পটলের জীবনচক্র❤️

in আমার বাংলা ব্লগ9 days ago (edited)

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো পটল চাষের পদ্ধতি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

PhotoCollage_1747721249824.jpg

পটল বারো মাসে পাওয়া গেলেও মুলত বর্ষাকালীন সবজি। বর্ষা কালে খুবই ভালো তরতাজা পটল পাওয়া যায়।
পটল গাছ লাগানোর জন্য উর্বর জমির প্রয়োজন হয়ে থাকে।

তো চলুন পটাল লাগানো সম্পর্কে জেনে আসি।

প্রথম ধাপ

প্রথমে একটি উর্বর জমিতে গোবর সার দিয়ে তাতে চাষ করে পটল লাগানো উপযুক্ত করে নিতে হবে।

PhotoCollage_1747672773594.jpg

দ্বিতীয় ধাপ

এখন পটল লাগানোর জন্য উপযুক্ত হয়েছে জমিটি তাই কিনে আনা পটলেন ডাল লাগো হয়েছে জমিতে।পটলের গাছ হয় পটলের ডাল লাগালে।

IMG_20250519_224457.jpg

তৃতীয় ধাপ

কিছুদিন পর পটলের গাছ হয়ে গেছে তাই প্রতি টি গাছের সাথে কনচি কেটে কেটে দিতে হবে।

IMG_20250519_225240.jpg

IMG_20250519_225108.jpg

চতুর্থ ধাপ

পটলের গাছের জমিতে সেঁচের জন্য ড্রেন দিতে হবে।

IMG_20250519_230814.jpg

IMG-20250520-WA0012.jpg

পঞ্চম ধাপ

এখন বাঁশে কেটে বিশেষ ভাবে বাতি বানিয়ে তা দিয়ে পটলের জাংলা বা মাচা বানিয়ে দিতে হবে।

PhotoCollage_1747675260117.jpg

ষষ্ঠ ধাপ

কিছুদিন পর পটলের জন্য যে মাচা বানিয়ে দেয়া হয়েছে তার উপরে পটলের গাছ উঠে গেছে এবং ডালপালা বের হয়ে মাচা ছেয়ে গেছে।

InShot_20250520_105214500.jpg

IMG_20250520_105550.jpg

সপ্তম ধাপ

কিছুদিন পর পটলের ফুল ফোঁটা শুরু হয়ে গেছে।

IMG_20250520_110102.jpg

অষ্টম ধাপ

ফুল থেকে ছোট ছোট পটল হয়েছে।

IMG_20250520_114115.jpg

নবম ধাপ

একে একে পুরা পটলের মাচা ছেয়ে গেছে এবং অসংখ্য পটল ধরেছে গাছে।

IMG_20250520_114020.jpg

IMG-20250518-WA0018.jpg

IMG-20250518-WA0009.jpg

দশম ধাপ

পটল তুলে কৃষকের মুখে হাঁসি ফুটেছে বস্তুা ভর্তি করে বাজারে বিক্রি করে টাকা পাচ্ছে।

IMG_20250520_114930.jpg

এই ছিলো আমার আজকের পটলের জীবনচক্রের নিয়ে পোস্ট টি।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজীবনচক্র
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



20250518_175556.jpg

IMG_20250517_174355.png

Sort:  
 9 days ago 

Screenshot_2025-05-20-17-05-43-00_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

 5 days ago 

পটল দু'' ধরনের হয় । একটি মাটিতে আর একটি মাচায় তাই না আপু? আমার শ্বশুর বাড়িতে প্রথম দেখেছি পটলের গাছ। যখন পটল হয়ে দেখতে বেশ সুন্দর লাগে। গাছ থেকে সদ্য তোলা পটল খেতে অসাধারন লাগে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।