ক্লে গোলাপ❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
ক্লে দিয়ে কিছু বানালে খুব ভালো লাগে দেখতে এবং দেখতেও অনেক সুন্দর হয়।সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস পত্র বানিয়ে থাকে ক্লে দিয়ে। ক্লে বাড়িতে ছিলো না। ছিলো না বলতে হাতে গোনা দু একটা কালার ছিলো মাত্র। আমার সবুজ কালারের দরকার ছিলো গোলাপের পাতা ও ডাল বানানোর জন্য। আর ঘরে সবুজ কালার একদমই নেই।ক্লের সব গুলো কালারের ব্যাবহার বেশি করা হয় না আর যে গুলো কালারের দরকার পড়ে সেগুলো তারাতাড়ি ফুড়িয়ে যায়।আজ ক্লে কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম আর অন্য কাজও ছিলো টুকটাক। যাই হোক ক্লে কিনে এনে সন্ধ্যায় বসে পড়লাম ছোট্ট একটা সুন্দর গোলাপ ফুল বানানোর জন্য।
অন্যন্য দিন সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তা দিয়ে একটু হাটাহাটি করি কিন্তুু আজ টিপটিপ বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই বৃষ্টি তাই সন্ধ্যায় বাইরে বের হওয়া হয়নি আর সেই সময়টা কাজে লাগিয়ে বানিয়ে ফেল্লাম চমৎকার সুন্দর একটি গোলাপি কালারের গোলাপ ফুল।আমার কাছে কিন্তুু বেশ ভালো লেগেছে দেখতে ফুলটি বানানোর পর।
তো চলুন দেখা যাক কেমন করে তৈরি করলাম ছোট্ট একটি গোলাপ গাছ।
ক্লে |
---|
টুথপিক |
বোতলের কক |
প্রথম ধাপ
প্রথমে আমি একটি বোতলের মুখে ব্রাউন কালারের ক্লে বসিয়ে নিয়েছি ও তা টুথপিকের সাহায্যে খুঁচিয়ে খুঁচিয়ে ডিজাইন করে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন গোলাপি কালারের ক্লে গোল করে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন গোল করে নেয়া ক্লে চ্যাপ্টা করে নিয়েছি গোল গোল করে।
চতুর্থ ধাপ
এখন একটা একটা করে সাজিয়ে নিয়েছি চ্যাপটা করে নেয়া ক্লে গুলো।
পঞ্চম ধাপ
এখন গোলাপ বানিয়ে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন একটি টুথপিক নিয়েছি এবং সবুজ কালারের ক্লে দিয়ে মুড়িয়ে নিয়েছি।
সপ্তম ধাপ
এখন আগে থেকে বানিয়ে রাখা গোলাপটিতে লাগিয়ে দিয়ে আর দেখতে একদমই গোলাপ গাছ হয়ে গেছে।
অষ্টম ধাপ
এখন সবুজ ক্লে দিয়ে পাতা বানিয়ে নিয়েছি।
নবম ধাপ
এখন পাতা লাগিয়ে নিয়েছি ডালের সাথে ও একটা লাভ বানিয়ে লাগিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য।
দশম ধাপ
এখন পুরাপুরি গোলাপ ফুল ও গোলাপ গাছ হয়ে গেছে।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর ক্লে দিয়ে গোলাপি গোলাপ বানানো পদ্ধতি।
আশা করছি পদ্ধতি টি আপনারা খুব ভালো করে শিখে নিয়েছেন এবং চাইলেই এভাবে সহজেই বানিয়ে ফেলতে পারবেন।
আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ক্লে আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
যেই কালারগুলো আমাদের বেশি প্রিয় সেই কালারগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপু। ক্লে এবং রং দুটোর ক্ষেত্রেই হয়। আপু আপনার তৈরি করা গোলাপ ফুল খুবই সুন্দর হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে।
সত্যি তাই প্রিয় কালার গুলো দিয়ে কাজ বেশি করি আমরা তাই তারাতাড়ি শেষ হয়ে যায়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু ক্লের কিছু কিছু কালার অনেক বেশি ব্যবহার করা হয়। সেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর বাকিগুলো রয়ে যায়। আমার অবশ্য কোন কালারই থাকে না। বাচ্চারা নষ্ট করে ফেলে। যাই হোক আপনার আজকে ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি খুব সুন্দর হয়েছে। কালারটিও বেশ চমৎকার হয়েছে। হালকা গোলাপী কালার হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আমি ভাবছিলাম সব কালার দিয়েই বুঝি কাজ করেন। পরে দেখলাম বাচ্চারা নষ্ট করে ফেলে। মজা পেলাম।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি গোলাপ ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কোন কিছু দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং সময়ের প্রয়োজন হয়। এত সুন্দরভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টি ভালো লেগেছে জন্য ও সুন্দর মন্তব্য করার জন্য।
ক্লে দিয়ে খুব সুন্দর একটা গোলাপ তৈরি করেছেন। গোলাপ ফুলটা খুবই সুন্দর লাগছে দেখতে। ক্লে দিয়ে তৈরি যে কোন জিনিস বেশ ভালো লাগে দেখতে। আপনি গোলাপ ফুল তৈরির প্রত্যেকটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
কালার কম্বিনেশনটা ভালো লেগেছে। যেমনটা আমাদের কল্পনার গোলাপ হয়। আর্টের মত আপনার ক্লে-ও খুব সুন্দর হয়। ভালো লাগলো দিদি।
ধন্যবাদ ভাইয়া চমৎকার সুন্দর মন্তব্য করার জন্য।
ক্লে ব্যবহার করে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। তেমনই আপনার তৈরি করা এই গোলাপ ফুলটাও খুব সুন্দর হয়েছে। ক্লের এই কালারটা অনেক সুন্দর। গোলাপ ফুল আমাদের সবার অনেক বেশি পছন্দের। আর আপনি এত সুন্দর করে গোলাপ ফুল তৈরি করেছেন দেখে অসম্ভব ভালো লেগেছে। এরকম ভাবে ফুল তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে দেখতে। ঠিক তেমনি আপনি যদি এই ফুলটাও সাজিয়ে রাখেন, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে।
ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই পোস্ট গুলো দেখতে চমৎকার লাগে।খুব সুন্দর একটি ডাই পোস্ট আপনি শেয়ার করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ক্লে দিয়ে যে কোন রকমের ডাই পোস্ট গুলো দেখতে চমৎকার সুন্দর লাগে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনি তো দেখছি দারুন ভাবে গোলাপ ফুল তৈরি করেছেন। গোলাপ ফুলের কালারটাও কিন্তু দারুন লাগছে। আর নিচে পাতা দেওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপনি এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আরে বাহ্ আপু আপনি দেখি ক্লে দিয়ে খুব চমৎকার একটি ফুল বানালেন। আমারও এইরকম হয় কিছু কিছু কালর খুব তারাতারি শেষ হয়ে যায়। আসলে ক্লে দিয়ে যে কোন জিনিস বানাতে আমারও অনেক ভালো লাগে বলতে পারেন এটা একটি নেশায় পরিনত হয়েছে। আজ আপনার ক্লে দিয়ে ফুলটি অনেক সুন্দর করে প্রতিটি ধাপে বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ক্লে গোলাপ অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই পোস্টটি তৈরি করলেন। ধাপে ধাপে দেখে শিখে নিয়েছি।