"আমাদের প্রতিটি নিঃশ্বাস-ই মূল্যবান"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

আমাদের প্রতিটি নিঃশ্বাস-ই মূল্যবান:

pexels-photo-321576.jpeg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে আমাদের নেওয়া মূল্যবান নিঃশ্বাস সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।আসলে নিঃশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।তাই সময় থাকতে তার গুরুত্বকে কতটা প্রাধান্য দেওয়া উচিত সেটা নিয়েই লিখবো আজ।এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----



সাধারণ অর্থে নিঃশ্বাস বলতে বোঝায় নাসাপথে নির্গত বায়ু, শ্বাস বা দমকে।আর এই নিঃশ্বাস আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে।নিঃশ্বাস নেই তো জীবন শেষ।অর্থাৎ দম ফুরালেই জীবন ফুড়ুৎ।আকাশের উড়ন্ত পাখির মতোই নিমিষেই হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতোই।তাই জীবনের প্রতিটি পদক্ষেপে সাবধানে পা ফেলা প্রয়োজন।

জীবনের প্রত্যেক মুহূর্ত-ই সমান গুরুত্বপূর্ণ।মানুষের বা প্রাণীর প্রত্যেকটা নিঃশ্বাস জীবনকে কেন্দ্র করে।এই শরীর শুধুই নিথর,নিস্তব্ধ।নিথর শরীরে প্রাণ ফিরিয়ে আনে, সচল রাখে এবং জীবন্ত করে তুলতে সাহায্য করে নিঃশ্বাস।কাল কি হবে তা আজ কেউ বলতে পারে না।এইজন্য সময়ের সঙ্গে সঙ্গে জীবনের মূল্য বোঝা উচিত।প্রত্যেকটি মুহূর্তকে সুন্দরভাবে প্রাধান্য দেওয়া উচিত।মানুষ মরণশীল ,তাই প্রত্যেক মুহূর্তেই মানুষ ঝুঁকির মুখে থাকে।স্বল্প জীবনের প্রতিটি মুহূর্ত আরো সুন্দর করে তুলতে সমান গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

প্রতিটি নিঃশ্বাস সৃষ্টিকর্তার দান।এই জীবন যেমন মহান সৃষ্টিকর্তার দেওয়া সম্পদ তেমনি তিনি আবার কেড়েও নিতে পারেন।তাই সবসময় ঈশ্বরের প্রতি সদয় থাকতে হবে।জীবন বহমান নদীর মতো কিন্তু নিঃশ্বাস সেই নদীর দ্বাররক্ষক কিংবা পরিচালক।সেই নদীতে কখনো জোয়ার আসে ভাটা হয় কখনো বা স্রোত বয়ে যায়।তাই আমাদের প্রতিটি নিঃশ্বাস-ই অত্যন্ত মূল্যবান।

আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের পোস্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

হুম আপু। আমরা প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট করতে ভালোবাসি এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাবধানে পা ফেলা উচিত কিন্তু আমরা কিছু না ভেবে পা ফেলে দিয় কিন্তু মাঝে মাঝে জীবনটা ফুড়ুৎ করে উড়ে যাওয়ার মতো হয়ে যায়। আমরা সব সময় মন খারাপ করে থাকি। আসলে মানুষ আশায় বাঁচে। আমাদের প্রতিটা সুন্দর মুহূর্তকে প্রাধান্য দেয়া উচিত এবং মানুষ মরণশীল। আজ আছি কাল নাও থাকতে পারি।সৃষ্টিকর্তা যেমন জন্ম দিয়েছেন তিনি কেড়েও নিতে পারেন তাই আমাদের সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে।

 2 years ago 

আপনার গঠনমূলক সুন্দর মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন, আমাদের প্রতিটি নিশ্বাসই অনেক বেশি মূল্যবান। প্রত্যেকটা মানুষ এবং প্রাণীর প্রত্যেকটা নিঃশ্বাস জীবনকে কেন্দ্র করে। আসলে একটা মানুষের নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে সে মৃত্যুবরণ করে। আর সৃষ্টিকর্তা চাইলেই একটা মানুষের নিঃশ্বাস সঙ্গে সঙ্গে কেটে নিতে পারেন। আপনি অনেক সুন্দর করে পুরো পোস্টটা লিখেছেন। খুব দারুণ ছিল সম্পূর্ণটা।

 2 years ago 

ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

দিদি আপনার কথার সাথে আমি পুরোপুরি ভাবে একমত। আপনি একেবারে সত্য কিছু কথা তুলে ধরেছেন আজকের এই পোস্টে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা মানুষের জন্য তার প্রত্যেকটা নিঃশ্বাস অনেক বেশি মূল্যবান। আর এখন আমরা আছি হয়তো আমরা কালকে না থাকতে পারি। প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা নিঃশ্বাস আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আর আমাদের মৃত্যুটাও ঘনিয়ে আসছে। আর এই টা তুলে ধরে সম্পূর্ণ পোস্ট লিখেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনার কাছে আমার পোস্টটি ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম,অনেক ধন্যবাদ আপনাকে ও।

 2 years ago 

দম ফুরালেই জীবন ফুড়ুৎ

এটা একদম বাস্তব সত্য দিদি। মারা গেলেই আমাদের সব শেষ। তবে মানুষের মনে আমাদের জায়গা করে নিতে হয় কর্মের মাধ্যমে অথবা ভালো আচরণের মাধ্যমে।

 2 years ago 

কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে পৃথিবীতে ঠিকই বলেছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু আমাদের এই ছোট্ট জীবনে প্রতিটি নিঃশ্বাস খুবই মূল্যবান। আমাদের উচিত প্রতিটি মূহুর্ত নিজের মতো করে উপভোগ করা এবং প্রতিটি কাজ সতর্কতার সাথে করা। কারণ এই ছোট্ট জীবনে যদি বারবার ভুল করতে থাকি,তাহলে ভুলে ভুলে জীবন শেষ হয়ে যাবে। উপভোগ করতে পারবো না এবং জীবনে ভালো কিছুও করতে পারবো না। সর্বোপরি চেষ্টা করতে হবে জীবনের প্রতিটি মূহুর্ত উপভোগ করার এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে হবে। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই ছোট্ট জীবনে কোনো কাজ করার আগে ভেবে করা উচিত, ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আমাদের প্রত্যেকের জীবনে এই নিঃশ্বাসটুকুর অনেক দাম।এই নিঃশ্বাস নেই তো আমরা ও নেই।আল্লাহ এই নিঃশ্বাসটুকু দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন।তিনি চাইলেই নিয়ে নিতে পারেন।তাই আমাদের শুকরিয়া করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামীনের। ধন্যবাদ দিদি সুন্দর করে গুছিয়ে লিখে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।