Diy-ক্রিসমাস ট্রি পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। এই পেইন্টিং কয়েকদিন আগে করে রেখেছিলাম। আজকে সকাল থেকেই ভীষণ ব্যস্ত ছিলাম। কি পোস্ট করব ভেবে পাচ্ছিলামনা। তাই হঠাৎ করেই গ্যালারি ঘেঁটে দেখলাম এই পেইন্টিংটি করা ছিল। মন খুশিতে নেচে উঠলো। তাই তো এই পেইন্টিংটি সকলের মাঝে শেয়ার করতে চলে এলাম।
ক্রিসমাস ট্রি পেইন্টিং:

পেইন্টিং করতে আমার ভালো লাগে। তাই তো সময় পেলেই পেইন্টিং করে রাখি। আসলে ভালো লাগার কাজগুলো করতে বেশি ভালো লাগে। তবে পেইন্টিং করতে গেলে অবশ্যই মনোযোগ দিয়ে করতে হয়। আর যদি ব্যস্ততার মাঝে পেইন্টিং করতে বসা হয় তাহলে সবকিছু এলোমেলো হয়ে যায়। তাইতো আমি সময় পেলেই কিছু পেইন্টিং করার চেষ্টা করি। ব্যস্ততার মাঝে এই পেইন্টিং গুলো বেশ কাজে লাগে। দেখতে দেখতে ক্রিসমাস ডে প্রায় এসে গেল। তাই তো আজকে আমি সুন্দর একটি ক্রিসমাস ট্রি পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

ধাপ সমূহ:
ধাপ-১

ক্রিসমাস ট্রি পেইন্টিং করার জন্য প্রথমে একটি কাগজ নিয়েছি এবং জানালা অঙ্কন করার জন্য পেন্সিল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ-২


এবার আমি সুন্দর করে অন্যান্য অংশে নীল রঙের ব্যবহার করেছি।
ধাপ-৩


এবার জানালার অংশে হলুদ রঙের ব্যবহার করেছি। যাতে করে পেইন্টিংটি দেখতে আরো বেশি সুন্দর হয়।
ধাপ-৪


এবার পেন্সিল দিয়ে নগরের কিছু উঁচু-নিচু বিল্ডিং অঙ্কনের চেষ্টা করেছি এবং ল্যাম্পপোস্টের চিত্র অঙ্কনের চেষ্টা করেছি।
ধাপ-৫


এবার সুন্দর করে উঁচু-নিচু বিল্ডিং এবং ল্যাম্প পোস্ট কালো রঙের ব্যবহার করে আরো সুন্দর করে তোলার চেষ্টা করেছি।
ধাপ-৬


এবার আরো কিছু অংশের কাজগুলো করেছি এবং নিচের দিকের অংশ আলাদা করে নিয়েছি। এবার ক্রিসমাস ট্রির আকৃতি সুন্দর করে হালকা কালি দিয়ে অঙ্কনের চেষ্টা করেছি।
ধাপ-৭

এবার এই পেইন্টিং আরও বেশি সুন্দর করার জন্য এবং ক্রিসমাস ট্রি সুন্দর করে তোলার জন্য সবুজ ও হলুদ রঙের মিশ্রণ ব্যবহার করার চেষ্টা করেছি।
ধাপ-৮


এবার সুন্দর ভাবে নিচের দিকের অংশ সাদা কালো রঙের মিশ্রণ ব্যবহার করার চেষ্টা করেছি। এরপর উঁচু উঁচু দালান গুলোর ঘরের অংশে লাইটের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর ল্যাম্পপোস্টের আলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
ধাপ-৯


এবার আমি সুন্দরভাবে দেয়ালের অংশ তৈরি করার চেষ্টা করেছি। কালো রংয়ের সংমিশ্রণে সুন্দর করে দেয়ালের ইট গুলো তৈরি করার চেষ্টা করেছি এবং জানালার অংশটি আরো বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবার রংবেরঙের মিশ্রণে ক্রিসমাস ট্রি আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।
ধাপ-১০


এবার তারা ভরা আকাশ এবং চাঁদনী রাতের সৌন্দর্য তুলে ধরার জন্য ছোট ছোট তারা অঙ্কন করেছি এবং সুন্দর একটি চাঁদ অঙ্কন করেছি।
শেষ ধাপ

এবার অন্যান্য কিছু অংশের ছোট ছোট কাজগুলো করে এই পেইন্টিংটি সম্পূর্ণরূপে শেষ করেছি।
উপস্থাপনা:

ক্রিসমাস এলেই সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। তাইতো সবার আনন্দ আরও বেশি বাড়িয়ে তুলতে ক্রিসমাস ট্রির সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। জানিনা আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। আশা করছি সবার ভালো লেগেছে।
এটা একটা ভাল কাজ করেছেন আপু যে আগে থেকে কনটেন্ট তৈরি করে রাখেন। এতে করে ব্যস্ততার দিনগুলোতে কাজ করতে সুবিধা হয়। ক্রিসমাস ট্রি আপনি খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। দেখতে অনেক বেশি কালারফুল লাগছে। পেইন্টিং এর প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
TEAM 1
Congratulations! Your Comment has been upvoted through steemcurator04. We support good comments anywhere..আগে থেকে যদি কোন কিছু তৈরি করে রাখা হয় তাহলে সত্যিই অনেক কাজে লাগে। আসলে ব্যস্ততার সময় গুলোতে খুবই কাজে লাগে। তাই তো সময় পেলেই পেইন্টিং করে রাখার চেষ্টা করি।
আপনি সব সময় ভাল আঁকেন। এই ক্রিসমাস ট্রি পেইটিং টি দারুন হয়েছে আপু।আপনি খুব সময় নিয়ে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভাল লাগলো । অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দর সুন্দর প্রিন্টিং শেয়ার করছেন। এ পেন্টিং এর স্পেশালভাবে প্রশংসা করতে হয়। ক্রিসমাস ট্রিটা বেশ আকর্ষণীয় হয়েছে। পেন্টিংকি কালারফুল হওয়ায় দেখতে ভালো লাগছে।
আপু চেষ্টা করি সব সময় নতুন নতুন পেইন্টিং করার জন্য। আমার এই পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে সত্যি খুশি হলাম আপু। ক্রিসমাস ট্রি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।
বুঝলাম না আজকে কি সবাই ব্যস্ত নাকি😜,আপু খুশিতে মন কেমনে নেচে উঠে যদি একটু দেখাতেন😜।যাই হোক ক্রিসমাস ট্রি দারুন এঁকেছেন। কালার কম্বিনেশন টাও বেশ দারুন হয়েছে। সামনে তো আসছে ক্রিসমাস,ভালোই হলো আপনি আগে আগে এঁকে নিলেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
যেদিন আপনার পড়া হয়নি সেদিন যখন শুনতেন আজকে স্যার ক্লাস নিবে না সেই সময়কার অনুভূতির মতোই নেচে উঠেছিল মন 🤪🤪। যাইহোক আপু আমি চেষ্টা করেছি সুন্দরভাবে পেইন্টিংটি করে শেয়ার করার জন্য।
এইতো আর কিছুদিন পর বড়দিন উৎসব! আপনি ক্রিসমাস ডে উপলক্ষে খুব সুন্দর করে একটি পেইন্টিং করেছেন! গাছের পেইন্টিংটি পারফেক্ট লাগছে। ধাপে ধাপে সুন্দর করে দেখালেন।
দেখতে দেখতে বড়দিন প্রায় চলেই এলো। তাইতো আমি সুন্দরভাবে ক্রিসমাস ট্রির একটি পেইন্টিং শেয়ার করার চেষ্টা করেছি। আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ভাইয়া। মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনি অনেক ভালো একটি কাজ করে রাখেন, সত্যি বলেছেন ব্যস্ততার মধ্যে প্রেইন্টিং করার চেয়ে সময় নিয়ে করে রাখা অনেক ভালো। ক্রিসমাস ট্রি পেইন্টিং দেখতে চমৎকার হয়েছে আপু।আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রেইন্টিং করার জন্য।
জি আপু মাঝে মাঝে পেইন্টিং করে রাখলে বেশি সুবিধা হয়। আসলে সময় পেলেই পেইন্টিং করার চেষ্টা করি। তাই হঠাৎ করে বেশ কাজে লেগে যায়। ধন্যবাদ আপু মতামত তুলে ধরার জন্য।
ক্রিসমাস এর অনেক সুন্দর এবং কালারফুল একটি চিত্র প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশনটা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন এজন্যই চিত্রটি দেখতে এত আকর্ষণীয় হয়েছে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।
ক্রিসমাস উপলক্ষে আমি সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি ভাইয়া। কালার কম্বিনেশন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে বেশি ভালো লাগে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
জাষ্ট অসাধারণ হয়েছে আপনার অংকনটি। আপনি ঠিক বলেছেন এধরনের অংকন বেশ সময় এবং ধৈর্য ধরে করতে হয়। একটু ভুল হলে পুরো অংকন নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপু এই অসাধারণ অংকন আমাদের উপহার দেয়ার জন্য।
হয়তো কখনো কোনো অবসরে করে রেখেছিলেন পেইন্টিংটা আজ কাজে লেগে গেল। সামনেই বড়দিন। এই সময়ে দারুণ একটা ক্রিসমাস ট্রি এর পেইন্টিং করেছেন আপু। বেশ চমৎকার লাগছে। সুন্দর উপস্থাপনা ছিল।।
জি ভাইয়া অবসরে করে রাখা পেইন্টিংটা ভীষণ কাজে লেগেছে। সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম। তাই ব্যস্ততার মাঝে এই পোস্টটি যখন দেখেছি তখন খুবই ভালো লেগেছে। তাই তো ঝটপট সবার মাঝে শেয়ার করে ফেলেছি।
বিশ্বকাপ নিয়ে মাতামাতিতে ক্রিসমাস ডের কথা তো প্রায় ভুলেই গিয়েছিলাম। যাক আপনার পোষ্টের মাধ্যমে মনে হলো। ঠিক বলেছেন আপু ব্যস্ততার মধ্যে পেইন্টিং করা যায় না। শুধু ব্যস্ততাই বা কেন কোন কারনে মন খারাপ থাকলে কিংবা কোন কিছু নিয়ে কোন চিন্তায় থাকলেও পেইন্টিং করা যায় না এর প্রমাণ আমি অনেকবার পেয়েছি। যাইহোক আপু আপনি চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো।
এটা একদম ঠিক বলেছেন আপু বিশ্বকাপ নিয়ে মাতামাতিতে ক্রিসমাস ডের কথা আমরা ভুলেই গিয়েছিলাম। তবুও মনের কোণে একটু ভালো লাগা ছিল। তাই তো পেইন্টিংটি করে রেখেছিলাম। সত্যি আপু মাঝে মাঝে সময় করে পেইন্টিং করতে হয়। আর হঠাৎ করে কখনোই সেটা করা সম্ভব হয় না।