ফুটপাতের হেডফোন প্রতারণা: একটি সতর্কতামূলক গল্প।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
আজকাল প্রযুক্তির যুগে ইয়ারফোন এবং হেডফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। অফিসের কাজ হোক বা গান শোনা কিংবা কল রিসিভ করা তারবিহীন ব্লুটুথ ইয়ারফোনের ব্যবহার এখন খুবই জনপ্রিয়। কিন্তু এই জনপ্রিয়তার সুযোগ নিচ্ছে কিছু অসাধু মানুষ, যারা ফুটপাত ও রাস্তার ধারে নকল পণ্য বিক্রি করে প্রতারণা করছে। আজ আমি এমনই একটি বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করবো, যা থেকে শিক্ষা নিয়ে আপনিও প্রতারণা থেকে বাঁচতে পারবেন।
আমার এক সহকর্মী, নাম আবু বকর সিদ্দিক। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জন্মগ্রহণ করেছেন। প্রায় ১৫ বছর ধরে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় চাকরি করছেন। তিনি একজন ভদ্র, ঈমানদার এবং নামাজি মানুষ। গত শুক্রবার তিনি তার স্ত্রীর বড় ভাইয়ের বাসায় দাওয়াতে গিয়েছিলেন। জুমার নামাজ আদায় করার জন্য তিনি বাইতুল মোকাররম মসজিদে যান। নামাজ শেষে গুলিস্তান হয়ে ফেরার পথে রাস্তার পাশে ফুটপাতে একটি ব্লুটুথ ইয়ারফোনের দোকান দেখতে পান।
দোকানদার তাকে বলল, স্যার, এই হেডফোনের আসল দাম ৭৫০ টাকা, কিন্তু আজ বিশেষ ছাড়ে মাত্র ৩০০ টাকায় দিচ্ছি। অন্য অনেকেই কিনছে, সুযোগ হাতছাড়া করবেন না। নতুন প্যাকেট, চকচকে বক্স দেখে এবং আশপাশে অন্যরা কিনছে দেখে আবু বকর ভাইও এক সেট কিনে নেন। দোকানদার আশ্বাস দিয়ে বলেন, ব্যাটারি খালি থাকার কারণে আলো জ্বলছে না, চার্জ দিলে ঠিকমতো কাজ করবে।
বাসায় ফিরে তিনি সারাদিন ও রাত চার্জে রেখে দিলেন। কিন্তু ফলাফল? কোনো আলোই জ্বলেনি, ডিভাইস কাজ করল না। পরদিন অফিসে এসে আমাকে ঘটনাটা বললেন এবং হেডফোনটি দেখালেন। আমি এক নজরে বুঝে গেলাম, এটি একেবারেই নকল প্রোডাক্ট। আসলে এসব ফুটপাথের বিক্রেতারা মানুষের সরলতার সুযোগ নেয়। তারা কম দামে আকর্ষণীয় প্রোডাক্ট দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে।
লোভে কম দামে ভালো জিনিসের লোভে আমরা নিজেরাই ফাঁদে পড়ি। অবিশ্বাসযোগ্য বিক্রেতা যারা ফুটপাথে বিক্রি করে তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। সমস্যার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। চীনা বা লোকালভাবে তৈরি নকল পণ্য তারা বিক্রি করে। বাইরে থেকে দেখতে আকর্ষণীয় হলেও এর ভেতরে কিছুই থাকে না।
অবিশ্বাস্য কম দামে প্রোডাক্ট কিনবেন না।বাজারমূল্যের চেয়ে অস্বাভাবিকভাবে কম দাম মানেই সন্দেহ। শুধুমাত্র ব্র্যান্ডেড শপ থেকে পন্য কিনুন। অনলাইনে বা শোরুম থেকে কিনলে গ্যারান্টি ও ওয়ারেন্টি পাবেন। ডিভাইস চেক না করে কিনবেন না চার্জ দিয়ে চালু করে দেখে নিন। নগদে বড় অংকের টাকা দিবেন না। ক্যাশ অন ডেলিভারি বা ট্রাস্টেড পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন।
ফুটপাতের এসব নকল হেডফোন বিক্রেতাদের মূল উদ্দেশ্য হলো আপনার টাকার সর্বনাশ করা। ৩০০ টাকা হয়তো খুব বড় অংক নয়, কিন্তু প্রতারণার শিকার হওয়া মনস্তাত্ত্বিকভাবে কষ্টদায়ক। তাই নিজের কষ্টার্জিত টাকা বাঁচাতে সচেতন থাকুন। মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। অল্প দামে ভালো জিনিসের লোভে প্রতারণার শিকার হবেন না।
আপনাদের কারো কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? নিচে কমেন্টে জানাতে পারেন। নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক হতে সহয়তা করুন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
স্থান | নারায়ণগঞ্জ,ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1948588561982521411?t=0LBi909JvxB_iNVlc4lAeg&s=19
https://x.com/RamimHa74448648/status/1948589164309725451?t=0ALfkIuD0pxuNbR-elSx0g&s=19