নিজে করি 🥰 কার্টুন অংকন🥰|| ১০% লাজুক শেয়াল এর জন্য

♨️মানুষকে দেখে নয়,নিজে নতুন কিছু করুন♨️

শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজকে আমি। আজকে আমি কার্টুন অংকন করব। আশা করছি সবারই ভালো লাগবে। তো চলুন কথা নাহ বাড়িয়ে শুরু করা যাক।
1649607106926.png

Edit by photo frame app

উপকরণ গুলো

20220410_205532.jpg
  • A4 কাগজ
  • মার্কার পেন
  • রুল
  • রাবার
  • রং পেন্সিল
💞তো চলুন শুরু করি💞

🥰বানানোর কাজ চলছে🥰
প্রথমে মুখ এবং নাক অংকন করব।
20220410_205648.jpg20220410_205645.jpg

🥰বানানোর কাজ চলছে🥰
এরপর চোখ অংকন করব এবং ভালোভাবে দাগ টেনে নিব।
20220410_205737.jpg20220410_205736.jpg

🥰বানানোর কাজ চলছে🥰
এরপর মাথার উপরের অংশ গুলো ভালোভাবে অংকন করব।
20220410_210103.jpg20220410_210102.jpg

🥰বানানোর কাজ চলছে🥰
এরপর কান দুটি অংকন করে নিব এবং এরপর সম্পূর্ণ শরীরটি অংকন করে নিব।
20220410_210222.jpg20220410_210221.jpg
20220410_210424.jpg

🥰বানানোর কাজ চলছে🥰
এরপর দুটি পা অংকন করব এবং দুটি হাত অংকন করে নিব।
20220410_210651.jpg20220410_210521.jpg

🥰বানানোর কাজ চলছে🥰
এরপর ভালোভাবে কালার করে নিব।
20220410_212223.jpg20220410_211428.jpg
20220410_211016.jpg
🤪সর্বশেষ আউটলুক😜
20220410_213028.jpg20220410_213026.jpg
20220410_213104.jpg


Daco_123427.png



image.png

📱 ডিভাইস সংক্রান্ত 📱
মোবাইলের নাম
মডেল
Samsung m21
ক্যামেরা 📷 48
ফটোগ্রাফার@shihab24



♨️আমার পরিচয়♨️

20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।
Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে কার্টুন অংকন করেছেন। আপনার কার্টুন অংকন দেখে খুব ভালো লাগলো । এত অসাধারণ কার্টুন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার কার্টুন আর্টটি খুবই সুন্দর হয়েছে। আপনার কার্টুন আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বেশ চমৎকার একটি কার্টুন ক্যারেক্টার তৈরি করেছেন, এই ক্যারেক্টার টি আমি দেখেছি কিন্তু নাম মনে নেই আপনি খুব সুন্দর ভাবে কালার কম্বিনেশন করে এই কার্টুন তৈরি করেছেন খুব ভালো লাগলো আপনার কাজ খুব সুন্দর হয়েছে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অসাধারণ একটি কার্টুন চিত্র অঙ্কন করেছেন ভাই। দেখে অনেক ভালো লাগলো। আমি খুব সুন্দর করে সবকিছু র্বণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপের বর্ণনা দিয়েছেন। এরকম সুন্দর একটি কারণ চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

কিসের কার্টুন ছিল ভাই এইটা?আমার তো মনে হচ্ছে কোন ডায়নাসোর হবে। সুন্দর ছিল এবং খুব সুন্দর কালার করেছেন বেশ ফুটে উঠেছে। শুভেচ্ছা রইলো এগিয়ে যেতে।

 3 years ago 

আপনি খুব চমৎকার করে একটি কার্টুন আর্ট অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। কার্টুন আর্টটি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। এর প্রত্যেকটি কাজ অত্যন্ত নিখুত ভাবে সম্পন্ন করেছেন। আপনার কার্টুন আর্টের উপস্থাপনটা বেশ ভালো ছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক সুন্দর চিত্র অংকন করেছেন ভাইয়া। দেখে আমি মুগ্ধ হলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

বাহ্ আপনার এই কার্টুন ছবি খুবই সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার কাটুন আর্ট পদ্ধতিটি আমাকে খুবই ভালো লেগেছে। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

বাহ আপনি তো অনেক সুন্দর একটি কার্টুন তৈরি করেছেন ভাইয়া। দেখে খুবই ভালো লাগছে। আপনি অনেক দক্ষতার সাথে কার্টুনটি অংকন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল।

 3 years ago 

কার্টুন চরিত্রটি বেশ হয়েছে দেখতে। ভালো লাগলো এক কথায়। সত্যি বলতে এমন চরিত্রগুলো টেলিভিশনে সব সময় দেখা যায়। তাই খুব পরিচিত লাগছে। আর সবচেয়ে বড় কথা আপনার হাতের কাজ এবং রং করার ফিনিশিংটা দুর্দান্ত হয়েছে।