প্রজাপতির কিছু ম্যাক্রো ফটোগ্রাফি ১০% সাই ফক্স ও ৫ % এবিবি স্কুল।
আসসালামু আলাইকুম
সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক । সবাই কেমন আছেন আশা করি ঈদের খুশিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার পোস্টের ১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল।
ঈদের আনন্দ আস্তে আস্তে আমাদের থেকে চলে যাচ্ছে। কেমন জানি আর ভালো লাগতেছে না। সবাই আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে। যে যার কাজে চলে যাওয়া শুরু করেছে। সবাই মিলে মিশে একসাথে আর বেশি দিন থাকা যাবে না। আমি ও আর বেশি দিন থাকবো না আর কয়েকদিন পরি চলে যাব ঢাকার উদ্দেশ্য। সবাই দোয়া করবেন যেন সুন্দর পরিবেশে সুন্দর ভাবে বিপদ আপদ মুক্ত করে ঢাকার গিয়ে পৌঁছাতে পারি।যাইহোক আর বগ বগ না করে চলুন শুরু করি।
আসলে আমি আপনাদের মাঝে আজকে কিছু প্রজাপতির ফটোগ্রাফি শেয়ার করবো। আর এ গুলো সবি গ্রামের প্রজাপতির ফটোগ্রাফি। আসলে বিভিন্ন ধরনের প্রজাপতির গ্রামের বাড়িতে দেখা যায়। বিভিন্ন বিভিন্ন কালারের প্রজাপতির দেখা যায়।তবে সমস্যা হচ্ছে এ প্রজাপতি গুলো একযায়গায় অনেক খোন থেকে থাকে না। যার কারনে ছবি তুলতে বড় ঝামেলা। বিশেষ করে সুন্দর করে তুলা হয় নায়।এ জন্য আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম।তবে এ প্রজাপতি গুলো দেখতে খুবই সুন্দর।তবে আমি যে প্রজাপতির ফটোগ্রাফি গুলো তুলেছি সব গুলো দেখতে সাদা। কারন অন্য অন্য কালারের প্রজাপতি এ গুলোর ছবি তো তোলাই যায় না শুধু উপারে ওরতে থাকে।যার কারনে সাদা প্রজাপতির ছাড়া অন্য গুলো তোলাই যায় না।আসলে দেশে আসার পর মনে চায় অনেক কিছুই তুলি।কিন্তু তোলবো তোলবো বলে সময় হয় না। ঢাকা থাইকাও কাজ করতে করতে শেষ আবার দেশে আসার পর ও কাজ করতে হয়।কি করবো বলেন বাড়িতে আসছি এমন সময় যে এখন ধান কাটার সময়। তাই ভাই আর বাবার সাথে ধান কাটা লাগে।তারা ধান কাটে আর আমি বসে থাকবো এটা জানি কেমন কেমন জানি আমার কাছে লাগে। তাই আমি ও তাদের সাথে ধান কাটি।আমি গ্রামে আসছি এখন আস্তে আস্তে আপনাদের কাছে অনেক কিছুই শেয়ার করবো। কেবল শুরু করলাম আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন। আসলে আমি ফটোগ্রাফি করতে তেমন একটা পারদর্শী না। আমি আগে তেমন একটা ফটোগ্রাফি তুলতাম না। এ জন্য সুন্দর করে ফটোগ্রাফি তুলতে পারি। তবে তোলার জন্য চেষ্টা করি যেন সুন্দর হয়।আশা করি আস্তে আস্তে আরো ভালো হবে। তবে সবাই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর গঠন মূলক কমেন্ট দেখলে আরো ভালো লাগবে এবং মনযোগ বাড়বে সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলতে। যাইহোক সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন এই কামনা রইলো। তবে এখন আমার কাছে খুবই ভালো লাগে ফটোগ্রাফি তুলতে। যেখানেই যাইনা কেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলার জন্য চেষ্টা করি।যাইহোক তাইলে চলুন প্রজাপতির ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করি।
original image @mustafiz99
Original image @mustafiz99
Original image @mustafiz99
Original image @mustafiz99
Photographr: @mustafiz99
Device :Vivo Y15s
CatagorY :photographay
Location : Barishal bakerganj
https://w3w.co/%E0%A6%AA%E0%A6%BE
বাহ ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন প্রজাপতির। প্রজাপতির ম্যাক্রোফটোগ্রাফি গুলো দেখার মত ছিল। আপনাকে অনেক অনেক প্রজাপতির ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা রইলো।
আপনার প্রজাপতির ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রজাপতি আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর করে প্রজাপতিগুলো ম্যাক্রোফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি আমিও করি মাঝে মাঝে।ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর কিছু ম্যাক্রোফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।
ভাইয়া খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন একটি প্রজাপতির। দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আপনি এই ফটোগ্রাফিটি করতে অনেকটা ধৈর্য ও অনেকটা সময় ব্যয় করেছেন। তা আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি। এত কষ্ট করে একটি প্রজাপতির ম্যাক্রোফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনার তোলা ম্যাক্রো ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আরো বেশকিছু বানান আপনার পোস্টে ভুল আছে। ভাই আপনাকে আমি আগেও বলেছি আপনার ভাষা জ্ঞানের পরিধি বাড়াতে হবে। আপনি মোটামুটি ভালই লিখেছেন। কিন্তু পোস্টে প্রচুর ভুল। এভাবে আপনি কখনোই একজন ভাল ব্লগার হতে পারবেন না। আপনার জন্য পরামর্শ থাকবে আপনি বিভিন্ন গল্পের বই পড়বেন। তাহলে আপনার ভাষাগত দক্ষতা কিছুটা হলেও বাড়বে। ধন্যবাদ আপনাকে।
জি ভাই তা ঠিক বলেছেন। কিন্তু ভাই ভুল হতো না আজকে একটু তারাহুরো করে পোস্টটা লেখা হইছে তো। এ জন্য খেয়াল করে দেখাও হয় নায়। তাই মনে হয় একটু ভুল হইছে।
সুন্দর ম্যাক্রো ফটোগ্রাফি করেছেন। বর্ননা গুলোও বেশ সুন্দর ছিলো আপনার। আর রুপক ভাই যা বললো সেদিক খেয়াল রাখলেই অনেক দূর এগিয়ে যাবেন।
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া প্রজাপতির ফটোগ্রাফি করা অনেক কষ্টের বিষয়। কেননা এরা অনেক চঞ্চল হয়ে থাকে আর এরা খুব বেশি ছোটাছুটি করতে পছন্দ করে ছবি তুলতে গেলে এরা চলে যাই। আবার আপনি ভিন্ন ভিন্ন রঙের প্রজাপতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে যে আপনি অনেক সময় ব্যয় করে প্রজাপতির ফটোগ্রাফি করেছেন।
প্রথমেই আপনাকে বলব অসংখ্য ধন্যবাদ, আর আপনাকে ধন্যবাদ দেয়ার পেছনে মেইন কারণ এটাই যে প্রজাপতি আমার খুবই প্রিয় একটি কীটপতঙ্গ। আমি অনেকবার চেষ্টা করছি প্রজাপতির ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য কিন্তু পারি নাই। পারি নাই এই জন্য যে প্রজাপতি থেমে থাকে না। আর আপনি সেই অসাধ্যকে সাধন করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই আবারো জানাই অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বলতেই হয় আপনি খুব ট্যালেন্ট ফুল একজন মানুষ। প্রজাপতির ফটোগ্রাফি খুব চমৎকার হয়েছে। সত্যি আপনি অনেক ধৈর্যশীল একজন মানুষ। ধৈর্য সহকারে ফটোগ্রাফি করেছেন। আমার ভালোবাসা আপনার প্রতি রইল। আপনাকে অনেক ধন্যবাদ
প্রজাপতির ম্যাক্রো ফটোগ্রাফি গুলো এককথায় অসাধারণ হয়েছে। অনেক সুন্দর ফটোগ্রাফি করেন আপনি। আপনার ফটোগ্রাফির হাত দারুণ চমৎকার।