টিউটোরিয়াল পরীক্ষার ফলাফল প্রকাশ
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই জানেন আমি পেশাগত ভাবে একজন শিক্ষক আর শিক্ষক হবার কারণে আমি সব সময় আমাদের স্কুলের বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি আপনাদের মাঝে আমাদের স্কুলের একটা বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আমাদের স্কুলে প্রত্যেক মাসে টিউটোরিয়াল পরীক্ষার আয়োজন করা হয় আর এর জন্য ছাত্রছাত্রীরা পরীক্ষার ভয় থেকে এখন মুক্ত হয়ে গিয়েছে। যেহেতু তারা প্রত্যেক মাসে পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে তাই পরীক্ষার যে আলাদা একটা ভয় থাকে সেটা তাদের মধ্যে আর লক্ষ্য করা যায় না।
আমরা প্রত্যেক মাসের কুড়ি তারিখের পর থেকেই আমাদের এই পরীক্ষা নেওয়ার কাজ শুরু করে দেই আর মাসের শেষ দিনে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। আমি লক্ষ্য করে দেখেছি এই পরীক্ষার ফলাফল কে কেন্দ্র করে ছাত্রছাত্রী অভিভাবক সকলের মাঝেই একটা বাড়তি আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারা যায়। পরীক্ষার ফলাফল ভালো হলে তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর পরীক্ষার ফলাফল একটু খারাপ হলেই তারা মন খারাপ করতে শুরু করে আর পরবর্তীতে ভালো ফলাফল করার জন্য চেষ্টা চালিয়ে যেতে শুরু করে।
আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেক মাসে পরীক্ষা নেই এবার ফলে ছাত্র-ছাত্রীদের অনেক উন্নতি হতে শুরু করেছে কারণ তারা পরীক্ষার ভয় যেমন পায় না ঠিক তেমনিভাবে ভালো ফলাফল করার জন্য প্রতিনিয়ত পড়ালেখার মান বৃদ্ধি করার জন্য এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল বৃহস্পতিবার ছিল আর এই বৃহস্পতিবারে মাসের শেষ দিনও ছিল আর এজন্য আমরা এই দিনটাকে নির্ধারণ করেছিলাম পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য।
পরীক্ষার এই ফলাফল কে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মনের মাঝে কেমন আগ্রহ ছিল সেটা আপনারা উপরের এই ফটোগ্রাফি দুইটা দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন যখন তারা নোটিশ বোর্ড থেকে তাদের ফলাফল দেখতে শুরু করেছিল সেই সময়ে আমি এই ফটোগ্রাফি দুইটা ধারণ করেছিলাম। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.