দাদা বাড়িতে কিছুটা সময়

in আমার বাংলা ব্লগyesterday
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_8989.jpeg

ভাই বোন সকলের সাথে বেশ ভালই সময় কাটছে, কিন্তু প্রবলেম হচ্ছে প্রচন্ড গরম সহ্য করার মতো নয়।এরপর আবার ইলেকট্রিসিটি যাওয়া আসার ব্যাপার তো আছেই।শুনেছি এর আগে ইলেকট্রিসিটি তেমন যেত না, কিন্তু ইদানিং আমি আসার পর দেখছি প্রচন্ড প্রবলেম করছে।গতকাল সারারাত বৃষ্টি হয়েছে।ভাগ্য ভালো আমরা যেদিন দাদা বাড়িতে গিয়েছিলাম সেদিন কোনো বৃষ্টি ছিল না। আমরা আসার পর ফরিদপুরে কোন বৃষ্টি হয়নি। গতকাল সারারাত প্রচুর বৃষ্টিপাত হয়েছে।এত বৃষ্টি হয়েছে কিন্তু তারপরও প্রচন্ড গরম, গরম একটুও কমেনি।যাইহোক মঙ্গলবার আমরা আমাদের দাদা বাড়িতে গিয়েছিলাম।দাদা বাড়িতে গেলেই শুধু চারিদিকে ছোটবেলার স্মৃতি।বেশি স্মৃতি রয়েছে বাবার সাথে।মাঠ-ঘাট, বাজার, মেলা সব জায়গায় বাবা আমাদেরকে নিয়ে যেতেন।যখন আমি খুব ছোট ছিলাম তখন বাবা শহরে চলে আসেন তার চাকরির সুবাদে।ছোটবেলায় অনেক স্মৃতি এখনো আমার মনে রয়েছে। খুব মিস করতাম আমার গ্রামকে যখন শহরে চলে এসেছিলাম।এরপর বাবা প্রতি সপ্তাহে যখন দাদা বাড়িতে যেতেন তখন তার সাথে পিছু নিতাম।বাবা নেয়ে যেতেন সাথে করে।বাস থেকে নেমে গ্রামের মাঠের মধ্যে হেঁটে হেঁটে বাবার সাথে যেতাম।খুব বেশি ইনজয় করতাম তখন।আজ সেই মাঠ-ঘাট দেখে বাবার কথা খুব মনে পড়ছিল।বাবা ছাড়া কোনদিনও বাবার বাড়িতে যাইনি।এই প্রথম বাবা ছাড়া গ্রামের বাড়িতে গিয়েছিলাম।খুব বেশি মিস করি বাবাকে।

IMG_8987.jpeg

IMG_8985.jpeg

গ্রামের এই পথ গুলো কত পরিচিত, কিন্তু এখন পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে, চেনাই যায় না।

IMG_8989.jpeg

এটি আমার অতি পরিচিত কুমার নদী।ছোট বেলায় সবাই মিলে অনেক গোসল করেছি এই নদীতে।অনেক স্মৃতি রয়েছে এই নদীকে ঘিরে।

IMG_8990.jpeg

পাট, সুন্দর করে গুছিয়ে রেখেছে।ছোটবেলায় পাটের সিজনে দেখেছি চারিদিকে শুধু পাট আর পাট।

IMG_8983.jpeg

আমার খুবই অপছন্দের জাতীয় ফল কাঁঠাল।

দাদা বাড়িতে যাওয়ার আগে আমার সকল চাচাতো, ফুফাতো বোনদেরকে বলেছিলাম বাড়িতে আসার জন্য। দুই তিন জন ছাড়া সকলেই এসেছিল, খুবই ইনজয় করেছিলাম সকলের সাথে। ৪-৫ ঘণ্টা সকলের সাথে বেশ গল্পগুজব করেছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে প্রচন্ড গরম বেশি ঘোরাফেরা করতে পারিনি। কয়েকজন প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে।গরমে বাচ্চাগুলো খুবই ক্লান্ত হয়ে পড়েছিল তাই দ্রুত চলে এসেছিলাম। অবশেষে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আবার ফিরে এলাম আমাদের বাসায়।

আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Wow, @tangera, this post is absolutely captivating! Your journey back to your দাদা বাড়িতে is so beautifully written, and the photos perfectly complement your heartfelt reflections. It's touching to hear about your childhood memories and the connection you feel to your village, especially the memories of your father. I can almost feel the heat you describe, but your storytelling makes it all worthwhile.

The images of the কুমার নদী and the পাট are particularly evocative, and it's fascinating to see how the landscape has changed over time. Thank you for sharing such a personal and engaging story with us. I'm sure many others can relate to the feeling of returning to familiar places and the memories they hold.

I encourage everyone to read @tangera's post and share their own stories of nostalgia and connection to their roots in the comments! What are some of your fondest childhood memories? Let's create a space for sharing and reminiscing!