এমব্রশিয়া ইনফিনিটি বাফেটে একদিন।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? কিছুদিন আগে একটা ছোট্ট ট্যুর দিয়েছি আমরা। গিয়েছিলাম সীতাকুণ্ড, গুলিয়াখালী সী বিচ, পতেঙ্গা সহ আরো কয়েকটা জায়গায়। ছোট্ট এই ট্যুরটা সেরে ঢাকায় এসেই একটা বিশাল খাওয়া দেওয়ার ব্যবস্থা রেখেছিলাম।
অনেক বেশি আইটেম টেস্ট করার জন্য বাফেট সেরা। ধানমন্ডিতে কোন বাফেটে যাব সেটা খুজতেছিলাম। যেগুলোতে একবার যাওয়া হয়েছে সেগুলোতে আর যেতে ইচ্ছে করে না। নতুন জায়গা মানেই নতুন এক্সপেরিয়েন্স। শুক্র-শনি বাদে যেকোনো দিন বাফেট গুলোতে খুব একটা চাপ থাকে না। আমরা সোমবার গেছিলাম, Ambrosia Infinity Lounge বাফেটে।
আমি একটু সকাল সকাল বাফেটে ঢুকি। এতে সুবিধা হলো শুরু করার আগেই সব আইটেম গুলো ভালোভাবে দেখে নেয়া যায়। কিছু সময় অপেক্ষার পর সন্ধ্যা ৭ টা থেকে আমরা শুরু করলাম। বাফেটের কিছু আইটেম এর ছবি শেয়ার করলাম আপনাদের সাথে।
এটাই ছিলো। সবমিলিয়ে এই বাফেট টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ফিশ আইটেম গুলো ভালো থাকলে ভালো লাগতো। ১০ এ ৬ দিব আমি। তবে ব্লু ওসান মকটেল টা আমার খুব ভালো লাগছে। যাইহোক, অভারঅল আমি রিকমেন্ড করবোনা এই বাফেটকে। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

ধানমন্ডির এই বাফেটে অনেক দিন আগে আমাদের যাওয়ার কথা ছিলো। কিন্তু অনেকের মুখ থেকে শুনলাম এই বাফেট নাকি তেমন ভালো না। তাই পরবর্তীতে যাওয়া হয়নি। আপনার কাছেও তো দেখছি তেমন ভালো লাগেনি। তবে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এমব্রশিয়া ইনফিনিটি বাফেটে অনেক ধরনের খাবার আইটেম দেখলাম তবে আমি আপনার সাথে একমত ফিশ আইটেম তেমন চোখে পড়ে নাই। তবে সব কিছু খুবই ক্লিন গুছানো ছিল। ধন্যবাদ
একের পর এক লোভনীয় সব খাবারের রেসিপির ছবি শেয়ার করেছেন তবে সবশেষে রেটিং এ দশের মধ্যে ৬ দিয়েছেন তার মানে খাবারের মান আহামরি ভালো ছিল না।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)