লাইফস্টাইল পোস্ট || 🐬 ষষ্ঠ ডলফিন অর্জন করার অনুভূতি 🐬
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। গতকালকে পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার কাঙ্খিত লক্ষ্য ষষ্ঠ ডলফিন অর্জন করেছি এবং সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই আমাদের কমিউনিটির সম্মানিত এডমিন @rex-sumon ভাইকে ধন্যবাদ জানাচ্ছি,আমাদেরকে পাওয়ার আপ করতে উৎসাহিত করার জন্য। আসলে স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ মেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই এবং সেটা আমরা সবাই জানি। আমাদের কমিউনিটির প্রায় সবাই পাওয়ার আপ করতে খুব ভালোবাসে এবং প্রতিনিয়ত পাওয়ার আপ করার চেষ্টা করে।
ক্যানভা অ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে
এটা সত্যিই খুব ভালো একটা দিক। কারণ এতে করে ইউজারদের আইডির সক্ষমতা যেমন বৃদ্ধি পায়, তেমনি কমিউনিটির সক্ষমতাও বৃদ্ধি পায়। তাই পাওয়ার আপ সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আমি গত সিজনে পঞ্চম ডলফিন অর্জন করেছিলাম এবং এই সিজনে টার্গেট নির্ধারণ করেছিলাম ষষ্ঠ ডলফিন অর্জন করার। গতকালকে পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি এবং এই অনুভূতিটা সত্যিই স্পেশাল। আর এই সফলতার পিছনে আপনাদের ভূমিকা অপরিসীম। কারণ আপনারা প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে পাওয়ার আপ করার জন্য অনুপ্রাণিত করেছেন। তাই আমি প্রতি সপ্তাহেই কমবেশি যেকোনো এমাউন্টের পাওয়ার আপ করার চেষ্টা করেছি। আসলে সবসময় চাইলেও বেশি এমাউন্টের পাওয়ার আপ করা সম্ভব হয় না।
কারণ এসবিডি প্রিন্ট না হলে,পুরো সপ্তাহে খুব বেশি স্টিম ইনকাম করা যায় না। তাই অল্প পরিমাণে হলেও,নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি এবং এতেই আমি খুশি। যেহেতু এই সিজনের বেশ ভালো সময় বাকি আছে, তাই আমি নতুন টার্গেট নির্ধারণ করেছি ৩৩,০০০ এসপি অর্জন করার এবং আমি আশাবাদী, আপনারা প্রতিনিয়ত এভাবেই সাপোর্ট করে যাবেন। যাতে করে নিয়মিত পাওয়ার আপ করতে পারি এবং ভবিষ্যতে অনেক গুলো এসপির মালিক হতে পারি। আপনারাও নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যান নিয়মিত পাওয়ার আপ করতে। আমরা সবাই একসাথে সফল হবো ইনশাআল্লাহ। আসলে হঠাৎ করে ভাবলাম ষষ্ঠ ডলফিন অর্জন করার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করবো এবং সেটা ভেবেই মূলত এই পোস্টটি শেয়ার করা। কারণ আপনাদের সাথে যেকোনো অনুভূতি শেয়ার করতে আমার খুব ভালো লাগে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | লাইফস্টাইল |
---|---|
পোস্ট তৈরি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১৭.৮.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1956720754709684303?t=6zRXnYiXsplatrW_4juUeQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
অভিনন্দন আপনার ষষ্ঠ ডলফিন অর্জন করার জন্য। একাউন্টকে শক্তিশালি করার জন্য পাওয়ার আপ জরুরী । আমাদের সকলের উচিৎ অল্প পরিমাণেও হলেও ধারাবাহিক পাওয়ার আপ করা। আশাকরি আপনি আপনার নতুন লক্ষ্যও পূরন করতে পারবেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ঠিক বলেছেন আপু, আমাদের সবার উচিত ধারাবাহিকভাবে পাওয়ার আপ করা। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রথমে অভিনন্দন আপনাকে ষষ্ঠ ডলফিন পূরণ করার জন্য ভাইয়া। এই প্লাটফর্মে আমরা সবাই পাওয়ার আপ করা ভালোবাসি। আর আপনার নতুন টার্গেট ৩৩ হাজার এসপি। এখনো এ বছরের অনেক সময় বাকি আছে আশা করি সেই লক্ষ্যটি পূরণ করতে পারবেন।
আমাকে অভিনন্দন জানানোর জন্য এবং এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।