শুভ সন্ধ্যা,
আমার বাংলা বলগের বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায়। প্রতিদিনের মতো আমি আজকে আমার স্মৃতির পাতা থেকে গরুর গাড়ি সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশাকরি আপনাদের মনে আনন্দ জোগাতে পারব এবং পুরনো স্মৃতি আপনাদের মনে জাগিয়ে তুলতে পারব।
গোরুর গাড়ি নানার বাড়ি

Image Source pexels
গরুর গাড়ি একটি গ্রাম্য যান, যা প্রাচীনকালে ব্যাপক ভাবে ব্যবহার হতো।কিছুদিন আগে পর্যন্তঅও দৃশ্যমান ছিলো তবে সাম্প্রতিক কালে এর প্রচলন কমে গেছে অনেকটা। যাত্রী-মালামালসহ অনেক কাজেই ব্যবহার হতো গরুর গাড়ি। এই গাড়ির মাঝে ছাউণি ব্যবহার করা হয় যা মূলত যাত্রীর জন্য।
দুইটি গরু ব্যবহার করা হয় একটি গাড়িতে,এটি প্রাচীন বাংলার ঐতিহ্য বহন করে।এই যান অনেক টায় ধীরগতিসম্পন্ন। বর্তমান সময়ে বিজ্ঞানের ছোয়ায় অহরহ ইঞ্জিনচালিত গাড়ির চাপে ঐতিহ্যবাহী গরুর গাড়ী প্রায় বিলুপ্তির পথে। ফলে লোকজন গরুর গাড়ির ব্যবহার কে এখন এক রকম শখ মনে করে। বর্তমান সময়ে এর ব্যবহার খুবই নগন্য পরিমান।
গরুর গাড়ি ছিলো আমাদের সংশকৃতির একটি উৎস। তাই এটি যেন বিলুপ্ত না হয় সে ব্যাপারে আমাদের খেয়াল রাখা উচিৎ আমাদের সবার। দিন দিন আমাদের সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে আধুনিক যুগের যন্ত্রের প্রভাবে,কিছু কিছু সংস্কৃতি চাইলেও ধরে রাখতে পারছি না।
গরুর গাড়ির কিছু আনন্দও আছেঃ

Image Source StokSnap
আমাদের বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব ছিলো প্রায় ৩০ কিঃমিঃ , সে অনেক আগের কথা। তখন আমার নানার গরুর গাড়ি ছিলো,আমাদের গ্রামের ভাষাইয় বলা হতো নাইওর-মানে আত্মীয়ের বাসায় ঘুরতে যাওয়া। নানার বাড়ি যাওয়ার আগের দিন নানা আমাদের বাড়িতে গরুর গাড়ি পাঠিয়ে দিতো। দিনগুলো ছিলো অনেক মজার।গরুর গাড়ি নিয়ে একদিন অপেক্ষা করত আমাদের জন্য এবং আমরা এর মধ্যে আমারা নানা দাড়ি যাওয়ার জন্য জন্য প্রস্তুতি নিতাম দিনগুলো খুব মজার এবং আনন্দদায়ক ছিল তবে গরুর গাড়িতে ভ্রমণ একটি পুরনো স্মৃতি।তবে আর যাই হোক পুরনো স্মৃতিগুলো আমাদের কাছে অনেক আনন্দের এবং রোমাঞ্চকর হয়ে থাকে।
ধন্যবাদ সবাইকে
গরুর গাড়ি আমি দেখিনি কখনো।শুনেছি আর ছবিতে দেখেছি যে গরু দিয়ে গাড়ি তৈরি করা যায়।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গরুর গাড়ি আমি অনেক আগে দেখছি আমি যখন নানার বাসায় যেতাম। গরুর গাড়ি ছিল গরুর গাড়িতে করে নিয়ে যেত মাঠে এবং অনেক কাজ করতো কৃষকদের গুরু খুবই প্রয়োজনীয়। তাদের জমি চাষ করতে খুব প্রয়োজনীয় জিনিস এবং সে খুবই ভালো লাগে গরুর গাড়িতে চড়তে আস্তে আস্তে যায় এবং আপনার দিনটি এবং অনেক সুন্দর ছিল বিশ্লেষণগুলো
টাইটেলে বানানটা গরুর হবে। ঠিক করে দিয়েন ভাই
ভাই বাংলা একাডেমি থেকে গরু বানানা এখন গোরু। আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বিষয়টি জানা ছিল না। এখন জানা হয়ে গেল। তবে অবাক হয়েছি পোস্টে কোথাও গোরু ব্যবহার করেননি দেখে। ওখানে সবই গরু ছিল।
টাইটেলে বানানটা গরুর হবে। ঠিক করে দিয়েন ভাই
বাংলা সিনেমায় দেখতাম গরুর গাড়ির ব্যবহার। আজ আপনার গরুর গাড়ির পোস্ট দেখে পুরাতন মুভির কথা মনে পড়ল।