New attraction Steemit Memory Game Playing Episode #7

in CCS9 hours ago

বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব নতুন পর্বে স্টিম মেমোরিকম সম্পর্কে।

IMG_20250826_171729.png

স্টিম মেমোরি গেম খেলাটা এখন অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে কেননা আগে যেসব সিম্বল ছিল যেমন ঘোড়া মানুষের মাথা, অক্টোপাস পাখি ইত্যাদি এখন সম্পূর্ণটাই ভিন্ন রকম হয়েছে যার কারণে মিলানাটা এখন অনেকটাই টাপ বের কর।

IMG_20250826_172151.jpg

আমি নিজে আগে এক মিনিটের কম সময়ে মিলাতে পারতাম তবে এখন যেসব সিম্বল গুলো দেয়া হয়েছে প্রায়টা দেখতে একরকম যেমন মেয়ে মানুষ শয়তানের চিহ্ন ও আরেকটা চিহ্ন প্রায় একই রকম এই দুইটা মিলাতে আমার অনেকটা সময় লেগে যায় সে কারণে পয়েন্ট খুব কম আসে।

IMG_20250826_171440.jpg

আমি আজ প্রায় সকাল থেকেই ১৫০০ পয়েন্ট উঠানোর জন্য অনেক অপেক্ষা করেছিলাম এবং অনেকবার আমি খেলছি তবে কোনরকম ১৫০০ পয়েন্ট আমি চলতে পারে নাই তবে এখন বাজে দুপুর তিনটা কিছু সময় আগেই একটি গেমে আমি ১৫০০ এর অধিক পয়েন্ট ওঠায় এবং সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি।

IMG_20250826_172216.jpg

স্টিম মেমোরি গেম খেলার মধ্যে দিয়ে স্মৃতিশক্তি যাচাই করুন।

  • সত্যি কথা বলতে এই গেমটি আপনার মেমোরি কে গতিশীল এবং তীক্ষ্ণ হতে সাহায্য করে।

  • দ্রুততম সিদ্ধান্ত কিছু সময়ের ভিতরে।

  • নিজেকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে।

  • নির্ভুল এবং সঠিক গতিপথ যাচাই করে আমাদের মেমোরির।

IMG_20250826_171428.jpg

তো বন্ধুরা, মূলত আমি এই জন্যই এই গেমটি এত পরিমাণ খেলে থাকি আমার অনেক পছন্দের একটি গেম । তো যাই হোক নতুন এই ফিউচারে অনেক ভালো লাগছে খেলতে আপনারাও খেলুন এবং আপনাদের মেমোরি কে আরো শক্তিশালী করুন।

IMG_20250826_171456.jpg

মিমের গেম খেলার সময়সূচী এবং আমার স্কোর উল্লেখ করেছি
  • Game Details

  • Mode: Free

  • Status: ✅ Completed

  • Score: 1506 points

  • Time: 1:13.63

  • Moves: 22 moves

  • Perfect Matches: 10

  • Played: thy, 26 Aug 2025 06:46:58 GMT

তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মেমোরি গেম খেলার আপডেট আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  


Support and comment on other users.
Thank you for sharing quality content!
Did you hear about Team Alliance Games?

Want to get your post curated? Check our guidelines here.


Curated by: @steem-bingo

 6 hours ago 

@steem-bingo thank you so much for supporting me 💓