আর্টঃ মাশরুমের ক্যানে সুর্যমুখি ফুলের বাগান অঙ্কন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শে জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ পুরাতন মাশরুমের ক্যানে সূর্যমূখি ফুলের বাগান অংকন করে ফুলের টব বানিয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করবো।এ ধরনের বাতিল করা জিনিসগুলো কাজে লাগাতে আমার বেশ ভালো লাগে। তাই এগুলো ফেলে না দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে ব্যবহার করি। আর দেখতেও বেশ সুন্দর লাগে।আজ আমি পুরাতন মাশরুমের ক্যানে আর্ট করে ফুলের টব বানিয়েছি। এই ধরনের টবে ছোট ধরনের যে কোন গাছ রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। আর এটা ঘরের ভিতর রাখলে বেশ সুন্দর লাগে। আমিও একটি ছোট গাছ লাগিয়ে ঘরে রেখেছি। বেশ ভালই লাগছিলো দেখতে। তবে এই ধরনের ক্যানে ক্যাকটাস জাতীয় গাছ গুলো রাখলে বেশি সুন্দর লাগেবে। আশাকরি সুর্যমূখি বাগান আঁকা ফুলের টবটি আপনাদের ভালো লাগবে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি পুরাতন মাশরুমের ক্যান,পোস্টার রং সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক,ফুলের টবে সুর্যমূখি বাগান আর্ট করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।মাশরুমের পুরাতন ক্যান
২।বিভিন্ন রং এর পোস্টার রং
৩।তুলি
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে পুরাতন ক্যানটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রং করার জন্য শুকনো কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি। যাতে রং ভালোভাবে বসে।
ধাপ-২
সম্পূর্ণ ক্যানটিকে সাদা রং করে নিয়েছি।
ধাপ-৩
হাল্কা ও ডিপ সবুজ দিয়ে কিছু ডালপালা এঁকে নিয়েছি।
ধাপ-৪
আকাশী রং দিয়ে কিছু মেঘ এঁকে নিয়েছি।
ধাপ-৫
এবার হলুদ ও খয়েরি রং দিয়ে কিছু সূর্যমূখি ফুল এঁকে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম একটি ফুলের টব পুরাতন মাশরুমের ক্যান দিয়ে।
উপস্থাপন
আশাকরি ,আজকে পুরাতন মাশরুমের ক্যান দিয়ে বানানো ফুলের টবটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৮ শে জুলাই, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1949860901206565140
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি সব সময় নতুন কিছু করেন। আর এরকম ভাবে পেইন্টিং করার কারণে গাছের টব আরও বেশি সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।
Link
https://x.com/selina_akh/status/1949863065299927511
https://x.com/selina_akh/status/1949862059677519921
মাশরুমের ক্যান এ এমন সুন্দর একটি সূর্যমুখী ফুলের বাগান অংকন করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ভীষণ সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করেছেন আপনি এই অঙ্কনটি। এমন সুন্দর কারুকার্য দেখলে ভীষণই ভালো লাগে। আপনি ভীষণ সুন্দর অঙ্কন করেছেন। ধন্যবাদ।
পুরনো একটি কৌটার উপরে দারুণ পেইন্টিং করেছেন আপনি। আপনার এই ক্রিয়েটিভ আইডিয়া খুবই ভালো লেগেছে আপু। দেখতেও খুবই চমৎকার লাগছে।