অবশেষে আমার পাওয়ার আপের অ্যাওয়ার্ডগুলো নিজ হাতে পেয়ে গেলাম
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আপনারা অনেকেই হয়তো জানেন কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকেই নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি।বরাবরই আমি আমার পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি, বিশেষ কোনো কারণ ছাড়া ধারাবাহিকতা বন্ধ করিনি।তাই তারই ফলশ্রুতিতে আমি ২০২২ সালে প্রথম পাওয়ার আপের জন্য বেস্ট কন্সিস্ট্যান্ট হিসাবে বর্ষ সেরা অ্যাওয়ার্ডটি পেয়েছিলাম।খুবই চমৎকার একটি ক্রেস্ট আমাকে দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু আমি বাংলাদেশে থাকি না,তাই এটি তানিয়ার বাসায় পাঠিয়ে দিয়েছিল।যদিও তানিয়া আমাকে ফটো দিয়েছিল আর এই ফটো দিয়ে একটি পোস্টও করেছিলাম।কিন্তু নিজ হাতে ক্রেস্টটি পাওয়া অথবা ছুঁয়ে দেখার সৌভাগ্য আমার হয়নি।অবশেষে তিন বছর পর আমি আমার অ্যাওয়ার্ডটি নিজ হাতে পেয়ে গেলাম।
তানিয়ার বাসায় গেলে তানিয়া আমার অ্যাওয়ার্ডগুলো হাতে তুলে দিল।চমৎকার একটি অনুভূতি ছিল।২০২২ সালে অ্যাওয়ার্ড পাওয়ার পর ২০২৩ সালে আবারও সেম অ্যাওয়ার্ড পাই।একে একে সবগুলো অ্যাওয়ার্ড তানিয়ার বাসায় জমা হতে থাকে।সে যত্ন করে অ্যাওয়ার্ডগুলো তার কাছে রেখে দেয়।প্রথম অ্যাওয়ার্ডটি ছিল ক্রেস্ট, এরপর দ্বিতীয় অ্যাওয়ার্ড একটি মগ।আরও একটি মগ পেয়েছি মডারেটর হিসেবে।খুবই ভালো লাগছে উপহারগুলো নিজ হাতে পেয়ে।এগুলো যত্ন করে ইংল্যান্ডে নিয়ে যাব।একদিন থাকবো না কিন্তু আমার উপহারগুলো রয়ে যাবে।এই উপহারগুলো মনে করিয়ে দিবে আমার বাংলা ব্লগে থাকাকালিন অনেক স্মৃতি।
যাইহোক আমার পাওয়া উপহারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। এখন একটু প্রবলেমে রয়েছি। হঠাৎ করে আমার বড় মেয়ে আর হাসব্যান্ড অসুস্থ হয়ে পড়েছে। বড় মেয়ের দুইদিন অবস্থা খুবই খারাপ ছিল। জ্বর ও বমি ছিল।গতকাল ডক্টর দেখিয়ে এখন একটু ভালো রয়েছে। কিন্তু হাজব্যান্ডের অবস্থা গতকাল থেকে খুবই খারাপ।বাইরে থেকে কাচ্চি বিরিয়ামি কিনে এনেছিল, সেটি খাওয়ার পর একটানা বমি হয়েছে, আর সাথে জ্বর।আজ মোটামুটি ভালই রয়েছে।যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন নতুন করে যেন আর কেউ অসুস্থ না হয়ে পড়ি।
আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

আসলে বাহিরের খাবার খেলে অনেক সময় সমস্যা হয়। আপনার হাসবেন্ড এবং বড় মেয়ের দ্রুত সুস্থতা কামনা করছি আপু। যাইহোক আপনি আসলেই ধারাবাহিকভাবে পাওয়ার আপ করে থাকেন। এই ব্যাপারটা সত্যিই খুব ভালো লাগে। অবশেষে পুরষ্কার গুলো হাতে পেয়েছেন,যা দেখে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাইরের পরিবেশের খাবার খেলে অনেকেরই এরকম সমস্যা হয়ে থাকে। আপনার মেয়ে এবং হাজব্যান্ড এর জন্য সুস্থতা কামনা করছি। যাইহোক আপনার অ্যাওয়ার্ড গুলি পাওয়ার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। প্রাইজ পেলে মনে অনেক শান্তি এবং সাহস জেগে ওঠে। যাই হোক প্রার্থনা করি আপনার জীবনে আগামীতেও এর থেকে যেন ভালো কিছু এচিভমেন্ট করতে পারেন।