ছোটবেলা সাইকেল চালানো গল্প
আসসালামু আলাইকুম। শুভ সকাল, আমার বাংলা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে শৈশবের স্মৃতি নিয়ে একটি পোস্ট লিখতে চাই। আমি আশাবাদী আজকের এই পোস্ট আপনাদের সকলের বেশ ভালো লাগবে এবং আপনারা উপভোগ করবেন। সকলকে আমন্ত্রণ করছি ছোটবেলার সাইকেল চালানোর গল্প নিয়ে আজকের এই পোস্ট উপভোগ করার জন্য। সকলেই উপভোগ করতে থাকুন ;;
শৈশবে সব থেকে আনন্দদায়ক মুহূর্ত ছিল শৈশবে কোন কিছু শেখা। এর মধ্যে অন্যতম হলো শৈশবে সাইকেল চালানোর আনন্দ।
তখন ধীরে ধীরে বড় হতে থাকলাম তখন নিজেকে আরও বেশি শক্তিশালী মনে হতে শুরু করেছিল। যেকোনো কিছুর প্রতি শেখার একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং এটি সত্যি অনেক বেশি আনন্দময় ছিল। যেকোনো কিছু শেখার প্রতি সত্যিই অনেক বেশি আগ্রহ ছিল এবং যেকোনো কিছু শিখতে মনে অনেক বেশি ভালো লাগতো। আর, এরমধ্যে সব থেকে অন্যতম বিষয় ছিল ছোটবেলা সাইকেল চালানো শেখানো।
যখন বড় হতে শুরু করলাম, তখন অন্যান্যরা যখন সাইকেল চালাতে তখন মনের ভিতর অনেক আশা ছিল সাইকেল চালানো শিখব। তবে আমার ওজনের থেকে সাইকেলের ওজন যখন বেশি ছিল তখন সাইকেল হাতে নিতে অনেক বেশি ভয় লাগতো।
তবে ধীরে ধীরে সাইকেল হাতে ধরে শুধুমাত্র হেঁটে হেঁটে চালিয়ে বেড়াতাম এবং একপর্যায়ে প্রচণ্ড পরিমাণে সাহস হয়েছিল।
ছোটবেলায় আমাকে সাইকেল চালানোর জন্য সব থেকে বেশি সাহায্য করেছিল আমার বাবা। কারণ আমি জানি পরিবারের সবথেকে প্রিয় এবং নিকটতম সদস্য হচ্ছে বাবা। বাবা একজন শিক্ষক এবং প্রায় সমস্ত কিছু আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন।
জীবনে যখন প্রথম সাইকেল চালানোর অভিজ্ঞতা ছিল সেই সময়টি আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে আমার বাবা। আমার বাবা যখন আমাকে সাহায্য করেছিল তখন আমার সাহস দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল এবং আমি আত্মবিশ্বাস নিয়ে সাইকেল চালাতে শুরু করেছিলাম।
আমি সাইকেলে প্যাডেল মারতে শুরু করেছিলাম এবং আমার বাবা পেছনের ক্যারিয়ার ধরেছিল। ক্যারিয়ার ধরে রাখা অবস্থায় আমি ধীরে ধীরে সাইকেল চালাতে শুরু করলাম এবং একপর্যায়ে আমি হাফ প্যাডেল মেরে মেরে সাইকেল চালানোর প্রক্রিয়া চালাতে শুরু করেছিলাম। একপর্যায়ে আমি হাফ প্যাটেড সাইকেল চালাতে দক্ষ হয়েছিলাম এবং পুরো প্যাডেল সাইকেল চালিয়েছিলাম। তবে সম্পূর্ণ প্রসেস ছিল ফ্রেম এর নিচ থেকে।
এক পর্যায়ে আমি ফ্রেমের নিচে সাইকেল চালাতে শুরু করলাম। ধীরে ধীরে শক্তি এবং আত্মবিশ্বাস আরো বেশি বৃদ্ধি পেয়েছিল এবং আমি পর্যায়ক্রমে আমার ক্রিয়েটিভিটি বাড়ানোর চেষ্টা করেছিলাম।
আলহামদুলিল্লাহ,, প্রায় তিন মাস পর আমি সফলভাবে সক্ষম হয়েছিলাম এবং পুরো সাইকেল চালানো শিখতে আমার প্রায় তিন মাস সময় লেগে গিয়েছিল।
তবে বর্তমানে আধুনিক পৃথিবীতে ছেলেমেয়েদেরকে ছোট সাইকেল এবং চার চাকার সাইকেল কিনে দেওয়া হয়। তবে আমাদের সময় আমরা এত আধুনিক ছিলাম না, বাবার চাউল বহন করা গাড়িতে আমি সাইকেল চালানো শিখেছিলাম এবং এটা ছিল অতি কঠিন এবং কষ্টসাধ্য একটা কাজ।
যাইহোক অবশেষে ছোটবেলায় অনেক পরিশ্রম ও বাবার সাহায্যে সাইকেল চালাতে পেরেছিলাম এবং এটা আমাকে এখনো বেশ আনন্দ দেয়।
ধন্যবাদ শৈশবে স্মৃতিময় পোস্ট উপভোগ করার জন্য।
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার
। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1940268261855379505?t=u9CXOeflLxQHxBcNpL3lvQ&s=19
https://x.com/steemforfuture/status/1940269382435053825?t=jsPNs_ijlxBMO1GWP9sy8w&s=19
https://x.com/steemforfuture/status/1940269859029581842?t=ukZZEakNEBGrKZYfmhVc6g&s=19
https://x.com/steemforfuture/status/1940270370378158402?t=TwZ3Fcz9BCc4hGsZONlBMw&s=19
https://x.com/steemforfuture/status/1940271057417740781?t=w66QqFTP5azrDTSVP4lpgA&s=19
SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.