Experience playing with two options Steemit Memory Game Episode #6

in CCS18 hours ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব স্টিম মেমোরি গেম খেলার দুইটা অপশন সম্পর্কে এবং আজকের অভিজ্ঞতা।
  • Steem মেমোরি গেম খেলার প্রথম অপশন হল ফ্রি মুড চালু করে খেলার সুযোগ:-
    আপনারা অনেকেই এই সম্পর্কে জানেন যে Steem মেমোরি গেম খুব সহজেই সবার জন্য ফ্রিতে খেলার সুযোগ রয়েছে এবং আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ করার জন্যই মূলত এইটা আমাদের জন্য খুব ভালো অপশন। এখানে ফ্রি মুড চালু করে আপনি সব সময় খেলতে পারবেন এই গেমটি। এতে আপনার কোন প্রকার অর্থ প্রদান করতে হবে না তবে এতে আপনার বড়ো সাপোর্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।

এছাড়াও ফ্রিতে বোনাস কম দেখা যায়। তাই পেমেন্ট করে খেললে দুই দিক থেকেই লাভবান হতে পারব গতকালকে আমি দুইবার পেমেন্ট পড়েছি খেলার অভিজ্ঞতা যাচাই করার জন্য।

  • Steem মেমোরি গেম খেলার দ্বিতীয় অপশন হলো এক Steem পেমেন্ট করে আপনি খেলতে পারেন। এতে করে আপনার বোনাস অনেক বেশি আসে আপনার বুদ্ধিমত্ত া আরও বেশি বেড়ে যায় কেননা যেখানে আপনি অর্থ ব্যয় করে খেলছেন সেখানে আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তার তীক্ষ্ণতা বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
যাইহোক গতকাল ক আমি খেলার সময় দুই ভাবেই গেমটা খেলেছি এবং সেগুলো আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করছি প্রথম পর্যায়ে আমি ফ্রিতে কয়েকবার খেলেছি তারপর ভাবলাম যে একটু পেমেন্ট করে খেলে আমি পরপর দুইবার পেমেন্ট করে খেলেছি এবং সেগুলোর স্ক্রিনশট আমি আপনাদের কাছে তুলে ধরছি।

আমি যেহুতু মালয়েশিয়ায় থাকি তাই মালয়েশিয়ান সময় আর আমেরিকার সমান অনেকটা ডিফারেন্স আমি যখন এই গেমটি খেলছি তখন আমার প্রতিযোগিতায় আর কেউ ছিলনা আমি একাই । বলা চলে খেলার মাঠ আমার আমি একাই এখানে গোল দিচ্ছি । আমার স্তর প্রতিযোগিতায় উপরে ছিলাম আমি প্রথম দুইবার যে ভেবে খেলছি তিনবার যখন খেলেছি তখন ১৫ শত র বেশি পয়েন্ট আমি অর্জন করতে পেরেছি। ধাপে ধাপে আমার নিজের পয়েন্ট ফার্স্ট সেকেন্ড থার এভাবে উপরে উঠছে।

কম সময়ের ভিতরে আমি খেলাটি শেষ করার কারণে বেশি পয়েন্ট লাভবান করতে পেরেছি এই গেম খেলার মধ্য দিয়ে দিনে দিনে আমার বুদ্ধিমত্তা এবং তীক্ষ্ণতা দ্রুতগামী হচ্ছে যেহেতু এই গেমটি দ্রুত সমাধান করতে পারলেই ফলাফল ভালো আসে তাই সবাই চেষ্টা করে যে অল্প সময়ের ভিতরে এবং উপরের কাডগুলো মনে রেখে নিচে মেলানোর সময়টা যেন খুব বেশি ব্যায় না হয়।

মিমের গেম খেলার সময়সূচী এবং আমার স্কোর উল্লেখ করেছি
  • Game Details

  • Mode: Free

  • Status: ✅ Completed

  • Score: 1580 points

  • Time: 0:49.02

  • Moves: 17 moves

  • Perfect Matches: 10

  • Played: thy, 21 Aug 2025 02:59:49 GMT

তো বন্ধুরা আমার নিজের মতো করে কিছু বলতে চাই সেটি হল প্রতিটা গেম খেলার মধ্যে দিয়ে আমরা পিছনে কিছু আনন্দ খুঁজে পাই আর সেই আনন্দটাই আমাদের কাছে অনেক বড় প্রত্যাশা।

গেম খেলার পাশাপাশি যদি আমাদের স্মৃতিশক্তি আরো বেশি পরিমাণ ডেভলপ হয় তাহলে আমি মনে করি সে গেমটি প্রতিনিয়তই আমাদের খেলা উচিত আর সেই গেমের ভেতরে আমার খুব ভালো লাগে স্টিম মেমোরি গেম।

তো বন্ধুরা, এই ছেলে আমার আজকের আর্টিকেল লেখাটি কেমন হয়েছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Posted using SteemMobile

Sort:  


Thank you for sharing quality content!
Did you hear about Team Alliance Games?

Want to get your post curated? Check our guidelines here.


Curated by: @steem-bingo

Posted using SteemX