পাঠ্যপুস্তকের একাল সেকাল

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে এমন একটা ব্যাপার নিয়ে লেখালেখি করতে এসেছি। যে লেখাটি সম্পর্কে আপনারা হয়তো আগেও অনেক লেখা কিংবা আর্টিকেল পড়ে থাকবেন। কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে, যে ব্যাপারগুলো সম্পর্কে নিজের মতামত শেয়ার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি আমি। তো আজকের ব্যাপারটি ও তাই। অর্থাৎ আজকে আসলে এই ব্যাপারটি আমার মাথায় এসেছে, আমার একজন শিক্ষক এর কারণে।

আমি আমার শিক্ষক এর ওই কথাটি এখানে লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং ব্যাপারটি হলো, আগে আমরা পাঠ্যপুস্তাতে পড়তাম যে আমার বাবা কৃষক। অর্থাৎ বিভিন্ন গল্প কিংবা ট্রান্সলেশন এবএসব কিন্তু আমাদের ট্রান্সলেট করতে হতো।কিন্তু এখন এর পাঠ্যপুস্তক এর গল্প গুলোর ব্যাপার স্যাপার অনেক বড়লোকি। অর্থাৎ এখন অন্তত আর যাই হোক, স্টুডেন্টদের এটা আর পড়তে হয় না যে আমার বাবা শিক্ষক কিংবা আমার বাবা কৃষক। অর্থাৎ আগে বইগুলোতে যেগুলো ছিলো ।

আসলে আমাদের ঐ শিক্ষক অর্থাৎ স্যার এই কথাটি বলার কারণ হলো। আমরা যতো বেশি ডাউন টু আর্থ থাকবো, ততোই আমরা আসলে মানুষের মতোন মানুষ হতে পারবো।তার কারণ হলো আমরা আসলে যখন ছোটবেলা থেকেই সবকিছু অনেক বেশি বেশি পাই এবং সবকিছু সম্পর্কে একটু অহংকার আমাদের মনের মধ্যে তৈরি করে দেওয়া হয়। সেটা কিন্তু যত বড় হই আমাদের মধ্যে ততো বেশি গ্রো করতে থাকে।সে কারণে আসলে পাঠ্যপুস্তকে এর শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের পাঠ্যপুস্তক থেকে এমন একটি শিক্ষা পাই। যেটা আমরা খুব ছোটবেলা থেকেই রপ্ত করা শুরু করি। তাই ছোটবেলা থেকেই যদি এসব ভুল জিনিসপত্র শিখি। তাহলে ভবিষ্যতে গিয়ে আমরা এসব ই আমাদের কাজে প্রতিফলন ঘটাবো। অর্থাৎ আমি উপরে শুধুমাত্র একটি রূপক অর্থে উদাহরণ দিয়েছি। কিন্তু আমার মূল বক্তব্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

ABB.gif