"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতায় -৪৬ ছোট মাছের ঝাল রেসিপি❤️❤️
হ্যালো বন্ধুরা,
নমস্কার আদাব, কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আমিও মহান সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ছোট মাছের ঝাল রেসিপি।আমাদের শ্রদ্ধেয় ভাইয়া @alsarzilsiam ভাইয়া প্রতিযোগিতারর আয়োজন করেছেন।@alsarzilsiam ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। সাথে সংশ্লিষ্ট" আমার বাংলা ব্লগ"কমিউনিটির ফাউন্ডার বড়ো দাদা,ছোট দাদা সহ সকল এডমিন মডারেটরও আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্যকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিযোগিতা মূলক পোস্ট শেয়ার করো ছোট মাছের ঝাল রেসিপিটি।ছোট মাছের গুনের তুলনা হয় না।ছোট মাছের অসম্পৃক্ত চর্বি আছে যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আয়রন, প্রেটিন,ভিটামিন এ,ফ্যাটি অ্যাসিড,বিশেষ করে ছোট মাছে প্রচুর পরিমানে ভিটামিন-এ থাকে যা রাতকানা, অন্ধ হয়ে যাওয়া ছাড়াও দৈনিন্দন অনেক শারীরক সমস্যা দূর করতে সক্ষম। তো চলুন এবার রেসিপিতে।
উপকরণ
১.ছোট মাছ ৫০০ গ্রাম
২.আলু পরিমান মতো
৩.টমেটো পরিমান মতো
৪.পেঁয়াজকুচি পরিমাণ মতো
৫.কাঁচা মরিচ ১৫/১৬ টি
৬.মরিচ গুড়া ৪ টেবিল চামুচ
৭.গোটা জিরে অল্প পরিমাণে
৮.জিরে বাটা পরিমাণ মতো
৯.হলুদ পরিমাণমতো
১০.লবন স্বাদমতো

প্রথম ধাপ
প্রথমে আমি ছোট মাছ গুলো খুব ভালো করে পরিস্কার করে জল ঝড়িয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ
এখন আমি আলু টমেটো স্লাইস করে কেটে নিয়েছিও পেঁয়াজ কুচি,কাচা মরিচ নিয়েছি।

তৃতীয় ধাপ
এখন আমি মাছ গুলো লবন, হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি।

চতুর্থ ধাপ
এখন আমি চুলায় একটি কড়াই বসিয়েছি ও তাতে তেল দিয়েছি ও তেল গরম হয়ে গেলে লবন,হলুদ মাখা মাছ গুলো কড়াইয়ে দিয়েছি ভাজার জন্য।

পঞ্চম ধাপ
এখন আমি মাছ গুলো ভেজে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি।

ষষ্ঠ ধাপ
এখন আমি মাছ ভাজার অবশিষ্ট যে তেল ছিলো কড়াইয়ে সেগুলোতে জিরা,পেঁয়াজ কুচি,কাচা মরিচ গুলো ফোঁড়ন দিয়েছি এবং খুব ভালো করে নারাচারা করে ভেজে নিয়েছি।

সপ্তম ধাপ
এখন আমি আলু,টমেটো, গুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি ও ভালো করে ভেজে নিয়ে তাতে জিরে বাটা,লবন,হলুদ,ও মরিচের গুড়ো গুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি।

অষ্টম ধাপ
এখন ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছি পরিমান মতো।এবং কিছুটা সময় রান্না করে নিয়েছি তরকারি গুলোও মাছ গুলো।

নবম ধাপ
এখন ঝোলটা শুখিয়ে নিয়েছিও পুরাপুরি ভাবে তরকারি টি হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশের জন্য।



এভাবেই তৈরী করেছি "আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতার জন্য অংশগ্রহণের মজাদার ছোট মাছের ঝাল রেসিপি।সত্যি কিন্তুু অনেকটা ঝল হয়েছিল। ঝাল আমার খুব পছন্দ তাই খুব আগ্রহের সাথে রেসিপিটি বানিয়েছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন।
পোস্ট বিবরণ
পোস্ট তৈরি @shapladatta
পোস্ট রেসিপি
ডিভাইস OppoA95
লোকেশন গাইবান্ধা, বাংলাদেশ


আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

.gif)
১.ছোট মাছ | ৫০০ গ্রাম |
---|---|
২.আলু | পরিমান মতো |
৩.টমেটো | পরিমান মতো |
৪.পেঁয়াজকুচি | পরিমাণ মতো |
৫.কাঁচা মরিচ | ১৫/১৬ টি |
৬.মরিচ গুড়া | ৪ টেবিল চামুচ |
৭.গোটা জিরে | অল্প পরিমাণে |
৮.জিরে বাটা | পরিমাণ মতো |
৯.হলুদ | পরিমাণমতো |
১০.লবন | স্বাদমতো |
প্রথমে আমি ছোট মাছ গুলো খুব ভালো করে পরিস্কার করে জল ঝড়িয়ে নিয়েছি।
এখন আমি আলু টমেটো স্লাইস করে কেটে নিয়েছিও পেঁয়াজ কুচি,কাচা মরিচ নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন আমি মাছ গুলো লবন, হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি।

চতুর্থ ধাপ
এখন আমি চুলায় একটি কড়াই বসিয়েছি ও তাতে তেল দিয়েছি ও তেল গরম হয়ে গেলে লবন,হলুদ মাখা মাছ গুলো কড়াইয়ে দিয়েছি ভাজার জন্য।

পঞ্চম ধাপ
এখন আমি মাছ গুলো ভেজে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি।

ষষ্ঠ ধাপ
এখন আমি মাছ ভাজার অবশিষ্ট যে তেল ছিলো কড়াইয়ে সেগুলোতে জিরা,পেঁয়াজ কুচি,কাচা মরিচ গুলো ফোঁড়ন দিয়েছি এবং খুব ভালো করে নারাচারা করে ভেজে নিয়েছি।

সপ্তম ধাপ
এখন আমি আলু,টমেটো, গুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি ও ভালো করে ভেজে নিয়ে তাতে জিরে বাটা,লবন,হলুদ,ও মরিচের গুড়ো গুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি।

অষ্টম ধাপ
এখন ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছি পরিমান মতো।এবং কিছুটা সময় রান্না করে নিয়েছি তরকারি গুলোও মাছ গুলো।

নবম ধাপ
এখন ঝোলটা শুখিয়ে নিয়েছিও পুরাপুরি ভাবে তরকারি টি হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশের জন্য।



এভাবেই তৈরী করেছি "আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতার জন্য অংশগ্রহণের মজাদার ছোট মাছের ঝাল রেসিপি।সত্যি কিন্তুু অনেকটা ঝল হয়েছিল। ঝাল আমার খুব পছন্দ তাই খুব আগ্রহের সাথে রেসিপিটি বানিয়েছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন।
পোস্ট বিবরণ
পোস্ট তৈরি @shapladatta
পোস্ট রেসিপি
ডিভাইস OppoA95
লোকেশন গাইবান্ধা, বাংলাদেশ


আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

.gif)
এখন আমি মাছ গুলো লবন, হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি।
এখন আমি চুলায় একটি কড়াই বসিয়েছি ও তাতে তেল দিয়েছি ও তেল গরম হয়ে গেলে লবন,হলুদ মাখা মাছ গুলো কড়াইয়ে দিয়েছি ভাজার জন্য।
এখন আমি মাছ গুলো ভেজে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি।
এখন আমি মাছ ভাজার অবশিষ্ট যে তেল ছিলো কড়াইয়ে সেগুলোতে জিরা,পেঁয়াজ কুচি,কাচা মরিচ গুলো ফোঁড়ন দিয়েছি এবং খুব ভালো করে নারাচারা করে ভেজে নিয়েছি।
এখন আমি আলু,টমেটো, গুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি ও ভালো করে ভেজে নিয়ে তাতে জিরে বাটা,লবন,হলুদ,ও মরিচের গুড়ো গুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
এখন ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছি পরিমান মতো।এবং কিছুটা সময় রান্না করে নিয়েছি তরকারি গুলোও মাছ গুলো।
এখন ঝোলটা শুখিয়ে নিয়েছিও পুরাপুরি ভাবে তরকারি টি হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশের জন্য।
এভাবেই তৈরী করেছি "আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতার জন্য অংশগ্রহণের মজাদার ছোট মাছের ঝাল রেসিপি।সত্যি কিন্তুু অনেকটা ঝল হয়েছিল। ঝাল আমার খুব পছন্দ তাই খুব আগ্রহের সাথে রেসিপিটি বানিয়েছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন।
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
পোস্ট | রেসিপি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা, বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপির কালারটা অনেক সুন্দর এসেছে। রেসিপি টা দেখেই জিভে জল চলে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
কালার সুন্দর হয়েছিল মরিচের গুড়া ব্যাবহার করেছি জন্য একটু বেশি সুন্দর কালার এসেছিলো।ধন্যবাদ সুন্দর করে কমেন্ট করার জন্য।
প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অভিনন্দন। ছোট মাছ আমাদের সবারই খুবই পছন্দের। আপনি প্রতিযোগিতার জন্য ছোট মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন। দেখতেও বেশ লোভনীয় লাগছে। ছোট মাছের দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আমিও ছোট মাছ অনেক পছন্দ করি।সত্যি লোভনীয় লাগছে দেখতে।খেতেও বেশ ভালো হয়েছিলো।
প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। ছোট মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনার ছোট মাছের রেসিপি দেখেই খুবই লোভনীয় লাগছে। কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
ঠিক বলেছেন আমাদের শরীরের জন্য খুব উপকারী এই ছোট মাছ।সত্যি অনেক সুস্বাদ হয়েছিল রেসিপিটি।ধন্যবান সুন্দর গুছিয়ে কমেন্ট করার জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ।আর ছোট মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী ।আজকে আপনি ছোট মাছের ঝাল রেসিপি করেছেন যেটি দেখতে খুবই লোভনীয় লাগছে। খেতে খুবই সুস্বাদু হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে ।বেশ ভাল ছিল প্রতিটি ধাপ ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
হ্যঁ অনেক সুস্বাদু হয়েছিল রেসিপিটি।ধন্যবাদ আমার পোস্ট টি ভাল লেগেছে আপনার এটা জেনে খুব ভালো লাগলো।
ছোট মাছ আমার খুবই পছন্দের মাছ। চোখের জন্য তো ছোট মাছগুলো বেশ উপকারী। আপনি আমার বাংলা ব্লগের এই প্রতিযোগিতায় ছোট মাছের ঝাল রেসিপি তৈরি করেছেন যা দেখতে লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন চোখের জন্য ভীষণ উপকারী মাছ হচ্ছে ছোট মাছ।ধন্যবাদ।
বেশ ঝাল ঝাল মনে হচ্ছে, এবারের প্রতিযোগিতায় ঝালের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, আপনি প্রায় 500 গ্রাম মরিচ উল্লেখ করেছেন এবং দেখে মনে হচ্ছে অনেকটাই ঝাল হয়েছে, শুভকামনা রইল আপনার জন্য দেখা যাক সিলেকশনে কি হবে।
আপনার মনে হচ্ছে পড়তে ভুল হয়েছে, ৫০০গ্রাম মরিচ নয়,ছোট মাছের কথা উল্লেখ্য করেছি।অনেকটাই ঝাল হয়েছে কারণ কাঁচা মরিচও সুকনো মরিচের গুড়া দুটোই ব্যাবহার করেছি।ধন্যবাদ কমেন্ট করার জন্য।
প্রথমেই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি বেশ দারুণ ভাবে ছোট মাছের ঝাল রেসিপি শেয়ার করেছেন। ছোট মাছ আমার অনেক পছন্দের। আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সত্যি অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।
বেশ ভালো লাগলো। আপনি ছোট মাছের ঝাল রেসিপি করেছেন এবং সত্যি আমাদের সিয়াম ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের মাঝে দেয়ার জন্য এবং ঝাল রেসিপি অনেক ভালো লাগে। এটা আমাদের দেহের জন্য খুবই উপকারী বেশ ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল
হ্যঁ ঠিক বলেছেন সিয়াম ভাই খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। ধন্যবাদ আপনাকে।
ছোট মাছ বেশ সুস্বাদু হয়ে থাকে। মাছের মধ্যে টমেটো দিলে আলাদাই একটা স্বাদ তৈরি হয়। আলু এবং টমেটো দিয়ে ছোট মাছের রেসিপি টা বেশ দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টার পরিবেশন টা সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। এবং দারুণ উপস্থাপনা ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।
সত্যি বেশ ভালো হয়েছিল খেতে।আপনি ঠিক বলেছেন টমেটো সব কিছুর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।
আপু আপনি ছোট মাছের খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। আলু টমেটো দিয়ে ছোট মাছের এভাবে ঝাল খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
হ্যাঁ ঠিক বলেছেন আপনি এভাবে আলু,টমেটো দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে।সত্যি অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আমার রেসিপিটি ভালো লাগার জন্য।