বন্ধু সহ ইটের ভাটায় একদিন ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ7 months ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ৩০ ই আগষ্ট ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বন্ধু সহ ইটের ভাটায় একদিন ঘোরাঘুরি করার অনুভূতি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


RIYAN_20240522_182550_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

শীত কালে ইট ভাটায় ঘোরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে, আমরা সেদিন গিয়েছিলাম আমার এক বন্ধু সহ ইট ভাটার মধ্যে ঘুরতে। আমরা মূলত সেখানে ইট কেনার জন্য গিয়েছিলাম না। আমরা মূলত সেখানে একটু খানি ঘোরাঘুরি করার জন্য গিয়েছিলাম। আসলে আমার ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে।আমি যখনই একটু সময় পাই, তখনই আমি বন্ধুদের ঘোরাঘুরি করি এবং আড্ডা দেই।আর এই ভাটাটি আমার এক বন্ধুর বাসায় একদম পাশেই অবস্থিত।আমি মূলত সেদিন আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম সেখানে। সেখানে যাওয়ার পর ভাবলাম, ইট ভাটা থেকে ঘোরাঘুরি করে আসি।আর ইট ভাটার মধ্যে ঘুরতে গেলে অনেক কিছু প্রযুক্তি সম্পর্কে একটা নতুন ধারণা চলে আসে।

RIYAN_20240530_174115_🌈Sky Blue by Expert Mistry-2.PORTRAIT.jpg

যেহেতু আমার বন্ধুর বাসার একদম পাশেই ভাটা টি।তাই আমরা হেঁটে হেঁটে ভাটার দিকে অগ্রসর হই। আমরা বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে ভাটায় এসে পৌছায়। আমাদের ভাটায় আসতে প্রায় দশ থেকে পনের মিনিট সময় লেগেছিল। আমরা ভাটায় এসে প্রথমে একটি মাটির বড় পাহাড় দেখতে পারলাম, মূলত এই পাহাড়ের মাটি গুলো থেকেই ইট তৈরি করা হয়।আর এই মাটি গুলো বিভিন্ন জায়গায় থেকে ট্রাকের মাধ্যমে এখানে আনা হয়েছে। আসলে, ভাটা আমাদের পরিবেশ কে‌ অনেক টা দূষিত করে তোলে।যে জায়গার মধ্যে ভাটা রয়েছে, সেই জায়গার আবাদি জমি গুলোর মধ্যে যে কোন ধরনের ফসল চাষ করলে তেমন একটা ফলন পাওয়া যায় না।

এছাড়া ভাটার মাধ্যমে বিশেষ করে নদী ভাঙ্গনের কবলে পড়েছে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ। কেননা, যে জায়গায় গুলো থেকে মাটি নিয়ে এসে ইট তৈরি করা হচ্ছে, সে জায়গা গুলো থেকে আস্তে আস্তে মাটি ধুয়ে ধুয়ে নদীতে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত এমন সমস্যার সম্মুখীন হচ্ছি। এতে করে আমরা ভবিষ্যতে অনেক ভয়াবহ সমস্যার সম্মুখীন হবো। আমাদের এক দিক দিয়ে উপকার হলেও অন্যদিকে অনেক টা ক্ষতি হচ্ছে।তবে, আমরা এই ক্ষতি টা কে এখনো বুঝতে পারছি। আশা করছি, আমরা খুবই দ্রুত এমন ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো।

RIYAN_20240522_182418_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

আসলে এই ভাটা টি একদম নতুন। সবেমাত্র ইট তৈরি করা শুরু হয়েছে। আমরা প্রথমে ইট ভাটার একদম উপরে উঠে পড়লাম। উপরে দেখতে পারলাম, ইট ভাটা টি সবে মাত্র বন্ধ করা হয়েছে।আর এই ইট ভাটা টি বন্ধ করার মূল কারণ হলো বর্ষাকাল। আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, বর্ষা মৌসুমে সকল ধরনের ইট ভাটা বন্ধ রাখা হয়। কেননা, বর্ষা মৌসুমে ইট তৈরি করা অনেক টা কষ্টকর। বিশেষ করে শীত কালে ইট তৈরি করার জন্য একটি উপযুক্ত সময়। শীত কালে তেমন কোন ধরনের বৃষ্টি পাত হয় না। শীতকালে একদম নিশ্চিন্তে ইট করা যায়।আর বর্ষাকালে ইট শুকানোর মতো তেমন কোন পরিবেশ থাকে না।

RIYAN_20240522_182326_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

আমরা উপরে উঠে দেখতে পারলাম, ভাটা থেকে ইট বের করার কাজ চলছে। আসলে ভাটা বন্ধ থাকলেও ইট বের করার কাজ বন্ধ নেই।ইট বের করার কাজ তার নিজ গতিতে এগিয়ে চলছে। আসলে প্রায় সারা বছরই ইট বেচা কেনা চলে। আমরা একটি জিনিস লক্ষ্য করে দেখতে পারলাম, ভাটা টি একদম নতুন হ ওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে ইট তৈরি হয়েছে এবছর।আর এই ভাটা টি শহরের একদম পাশেই হ ওয়ায় প্রচুর পরিমাণে ইট বেচা কেনা চলছে। আসলে বেশিরভাগ ইট ভাটা গুলো গ্ৰাম এলাকার মধ্যে অবস্থিত। শহরের অনেক মানুষ গ্ৰামের এই ভাটা গুলো থেকে ইট নিয়ে যায়। আর বিশেষ করে, গ্ৰামের থেকে শহরের মধ্যে ইটের কাজ একটু বেশি।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 7 months ago 

ইটের ভাটার ভেতরে দেখতে কেমন হয় সেটা আমার জানা নেই। তবে রাস্তা দিয়ে যাওয়া আসা করার সময় প্রায় চোখে বাঁধ। আমাদের এখানে বেশ কয়েকটা রয়েছে কিন্তু কোনদিন থেমে সেভাবে দেখা হয়নি। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু দেখার সুযোগ পেলাম ইটের ভাটা সম্পর্কে।

Upvoted! Thank you for supporting witness @jswit.