SBD recovery case #1 : beneficiary rme [round 01]

This post is made for recovering lost SBD : 1470

Recovered so far : 0.00 SBD


কফি হাউজে খাওয়া দাওয়া (২৫০+ ওয়ার্ডস)


IMG_20230912_162219.jpg


গত বছর কফি হাউজে গিয়ে কফি খেয়ে এসেছিলুম আমরা সবাই মিলে । কফি হাউজ আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টা খানেকের পথ । তবে মান্না দে'র সেই বিখ্যাত গানের লাইনের সাথে স্মৃতি বিজড়িত কফি হাউজে আমরা মাঝে মধ্যে যাই কফি খেতে । কফি হাউজে কফি সহ সব খাবারের দাম দিন দিন যেমন বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে কমছে তার কোয়ালিটি । সত্যি, ভাবতে অবাক লাগে যে মাত্র ৩-৪ বছরের মধ্যে কফি হাউজে খাবারের কোয়ালিটি এতটা হ্রাস পাবে । আর দাম তো এখন আকাশ ছোঁয়া ।



তবে, এখনো শুধু যাই নস্টালজিয়ার কারণে । গতবার গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম । মেন্যু কার্ডে তো হরেক রকম আইটেমই ছিল । তবে কোনোটারই তেমন কোনো টেস্ট পাইনি ।


আমরা কী কী নিয়েছিলাম এতদিন পরে সঠিক মনে করতে পারছি না, তবে ছবি তো তোলা ছিল, তাই ছবি দেখে দেখেই কয়েকটি আইটেমের নাম বলছি এখানে । আসলে কলেজ স্ট্রীটে আমি মাঝে মাঝেই যাই বই কিনতে । দুপুরে খিদে লেগে গেলে লাঞ্চ করি কফি হাউজে । তাই একটু ভারী খাবার দাবারই অর্ডার করি । লাঞ্চ বলে কথা !

তবে, সেবার আমরা ভিসা অফিসে গিয়েছিলাম । সেখানে কাজ সারতে সারতে দুপুর গড়িয়ে গিয়েছিলো । তাই, ভাবলাম সল্টলেকে খাওয়ার চাইতে কলেজ স্ট্রীটে গিয়ে কফি হাউজে লাঞ্চ করি । কিছু বইও কেনা হয়ে যাবে । অর্থাৎ, রথ দেখাও হবে আর কলা বেচাও হবে ।


এবার বলি আমরা কী কী আইটেম অর্ডার দিয়েছিলাম লাঞ্চে -

০১. কবিরাজি ফিশ কাটলেট
০২. চিকেন স্যান্ডউইচ
০৩. এগ চিকেন ফ্রাইড রাইস
০৪. চিলি চিকেন
০৫. চিকেন কষা
০৬. এগ চিকেন চাউমিন
০৭. কফি


নিচে কিছু খাবারের ফোটো দিলাম -


কবিরাজি ফিশ কাটলেট


চিকেন স্যান্ডউইচ


এগ চিকেন চাউমিন ও চিলি চিকেন


এগ চিকেন ফ্রাইড রাইস


চিকেন কষা


Sort:  
 last year 

এই মাঝ রাতে খাবার গুলো দেখছিলাম, আর মনে মনে ঢেকুর তুলছিলাম। সেদিন সময়টা যে আপনাদের কফিহাউজে বেশ ভালো কেটেছে, তা কিন্তু লেখাটা পড়ে বুঝতে পারলাম ভাই।

Loading...
 last year 

কফি হাউজের সামনে দিয়ে গিয়েছিলাম আমরা, কিংপ্রস ভাই দূর হতে দেখিয়েছিলেন এটা সেই বিখ্যাত কফি হাউজ। এখন মনে হচ্ছে ভিতরে না গিয়ে ভুল করেছি, পরের বার অবশ্যই যাবো লোভনীয় খাবারগুলোর স্বাদ চেক করার জন্য।

 last year 

কথাটা একদম ঠিক, কফি হাউসের জিনিসের দাম যেমন বেড়েছে তেমনি তাদের জিনিসের মান হ্রাস পেয়েছে। তবে কফি হাউসের ভেতরের পরিবেশটা দারুন লাগে। সারাক্ষণ গম গম করছে।

 last year 

সব জায়গায় একই অবস্থা দেখছি দাদা। যে নামকরা কফি হাউজ গুলো সেখানে দামের বেলায় ষোল আনা কিন্তু খাবারের কোয়ালিটির বেলায় একদমই নেই ।যাইহোক, অনেক আগে গিয়েছিলেন কফি হাউসে সেইসময়ের মুহূর্তের দৃশ্য আজকে দেখতে পেয়ে ভালই লাগলো । যেটা আপনার স্মৃতি চারণ হলো আমরা উপভোগ করলাম সব মিলিয়ে দারুন ছিল।

Posted using SteemPro Mobile

 last year 

দাদা সেই পোস্টটি আমি পড়েছিলাম। আপনারা বাংলাদেশে আসার জন্য ভিসা অফিসে গিয়েছিলেন এবং সেখান থেকেই এই কফি হাউজে গিয়েছিলেন লাঞ্চ করার জন্য। এটা ঠিক কফি হাউজের খাবারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং সেই তুলনায় খাবারের কোয়ালিটি অনেকটাই হ্রাস পেয়েছে। যাইহোক খাবারের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ লোভনীয় লাগছে দাদা। ফিশ কাটলেট এবং চিকেন কষা আমার ভীষণ পছন্দ। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 last year 

খাবারের মেনু গুলো দেখলাম দেখে তো বোঝা যাচ্ছে দামও বেশ নেবে। তাছাড়া খেতেও খুবই সুস্বাদু হবে। এত সুন্দর খাবারের রিভিউ দিলেন আপনি। আপনার আজকের পোস্টের মাধ্যমে সেই কফি হাউজের বিস্তারিত কিছু জানতে পারলাম। তাছাড়াও খাবার সম্পর্কে আপনি বেশ ভালোই ধারণা দিলেন। অনেক ভালো লাগলো পড়ে।

 last year 

আহা সেই কফি হাউস! কোনদিন যাওয়া হয় নি ঠিক ই। তবে এত জায়গায় এত বর্ণণা পড়েছি, যেন খুব চেনা পরিচিত জায়গা বলেই মনে হয়। তবে দাম বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে মান খাবারের কমে যাচ্ছে বলে মন খারাপ হলো। দেখা যাবে আমার যখন যাওয়ার সুযোগ এবং সামর্থ্য হবে, কফি হাউজে তো যাবোই। তখন কি একরাশ মন খারাপ নিয়ে ফিরতে হবে! কে জানে।

Posted using SteemPro Mobile

 last year 

জীবনে অনেক বার শুনেছি কফি হাউসের সেই গানটা। কলকাতায় গিয়ে সেটা দেখে এসেছি কিন্তু সেটা বাইরে থেকে, ভেতরে যাওয়া হয়নি। পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন। এই সুযোগে ভেতরের পরিবেশটাও দেখে নিতে পারলাম । 🥰

 last year 

কফি হাউজের গানটা আসলে ভোলার মত নয়।
প্রত্যেক জায়গায় মনে হয় একি রকম যেমন নামিদামি রেস্টুরেন্ট তেমনি খাবার তুলনামূলক ভালো না। আসলে প্রতিটি জিনিসের দাম বাড়ার কারণে তারা এই সুবিধাটা নিচ্ছে। খাবারের কোয়ালিটি অতো ভালো হচ্ছে না। তবে ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু দাদা অনেক লোভনীয় লাগছে। ফিস কাটলেট চিকেন স্যান্ডউইচ অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।