সিলেটের অপরূপ সৌন্দর্যের জাফলং || শেষ পর্ব
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।
দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল বাংলাদেশ থেকে ফিরেছি। আবার ফিরে এসেছি আমার রুটিনের মধ্যে।বেশ আনন্দে কেটেছিল বেশ কিছুদিন।সকলের সাথে যে ইনজয় হয়েছে তা ভোলার নয়।তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আত্মীয়-স্বজন সকলের সাথে যখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি।এর আগে কক্সবাজার সফরের কয়েকটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আরো দুই একটি পর্ব রয়েছে, পরবর্তীতে করে ফেলব। এখন আজকের পর্বে ফিরে যাচ্ছি।আজকে জাফলং এর শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।এই জায়গা নিয়ে কি আর বলবো? যত দেখি ততই শুধু দেখতে মন চায়। মন চায় না ফিরে যেতে, কি অপরূপ প্রকৃতি! চারিপাশ পাহাড়ে ঘেরা।দূরে দেখা যাচ্ছিল ইন্ডিয়ার ঘরবাড়ি।রাতের বেলায় দূর থেকে পাহাড়ের মধ্যে ঘরবাড়িগুলোর আলো যখন জ্বলছিল তখন এক অপরূপ সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছিল।সেখানে গেলে একসাথে কয়েকটি জায়গায় সৌন্দর্য উপভোগ করা যায়।রয়েছে সেখানে চা বাগান, জাফলং থেকে খুব বেশি দূরে নয়।সবচেয়ে বেশি ভালো লাগে সেখানে নৌকায় চরা।আর অপরূপ সৌন্দর্য যখন পাহাড়ের মধ্য দিয়ে পানি গুলো পড়ছিল। হ্যাঁ বন্ধুরা ঝর্ণার কথা বলছি। এর আগে যদিও কয়েকবার গিয়েছিলাম তখন ঝর্ণা দেখা হয়নি।সকলে মিলে খুব বেশি এনজয় করেছিলাম, এমনকি পানিতেও ভিজেছিলাম।
নৌকায় পার হয়ে গিয়েছিলাম চা বাগান দেখতে। খুব বেশি দূরে নয় চা বাগান।গত পর্বে চা বাগানের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
পাহাড় থেকে বড় বড় পাথরের মধ্য দিয়ে পানি গুলো পড়ছে। কি যে সুন্দর দৃশ্য তা বলে বোঝাতে পারবো না। প্রতিদিন সেখানে প্রচুর মানুষ হয়।আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল তাই মানুষ জন একটু কম ছিল।আমরা যখন যাচ্ছিলাম তখন মানুষজন ফিরছিল, অবশ্য তখনও বেশ ভালোই লোকজন ছিল।এই প্রথম আমি ঝর্ণা দেখেছিলাম সেখানে গিয়ে।এরপর মাধবকুণ্ডে গিয়েছিলাম আরও একটি ঝর্ণা দেখতে।সেখানের ফটোগ্রাফি গুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এতোটুকুই, আশা করছি জাফলং এর পর্বগুলো আপনাদের ভালো লেগেছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

প্রকৃতি প্রেমী মানুষরা বরাবরই এরকম প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয় যেটা আপনার ক্ষেত্রেও হয়েছে। প্রতিবছরই প্ল্যানিং করি যে সিলেটে ঘুরতে যাব কিন্তু কোন না কোন বাধার কার সেটা cancel হয়ে যায়। আপনার পোষ্টের ফটোগ্রাফি এবং বর্ণনা গুলি পড়ে সিলেটের জাফলং এর দারুন মুহূর্ত অনুভব করলাম। আশা করি আপু কক্সবাজারের বাকি পর্বগুলিও শেয়ার করে ফেলবেন দ্রুত।
0.00 SBD,
0.30 STEEM,
0.30 SP
সিলেটের জাফলং এবং ভোলাগঞ্জ সাদা পাথর খুবই সুন্দর জায়গা। সেখানে গিয়ে অপরূপ সৌন্দর্য দেখলে চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়। যাইহোক জাফলং গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।