak123 গান, সবশেষে
@shuvo35 গান পরিবেশন করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন। তারপর শুভ ভাই সবাইকে পুনরায় পুশ টাস্কগুলো সুন্দরভাবে সম্পন্ন করার আহবান জানান এবং কাংখিত পরামর্শ দেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher





VOTE @bangla.witness as witness

OR
SET @rme as your proxy



Upvoted! Thank you for supporting witness @jswit.
পুশ বার্ন করার যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল কেননা মার্কেটের প্রতি এই আইডিয়াটা বেশ ভালো কাজে দেবে সেই সাথে ইউজাররাও তুলনামূলক প্রফিট গ্রহণ করতে পারবে বলা চলে এক ঢিলে দুই পাখি শিকার হবে।
হ্যাংআউট এ উপস্থিত ছিলাম ঠিক কিন্তু সব কিছু শোনতে পারিনি। তবে আপনার পোস্ট পড়ে সকল কিছু জানতে পারলাম। চেষ্টা করবো পুশ সম্পর্কে সকল কিছু মেনে চলতে।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট বেশ উপভোগ করেছি। বিশেষ করে কুইজ পর্বটা সত্যিই খুব ভালো লেগেছিল। তাছাড়া দাদা বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। দাদার কথাগুলো একেবারে মনোযোগ সহকারে শুনেছিলাম। যাইহোক এই রিপোর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।