আর্টঃ পুরাতন মাশরুমের ক্যানে বোহো আর্ট।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি বোহো আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর এই বোহো আর্টটি আমি করেছি একটি পুরাতন মাশরুম ক্যান এর উপর।বোহো আর্ট দেখতে সিম্পল হলেও বেশ ভালো লাগে। আজকাল বেশ চলছে বোহো আর্ট।রেস্তোরা,অফিস এমনকি ঘর সাজাতেও এই বোহো আর্ট করা হয়। তাই আজ একটি বোহো আর্ট করে পেন হোল্ডারটি বানিয়েছি। এ ধরনের সুন্দর ডিজাইন এর পেন হোল্ডারগুলো যখন টেবিলে রাখা হয় দেখতে বেশ সুন্দর লাগে। আমি পেন হোল্ডার হিসাবে ব্যবহার করেছি। কেউ চাইলে প্যান্ট হোল্ডার হিসাবেও ব্যবহার করতে পারবেন। সেটাও দেখতে বেশ সুন্দর লাগবে। এই ধরনের ক্যানে আমরা ক্যাক্টাস জাতীয় গাছ গুলো রাখতে পারি। আশাকরি বোহো ডিজাইন এর পেন হোল্ডারটি আপনাদের ভালো লাগবে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি পুরাতন মাশরুমের ক্যান,পোস্টার রং সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক,বোহো ডিজাইন এর পেন হোল্ডারটি তৈরির বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।মাশরুমের পুরাতন ক্যান
২।বিভিন্ন রং এর পোস্টার রং
৩।তুলি
৪।আকশী সাইন পেন
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে পুরাতন ক্যানটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রং করার জন্য শুকনো কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি। যাতে রং ভালোভাবে বসে।
ধাপ-২
সম্পূর্ণ ক্যানটিকে সাদা রং করে নিয়েছি।
ধাপ-৩
সাদা রং এর উপর বিভিন্ন রং এর কালার দিয়ে বিভিন্ন শেপ এঁকে নিয়েছি।
ধাপ-৪
রং এর উপরই সাইন পেন দিয়ে একটি ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৫
এবার সাইন পেন এর উপর কালো রং দিয়ে ডিজাইনটি করে নিয়েছি।
ধাপ-৬
একইভাবে অন্য পাশে অন্য রকম একটি ডিজাইন এঁকে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো বোহো থিমের পেন হোল্ডারটি।
উপস্থাপন
আশাকরি ,আজকের বোহো ডিজাইন এর পেন হোল্ডারটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৬ই জুলাই, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Link
https://x.com/selina_akh/status/1946582553705820315
https://x.com/selina_akh/status/1946581019626537252
এই ধরনের আর্ট গুলো আমার বরাবরই অনেক ভালো লাগে। পুরাতন একটা কোটোতে রং করে একটা কলমদানি ্ তৈরি করে ফেলেছেন যেটা খুবই ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।