ক্লে দিয়ে মনোমুগ্ধকর সরিষা ফুল তৈরি পদ্ধতি ❤️

in আমার বাংলা ব্লগ4 months ago

#হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।

আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG20250128154057.jpg

IMG20250128161351.jpg

IMG20250128154335.jpg

IMG20250128153439.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো সবার পছন্দের সরিষা ফুল তৈরি পদ্ধতি আশা করছি আপনাদের ভালো লাগবে।

প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে বাড়ির পাশের বিলে সরিষা ফুলের ক্ষেত দেখে খুবই মন চাচ্ছিলো শাড়ি পড়ে সেজেগুজে একখানা ফটো তুলবো।দুঃখের বিষয় মনের মতো ফটো তুলে দেয়ার লোক খুজে পেলাম না আর এর মাঝেই আমি কালি পূজার খরচ করার জন্য খুবই ব্যাস্ত হয়ে পড়ি এবং আর যাওয়া হয়না।
ভেবেছিলাম পূজোর পরে গিয়ে ফটো তুলবো কিন্তুু দুঃখের বিষয় সরিষা ফুল ছেরে গেছে এবং সরিষা হয়ে গেছে। ফুল ছেরে গেছে ফটো একদমই ভালো উঠবে না আর।

কি আর করা মনের দুঃখে বনোবাস যাওয়ার মতো অবস্থা। আজকে মনস্থির করলাম সরিষা ফুল ছিড়ে সরিষা ক্ষেতে গিয়ে ফটো ওঠা হয়নি তাতে কি ক্লে দিয়ে তো সরিষা ফুল বানানোর চেষ্টা করে দেখতেই পাড়ি।

যে কথা সেই কাজ সবুজ ও হলুদ ক্লে নিয়ে বসে পড়লাম সকালে চা মুড়ি খেয়ে।ভেবেছিলাম অল্প সময়েই তো হয়ে যাবে কিন্তুু না আমার ধারণা মোটেই ঠিক নয় সরিষা ফুল খুব সুন্দর করে বানিয়েছি ঠিকই কিন্তুু সময় লেগেছে অনেক।আসলে ক্লে দিয়ে কিন্তু বানানো সহজ মনে হলেও ততটা সহজ নয়। বেশ সময় লেগেছে সরিষা ফুল বানাতে।অনেক ধৈর্যের প্রয়োজন।

সরিষা ফুল তৈরি করার পর আমি নিজেই নিজের চেখকে বিশ্বাস করতে পারছিলাম না এতো চমৎকার হয়েছে হঠাৎ দেখলে মনে হচ্ছে অরিজিনাল সরিষা ফুল।আমি আবার ছেরে যাওয়া সরিষা খেত থেকে ফুল তুলে এনে আমার বানানো ক্লে সরিষা ফুলের সাথে মিলিয়ে ফটোগ্রাফি করলাম। বেশ চমৎকার সুন্দর হয়েছে। ক্লে দিয়ে সরিষা ফুল গুলো বানানোর পর যেন নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলাম না যে আমার বানানো ক্লে সরিষা ফুল এতো সুন্দর হয়েছে।
আসলে কিছু কষ্ট করে যত্ন নিয়ে বানালে যদি সুন্দর হয় তবে ভীষণ ভালো লাগে কষ্ট সার্থক মনে হয়।

তো চলুন দেখা যাক ক্লে সরিষা ফুল বানানো পদ্ধতি কেমন।

IMG_20250128_173104.png

IMG_20250128_173220.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি সরিষা ফুলের ডাল বানানো আর সেজন্যই কিছু চিকন কাঠি নিয়েছি এবং সবুজ কালারের ক্লে দিয়ে তা মুড়িয়ে নিয়েছি। মোড়ানো কাঠি গুলো একটি পলিথিনের উপরে রেখেছি কারণ তাতে করে ক্লে আটকে যাবে না।

PhotoCollage_1738076911256.jpg

দ্বিতীয় ধাপ

এখন হলুদ কালারের ক্লে দিয়ে সরিষা ফুলের পাঁপড়ি বানানোর জন্য গোল করে তা চাপ দিয়ে চ্যাটটা করে পাপড়ি বানিয়েছি। একে একে সব গুলো পাপড়ি বানিয়ে রেখেছি।

PhotoCollage_1738077119337.jpg

তৃতীয় ধাপ

এখন চ্যাপটা করে রাখা পাপড়ি গুলো নিচের অংশ মুড়িয়ে নিয়েছি ও সরিষা ফুলের পাঁপড়ির আকার দিয়েছি।একে একে সব গুলো পাঁপড়ি বানিয়ে নিয়েছি।

IMG20250128122847.jpg

IMG20250128124506.jpg

চতুর্থ ধাপ

এখন সরিষা ফুলের পরাগায়ণ বানিয়ে নিয়েছি।

IMG_20250128_211737.jpg

পঞ্চম ধাপ

এখন সরিষা ফুলের পাঁপড়ি গুলো এক সাথে জুড়ে দিয়েছি।এক একটি সরিষা ফুলের পাঁপড়ি চারটি তাই চারটি পাঁপড়ি এক সাথে লাগিয়ে দিয়েছি ও ফুল বানিয়ে নিয়েছি। এভাবে একে একে সব গুলো ফুল বানিয়ে রেখেছি।

PhotoCollage_1738077554870.jpg

IMG20250128124917.jpg

ষষ্ঠ ধাপ

এখন সবুজ কালারের ক্লে দিয়ে সরিষার সিম বানিয়ে নিয়েছি মানে যে সিমের ভীতর থেকে সরিষা পাওয়া যায় সেগুলো।

PhotoCollage_1738077822022.jpg

সপ্তম ধাপ

এখন একে একে সব গুলো সরিষার সিম গাছের সাথে লাগিয়ে দিয়েছি।

PhotoCollage_1738078010197.jpg

অষ্টম ধাপ

এখন আগে থেকে বানিয়ে রাখা সরিষা ফুল গুলো গাছের মাথায় লাগিয়ে নিয়েছি ও আগে থেকে বানিয়ে রাখা পরাগায়ণ হুলো ফুলের মাঝে লাগিয়ে দিয়েছি।

PhotoCollage_1738078120462.jpg

নবম ধাপ

এখন সরিষা ফুলের কলি বানিয়ে নিয়েছি। সরিষা ফুলের কলি সবুজ কালারের এবং যেমনটি বানিয়েছি ঠিক তেমনি হয়।

PhotoCollage_1738078345883.jpg

দশম ধাপ

এখন সরিষা ফুলের মাঝে লাগিয়ে দিয়েছি সরিষা ফুলের কলি গুলো।

IMG_20250128_213435.jpg

একাদশ ধাপ

এভাবেই তৈরি হয়ে গেছে এক গুচ্ছ সরিষা ফুল।আমি কিছু অরিজিনাল সরিষা ফুল তুলে এনে আমার বানানো সরিষা ফুলের সাথে মিলিয়ে ফটোগ্রাফি করেছি।

IMG20250128161448.jpg

IMG20250128154315.jpg

IMG20250128154055.jpg

IMG20250128153444.jpg

ফাইনাল লুক

IMG20250128161351.jpg

IMG20250128154442.jpg

IMG20250128154357.jpg

IMG20250128154315.jpg

IMG20250128154055.jpg

IMG20250128153955.jpg

এই ছিলো আমাট আজকের মনোমুগ্ধকর ক্লে দিয়ে সরিষা ফুল বানানো পদ্ধতি। এতোটাই সুন্দর হয়েছে যে মনেই হচ্ছে না এগুলো বানানো সরিষা ফুল।আমি কিছু অরিজিনাল সরিষা ফুল তুলে এনে বানানো সরিষা ফুলের সাথে মিলিয়ে ফটোগ্রাফি করেছি। হঠাৎ বোঝাই যাচ্ছে না কোনগুলো বানানো। সব গুলো ফুল গাছ থেকে তুলে আনা ফুল মনে হচ্ছে।

আশা করছি আমার আজকের ক্লে দিয়ে বানানো সরিষা ফুল গুলো আপনাদের মন ছুঁয়ে যাবে।আজকের মতো এখানেই শেষ করছি।

আবারও দেখা হবে অন্যকোন নতুন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীডাই
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250127_122125.png

IMG_20250127_122114.png

Sort:  
 4 months ago 

আরে বাহ আপু আপনি তো ক্লে দিয়ে একদম অরিজিনাল সরিষা ফুল বানিয়ে ফেলেছেন। ক্লে কে বিভিন্ন ভাবে শেপ দেওয়া যায় বলে যা ইচ্ছে তাই বানানো সম্ভব হয়। আপনার ফটোগ্রাফি দেখে ভেবেছিলাম বাস্তবের সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। কিন্তু পরে আপনার ধাপগুলো দেখে বুঝতে পারলাম এগুলো আপনি নিজে বানিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

ঠিক বলেছেন ক্লে দিয়ে ইচ্ছে মতো শেপ দেয়া যায়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 4 months ago 

PhotoCollage_1738081128519.jpg

 4 months ago 

আপনি কিন্তু চমৎকারভাবে সরিষা ফুল তৈরি করে দেখাতে সক্ষম হয়েছেন। এই উপাদানটা বিভিন্ন রকম জিনিস তৈরি করতে অনেক সহযোগিতা করে। আমিও পছন্দ করি এই জাতীয় জিনিসগুলো। দেখতে একদম অবিকল সরিষা ফুল মনে হচ্ছিল। পাশাপাশি সরিষা ফুল রাখার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

 4 months ago 

অসম্ভব ধন্যবাদ আপু আমার পোস্টে সুন্দর সাবলীল মন্তব্য করেছেন জন্য।

 4 months ago 

চমৎকার ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপনি আপু। আমার দেখে খুবই ভালো লেগেছে দেখে। এত সুন্দর সরিষার ফুল তৈরি করেছেন আপু ক্লে দিয়ে। আপনার তৈরি করা ফুল দেখে একদম রিয়েল সরিষার ফুলের মত দেখাচ্ছে। ধাপ গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

সত্যি তাই অরিজিনাল সরিষা ফুলের মতোই লাগছে দেখতে।

 4 months ago 

আপনার আর আমার এক সমস্যা দিদি। আমিও ভেবেছিলাম শাড়ি পড়ে সেজেগুজে সরিষা ফুলের সাথে একটা ছবি তুলব কিন্তু ভালো করে ছবি তুলে দেওয়ার ফটোগ্রাফারের অভাবে একটা ছবি তুলেও হয়নি। আপনি তো ক্লে দিয়ে চমৎকার সরিষা ফুল তৈরি করে ফেলেছেন। শীতের সৌন্দর্যের একাংশ হলেও সরিষা ফুল। ক্লে দিয়ে তৈরি করা সরিষা ফুল দেখতে চমৎকার হয়েছে দিদি। প্রতিটি ধাপ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ।

 4 months ago 

পাশাপাশি থাকলে সুবিধা হতো তাহলে আপনি আমার আর আমি আপনার ফটো তুলে দিতাম হাহা ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago (edited)

ছবি দেখে ভেবেছিলাম এটা অমলতাস ফুলের ছবি। কিন্তু পরে যখন পোস্ট ভালো করে পড়লাম এবং বুঝলাম যে এটি প্রচলিত সর্ষে ফুলের মডেল । ধাপে ধাপে এত সুন্দর বর্ণনা করেছ যা দেখে মনে হচ্ছে আমিও করে ফেলতে পারব। কি অসাধারণ দেখতে লাগছে।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

প্রথমত আমি মনে করেছিলাম সরিষা ফুলের ফটোগ্রাফি দেখাচ্ছেন আমাদের। কিন্তু পরবর্তীতে বুঝলাম এটা সরিষা ফুলের ফটোগ্রাফির পাশাপাশি আপনি অনেক সুন্দর ভাবে সরিষা ফুল তৈরি করে দেখিয়েছেন। আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর সরিষা ফুল তৈরি করেছেন তাই ধন্যবাদ।

 4 months ago 

সরিষা ফুলের সাথে তৈরি সরিষা ফুল একই মনে হচ্ছে সেজন্য ফটোগ্রাফি ভেবেছিলেন।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

ক্লে দিয়ে মনোমুগ্ধকর সরিষা ফুল তৈরি করেছেন। বেশ দুর্দান্ত হয়েছে আপু। সত্যিই আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। সরিষা ফুল দেখে খুব ভালো লাগলো। ক্লে দিয়ে মনোমুগ্ধকর সরিষা ফুল তৈরি প্রক্রিয়া বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

ক্লে দিয়ে সরিষা ফুল তৈরি করা একটি চমৎকার কাজ, যা সত্যিই দেখার মতো। এই ধরনের হস্তশিল্পের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যকে ঘরের মধ্যে নিয়ে আসা সম্ভব। সরিষা ফুলের সূক্ষ্মতা এবং তার সোনালী রঙের প্রতিচ্ছবি ক্লে দিয়ে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা যায়, যা সবার চোখে পড়ার মতো। এমন কাজগুলো শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং আমাদের সৃজনশীলতারও প্রকাশ ঘটায়। ধন্যবাদ ।

 4 months ago 

ঠিক বলেছেন আপু সৌন্দর্যের পাশাপাশি সৃজনশীলতার প্রকাশ ঘটায়।

 4 months ago 

আসলে আমি তো প্রথমে অরিজিনাল ফুলের সাথে আপনার এই ক্লে দিয়ে তৈরি করা ফুলটির কোন পার্থক্য খুঁজে পাচ্ছিলাম না। আপনি এত সুন্দর করে এই সরিষা ফুলটি তৈরি করেছেন যা দেখে প্রথমে বোঝার কোন উপায় নেই। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

অরিজিনাল সরিষা ফুলের মতোই হয়েছে দাদা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।