নববর্ষ উপলক্ষে যেমন খুশি তেমন সাজো
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গতকালকে আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আমরা কিভাবে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছিলাম। এই আনন্দ শোভাযাত্রাতে অংশগ্রহণ করার জন্য আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা বিভিন্ন ভাবে সেজে এসেছিল। এক কথায় যেমন খুশি তেমন সাজো। সকলেই এত সুন্দর সুন্দর ভাবে নিজেদের সাজ এ স্কুলে উপস্থিত হয়েছিল যা দেখে আমরা রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি নিজেই এই যেমন খুশি তেমন সাজো ভাবে ছাত্রছাত্রীদেরকে স্কুলে নিয়ে আসার জন্য প্রথম আগ্রহ প্রকাশ করেছিলাম। আর আমার নিজের উদ্যোগেই তারা সকলেই এভাবে সেজে এসেছে। কিন্তু সত্য কথা বলতে আমি ভাবতে পেরেছিলাম না তারা এতটা সুন্দরভাবে আমাকে তাদের সাজ উপহার দিতে পারবে। আমি প্রথমে মনে করেছিলাম যে হয়তোবা তারা সাধারণভাবেই সজ্জিত হয়ে আসবে কিন্তু পরবর্তী সময়ে যখন আমি স্কুলে উপস্থিত হলাম তাদের প্রত্যেকের যেমন খুশি তেমন সাজো এর বিষয়গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের সর্বোচ্চ দিয়ে সে যে এসেছে। যেহেতু সকল ছাত্র-ছাত্রীরা সেজে এসেছিল তাই সকলের ছবি তো আর একটা পোস্টের মাঝে শেয়ার করা সম্ভব নয় তাই আমি এর মধ্যে থেকে কিছু সাজ যেগুলো আমার কাছে ভালো লেগেছে সেগুলোকে আজকে আপনাদের মাঝে পোস্টের মাধ্যমে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আপনারা যদি একটু ভালোভাবে এই যেমন খুশি তেমন সাজোর বিষয়গুলো দেখে থাকেন তাহলে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে বলে আমি মনে করি। আমি এই পর্যায়ে পর্যায়ে আপনাদের মাঝে প্রত্যেকটা সাজ এর ফটোগ্রাফি শেয়ার করছি।
বাংলা নববর্ষ কে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের এইভাবে যেমন খুশি তেমন ভাবে সজ্জিত হয়ে আসার বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ছাত্রছাত্রীদেরকে বাঙালির অতীতের সাথে পরিচয় করিয়ে দেবার জন্যই এমনভাবে সজ্জিত হয়ে আসার জন্য বলেছিলাম আর তারা আমার কথা মতোই কাজ করেছে। আমার শেয়ার করা এই পোস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন করে একটা পোস্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mostafezurr001/status/1912919991235821758?t=e_t_TwjChY56Yh-XOvYPfw&s=19
https://x.com/mostafezurr001/status/1912920649783492780?t=geY3UzFjgbg-3wx-8wjK_w&s=19
https://x.com/mostafezurr001/status/1912921187342233674?t=iM5fYHZCRwbUyPSm_wfiDQ&s=19
https://x.com/mostafezurr001/status/1912921761081151880?t=Edu6IN3ssbFWF8IMZl4THw&s=19
https://x.com/mostafezurr001/status/1912922274203881507?t=tSXthJkAy-DMjO13ycm2VQ&s=19
https://x.com/mostafezurr001/status/1912922679402992106?t=fZhRmRN_C4M8pyrw_wDPsQ&s=19
https://x.com/mostafezurr001/status/1912923166609211899?t=1cEP-ZR71Nx_4CQKK3cMBA&s=19
https://x.com/mostafezurr001/status/1912923777442455615?t=zqIHhizFd7yORMcKMB3OaA&s=19
@tipu curate 2
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 3/8) Get profit votes with @tipU :)
নববর্ষ উপলক্ষে সবাই যেমন খুশি সাজো সেজেছে তাদেরকে খুবই ভালো লাগছে। নিজের ছোটবেলার কথা মনে পড়ল। আমরাও সেই সময়ের নানা ধরনের সাজে সাজতাম। বিশেষ করে যেকোনো নামকরা বা শিক্ষনীয় মানুষকে সেজে রিপ্রেজেন্ট করতাম। খুব ভালো লাগল আপনার আজকের পোস্টটি।