মুরগির রোষ্ট রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ19 days ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো মুরগির রোষ্ট রেসিপি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250405_223203.jpg

InShot_20250405_223901881.jpg

মুরগি একটি পুষ্টিকর ও সুস্বাদু ভিটামিন যুক্ত খাবার।মুরগি যদিও বা খাইনা কিন্তুু বাড়িতে মুরগি রান্না হয় বেশি কারণ বাচ্চার পুষ্টির কথা বিবেচনা করে সপ্তাহে দুদিন কিংবা একদিন মুরগি রান্না করি।ছোট বাচ্চা তো প্রতিদিন দিলে খেতে চায় না মুরগির মাংস। ছোট কেন আমরা বড় রাই তো প্রতিদিন মাছ মাংস খেতে চাই না।মুরগির মাংসের স্বাদ বদল করে করে রান্না করে দিলে কিংবা সপ্তাহে এক বা দুদিন দিলে তৃপ্তি করে খায় আর সেজন্য প্রতি দিন না দিয়ে সপ্তাহে দু একদিন দেই।

মুরগির রোষ্ট খুব প্রিয় মেয়ের তো আজকের মুরগির মাংসের রোষ্ট করা হয়েছে ঘরোয়া পদ্ধতিতে ঘরের থাকা উপকরণ দিয়ে।

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

IMG_20250405_182053.png

মুরগি
রসুন বাটা
আদা বাটা
জিরা বাটা
পেঁয়াজ বাটা
পেঁয়াজ কুচি
শুকনা মরিচ
কেওরা জল
টমেটো সস
কাঁচা মরিচ

PhotoCollage_1743856483554.jpg

IMG_20250405_233738.jpg

প্রথম ধাপ

প্রথমে রোষ্টের জন্য মুরগি নিয়ে কেটে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।

IMG_20250405_182844.jpg

দ্বিতীয় ধাপ

এখন রোস্টের মসলা বানিয়ে নেয়ার জন্য শুকনা মরিচ,মৌরি,জিরা,ধনিয়া ওলবন টেলে নিয়েছি এব ব্লেড করে নিয়েছি।

PhotoCollage_1743861606000.jpg

তৃতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি ওমুরগির পিস গুলো ভেজে নিয়েছি।

PhotoCollage_1743862099633.jpg

চতুর্থ ধাপ

এখন জিরা ফোঁড়নসব বাটা মসলা গুলো দিয়েছি, রোষ্টের জন্য বানানো মসলাও বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1743863566711.jpg

পঞ্চম ধাপ

এখন টকদই দিয়েছি কষানো মসলায়।

PhotoCollage_1743863734726.jpg

ষষ্ঠ ধাপ

এখন লবন,টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মসলা গুলো।

PhotoCollage_1743864374920.jpg

সপ্তম ধাপ

এখন ভেজে রাখা রোষ্টের জন্য মুরগি গুলো দিয়েছি ও নারাচারা করে মসলার সাথে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1743870096212.jpg

অষ্টম ধাপ

এখন কাঁচা মরিচ দিয়েছি ও রান্না করেছি চিকেন রোষ্ট গুলো।

IMG_20250405_222228.jpg

নবম ধাপ

রান্না হয়েছে খুব ভালো করে রোষ্ট গুলো সিদ্ধ হয়ে গেছে তাই তাতে এক চামুচ পরিমানের কেওরা জল দিয়েছি ও নারাচারা করে মিশিয়ে নামিয়ে নিয়েছি।

IMG_20250405_222814.jpg

IMG_20250405_222742.jpg

পরিবেশন

InShot_20250405_223929667.jpg

InShot_20250405_223901881.jpg

InShot_20250405_223929667.jpg

এই ছিলো আমার আজকের মজাদার সুস্বাদু রোষ্ট রেসিপিটি।আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Uploading image #3...

IMG_20250402_151129.png

Sort:  
 17 days ago 

জীভে তো জল চলে আসলো আপু যে রেসিপি পোস্ট দেখালেন। এখনতো কোনো রকমেই আর লোভ সামলাতে পারছি না রেসিপিটা দেখে। দেখেই তো বোঝা যাচ্ছে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছিল। ইচ্ছে তো করছে এখান থেকে কিছুটা নিয়ে খেয়ে ফেলি।

 16 days ago 

রোস্ট জিনিসটা আমার বরাবরই পছন্দের। কিন্তু নিজৈ তৈরি করে খাওয়া খুব একটা হয় না বললেই চলে। মুরগির রোস্ট টা দারুণ তৈরি করেছেন আপু। দেখেই লোভনীয় লাগছে। খুবই সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

 16 days ago 

রোষ্ট আপনার পছন্দের জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 16 days ago 

মুরগীর রোস্ট কম বেশি সবাই পছন্দ করে।মাঝে ভিন্নভাবে মুরগী রান্না করলে খেতে বেশ ভালো লাগে।আপনার ঘরোয়া পদ্ধতি বানানো মুরগীর রোস্ট বেশ লোভনীয় লাগছে।জিভে জল আসার মতো একটি রেসিপি শেয়ার করেছেন।ধন্যবাদ দিদি পোস্টটি শেয়ার করার জন্য।

 16 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 16 days ago 

চিকেন রোস্ট আমার ছেলেরও খুবই পছন্দের খাবার। মাঝেমধ্যে ছেলেকে রান্না করে দেই। একদম ঠিক বলেছেন আপু প্রতিদিন মাছ-মাংস খেতে একদমই ভালো লাগেনা। আপনি খুবই সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট রান্না করেছেন। বেশ ভালো লাগলো আপনার রেসিপিটি।

 16 days ago 

আপনার চিকেন রোষ্ট পছন্দ ও মাঝে মাঝে ছেলেকে রান্না করে দেন জেনে ভালো লাগলো।