হাজব্যান্ডের নিউ ফোন স্যামসাং এস-২৫ আল্ট্রা
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
চলে এলো হাজব্যান্ডের নতুন ফোন samsung s25 ultra।নতুন ফোন পাওয়ার আনন্দই আলাদা।দেখতে অনেক সুন্দর, সাইজেও অনেক বড়। নরমালি আমি ঘনঘন ফোন চেঞ্জ করি, কিন্তু হাজব্যান্ড সহজেই তার ফোন চেঞ্জ করে না।এর আগে হাসব্যান্ড যে ফোন ইউজ করতো সেটি ছিল S21 আলট্রা প্লাস।এই ফোনটির সাথে আমার iphone 13 pro max ফোনটি কিনেছিলাম।এরপর আমার ফোনটি হারিয়ে গেলে নতুন আইফোন ফিফটিন প্রম্যাক্স কিনেছিলাম।এখনো এক বছর হয়নি, এইতো আগামী মাসেই এক বছর পূর্ণ হবে। কম্পানি থেকে এখনই অফার দেওয়া শুরু হয়েছে পুরনো আইফোনটি দিয়ে নতুন iphone নেওয়ার জন্য। কিন্তু এত তাড়াতাড়ি এখন আর নতুন ফোন নিচ্ছি না।এই ফোনের মেয়াদ শেষ হলেই নতুন ফোন আপগ্রেড করব। নরমালি আমি সবসময় iphone ইউজ করি। এখন আইফোন ছাড়া অন্য কোন ফোনই ভালো লাগে না।আর আমার হাজব্যান্ড ঠিক উল্টো, সে samsung ছাড়া আর অন্য কোন ফোন পছন্দ করেনা।তার শুধু স্যামসাংই লাগবে।
আসলে এই দেশে ফোন কেনা ইজি আছে।কারণ সকলেই মোবাইল বিল এবং ইন্টারনেটের জন্য একটি কোম্পানির সাথে যুক্ত থাকে।তারা মান্থলি একটি পেমেন্ট কেটে নেয় যা তাদের সাথে চুক্তি করা থাকে।এছাড়া এগুলোর সাথে তারা বিভিন্ন মোবাইল অফার দেয়।আর সেখান থেকে মোবাইল নিলে প্রতিমাসে তারা একটি এমাউন্ট কেটে রাখে অর্থাৎ আপনাকে একসাথে মোবাইলের পেমেন্ট করতে হবে না।এছাড়া আরও থাকে আনলিমিটেড ফোন কল, টেক্সট মেসেজ এবং আনলিমিটেড ইন্টারনেট।এরপর মোবাইলের বিল পরিশোধ হয়ে গেলে তারা নতুন আরও অফার দেয়, কিছুটা কম দামে তারা তখন অফার দেয়।আর এ কারণেই এ দেশের বেশিরভাগ লোকজন দুই তিন বছর পর পর তাদের মোবাইল আপডেট করে থাকে।যেহেতু হাজব্যান্ডের তিন বছর শেষ হয়ে গিয়েছে তাই নতুন অফার পেয়েছে। এ কারণে নিয়ে নিল তার পছন্দের একটি ফোন।বাজারে এই ফোনের মূল্য হবে বাংলাদেশী টাকার ১ লাখ ৫০ হাজার টাকার মত।অবশ্য সে এখানে কিছুটা সেভ করেছে মানি, যেহেতু তাদের অফার ছিল।
আমার একটা আনন্দের ব্যাপার হচ্ছে তার আগের ফোনটি আমি পেয়ে গিয়েছি।কারণ আমার কাজ করতে হলে কখনো কখনো দুটি ফোন লাগে। যদিও আমার কাছে স্যামসাংয়ের অন্য আরেকটি ফোন আছে তবে সে ফোনটি অনেক ছোট, ভালোভাবে কাজ করা যায় না। হাজব্যান্ডের পুরোনো ফোনটি দেখে মনে হয় একেবারেই নতুন, কোন ড্যামেজ হয়নি এখনো।কিন্তুএখন আবার প্রবলেম আমার ছোট মেয়ে ভাগ বসিয়েছে তার লাগবে ফোনটি, যদিও তার একটি আইপ্যাড রয়েছে।সে বলছে আমি আর সে নাকি ফোনটি শেয়ার করব।যাইহোক আমিও রাজি হয়ে গেলাম কারণ ওই ফোনটি আমার অত বেশি লাগবে না।যাইহোক গতকাল অর্ডার করেছিল আজকে হাতে পেয়েছে ফোনটি। কিন্তু প্রবলেম হচ্ছে এখনকার মোবাইলে চার্জারের আইটেমগুলো ঠিকমতো দেয় না, শুধুমাত্র ক্যাবল থাকে। যাইহোক আজকে অর্ডার করে দিবো স্ক্রীন প্রটেক্টর, মোবাইল কভার সহ বাকি প্রয়োজনীয় জিনিসপত্র।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

ভাইয়ার মতো আমার ও স্যামসাং ফোন ই ভালো লাগে আপু।আই ফোন আমার ভালো লাগে না।আসলে যে যেটা ব্যবহার করে শান্তি পায় আর কি।ভাইয়া নতুন মোবাইল নিলো।বাইরে তো ভালো ই সুযোগ সুবিধা মোবাইল নেয়ার ব্যাপারে।আমাদের দেশে এমন ব্যবস্থা থাকলে ভালো হতো।সুন্দর হয়েছে আপু মোবাইলটি।ভাইয়ার পুরোনো মোবাইল মা আর মেয়ে দুজনেরই কাজে লাগবে জেনে ভালো লাগলো।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করে নিলেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।
সত্যি আপু আপনাদের ওখানকার সিস্টেমটাই অন্যরকমের। বাংলাদেশে এরকম অফার থাকলে সত্যিই দারুণ হতো। আর এই দারুন অফারের মাধ্যমে সবাই নিজেদের ফোন চেঞ্জ করতে পারতো। ভাইয়ার জন্য নতুন ফোন কেনা হয়েছে জেনে অনেক ভালো লাগলো। আর আপনিও ভাইয়ার আগের ফোন পেয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু। সাথে তো দেখছি ছোট মামনিও ভাগ বসিয়েছে।
আমিও ভাইয়ার মতো স্যামসাং লাভার। আমি ২০১০ সাল থেকে সবসময়ই স্যামসাং এর মোবাইল ইউজ করি। গত বছর স্যামসাং এস ২৪ আলট্রা কিনে এনেছি সাউথ কোরিয়া থেকে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। মোবাইলটা ইউজ করে বেশ মজা পাচ্ছি। যাইহোক এস ২৫ আলট্রা মোবাইল খুব সুন্দর। আশা করি আমাদের ভাইয়া এই মোবাইল ইউজ করে বেশ মজা পাবে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.