পটলের জীবনচক্র❤️
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো পটল চাষের পদ্ধতি । আশা করছি আপনাদের ভালো লাগবে।
পটল বারো মাসে পাওয়া গেলেও মুলত বর্ষাকালীন সবজি। বর্ষা কালে খুবই ভালো তরতাজা পটল পাওয়া যায়।
পটল গাছ লাগানোর জন্য উর্বর জমির প্রয়োজন হয়ে থাকে।
তো চলুন পটাল লাগানো সম্পর্কে জেনে আসি।
প্রথম ধাপ
প্রথমে একটি উর্বর জমিতে গোবর সার দিয়ে তাতে চাষ করে পটল লাগানো উপযুক্ত করে নিতে হবে।
দ্বিতীয় ধাপ
এখন পটল লাগানোর জন্য উপযুক্ত হয়েছে জমিটি তাই কিনে আনা পটলেন ডাল লাগো হয়েছে জমিতে।পটলের গাছ হয় পটলের ডাল লাগালে।
তৃতীয় ধাপ
কিছুদিন পর পটলের গাছ হয়ে গেছে তাই প্রতি টি গাছের সাথে কনচি কেটে কেটে দিতে হবে।
চতুর্থ ধাপ
পটলের গাছের জমিতে সেঁচের জন্য ড্রেন দিতে হবে।
পঞ্চম ধাপ
এখন বাঁশে কেটে বিশেষ ভাবে বাতি বানিয়ে তা দিয়ে পটলের জাংলা বা মাচা বানিয়ে দিতে হবে।
ষষ্ঠ ধাপ
কিছুদিন পর পটলের জন্য যে মাচা বানিয়ে দেয়া হয়েছে তার উপরে পটলের গাছ উঠে গেছে এবং ডালপালা বের হয়ে মাচা ছেয়ে গেছে।
সপ্তম ধাপ
কিছুদিন পর পটলের ফুল ফোঁটা শুরু হয়ে গেছে।
অষ্টম ধাপ
ফুল থেকে ছোট ছোট পটল হয়েছে।
নবম ধাপ
একে একে পুরা পটলের মাচা ছেয়ে গেছে এবং অসংখ্য পটল ধরেছে গাছে।
দশম ধাপ
পটল তুলে কৃষকের মুখে হাঁসি ফুটেছে বস্তুা ভর্তি করে বাজারে বিক্রি করে টাকা পাচ্ছে।
এই ছিলো আমার আজকের পটলের জীবনচক্রের নিয়ে পোস্ট টি।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জীবনচক্র |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
https://x.com/DattaShapla/status/1924779039182749847?t=TDgNKIodG4f5pWG5PnDAaQ&s=19
https://x.com/DattaShapla/status/1924780337575690745?t=iu_yCy1jxYLl0EUMJ5gjzQ&s=19
https://x.com/DattaShapla/status/1924782649543164353?t=QlA6wUXrudztxVEgCHY2ww&s=19
পটল দু'' ধরনের হয় । একটি মাটিতে আর একটি মাচায় তাই না আপু? আমার শ্বশুর বাড়িতে প্রথম দেখেছি পটলের গাছ। যখন পটল হয়ে দেখতে বেশ সুন্দর লাগে। গাছ থেকে সদ্য তোলা পটল খেতে অসাধারন লাগে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।