ক্লাসের C.R এর জন্মদিন by @robinsiddiqui...10%for shy-fox
জন্মদিন,
জন্মদিন শব্দটি শুনলেই সবার মাঝে একটা আবেগ,ভালোবাসা- ভালোলাগা কাজ করে।কারণ এইদিনে আমরা এই সুন্দর ভুবনে আমাদের যাত্রা শুরু করি।
ক্যাম্পাস লাইফে ক্লাসের কোনো বন্ধুর জন্মদিন সবাই একসাথে মিলে পালন করার কি যে মজা,সেটা যারা করেছে তারাই বলতে পারবে।
আজকের মূল ফোকাস থাকবে আমার বন্ধু বর্ষার দিকে।হ্যাঁ,ঠিক ধরেছেন; আজকের বার্থডে গার্ল আমাদের রাজশাহীর মেয়ে মেহেরুন্নেসা বর্ষা। এই প্লাটফর্মের মাধ্যমে কাউকে উইশ করার একটা সুবর্ণসুযোগ করে দেওয়ার জন্য @steemit,এবং লেভেল প্রদানে ভূমিকাসম্পন্ন @abbschool কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।
শুভ জন্মদিন বর্ষা🖤🎂
[[আমি কিন্তু ডান হাতেই খাওয়াইছি। ছবিতে উল্টা লাগছে😪]]
জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ কর;
`দুঃখের কালো ছায়া গুলো কেটে যাক তোর এই হাসিতে'
জীবনের ফোকাসগুলো অতি শীঘ্রই তোর হাতে চলে আসুক
খারাপ মোমেন্ট বা অভিজ্ঞতা থেকে পরিত্রাণ মিলুক।
তুই ভালো মনের মেয়ে,কোনো প্যাঁচ নাই
এভাবেই থাক-সুখে থাক,বাঁইচ্চ্যা থাক❤️
অর্থনীতি বিভাগের সবাইকে নিয়ে এক মুহূর্ত সময় কাটানো টা আসলেই স্মৃতি হয়ে থাকার মতো ছিল। এরকম জন্মদিন তোর হাজার হাজার বছর ফিরে আসুক সেই দোয়াই করি।
পরিশেষে ধন্যবাদ জানাই এই প্লাটফর্মের সকল সদস্য এবং ফাউন্ডারকে এরকম একটা প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য। আর হ্যাঁ, স্পেশাল বিরিয়ানির ট্রিটের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাদের আনন্দময় পরিবেশ দেখেই বুঝা যাচ্ছে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। জন্মদিনের মজা একটু ভিন্ন ধরনের মজাই হয়। আমরাও এমন সুন্দর সময় কাটাই যখন কারো জন্মদিন থাকে। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
আপনার পোষ্টটি দেখে আমার স্কুল জীবনের কথা মনে পরে গেল। আমার বাংলা ব্লগ কমিউনিটির কিছু নিয়ম আছে যেটা আপনি আস্তে আস্তে শিখছেন তবে আপনার পোস্টটি অনেক ছোট হয়ে গিয়েছে পরবর্তীতে পোস্ট একটু বড় করে লিখলে ভাল হত।
আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ
আপনার পোস্টটা পড়ে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া খুব সুন্দরভাবে বার্থডে পার্টি ইনজয় করেছেন আপনার উপস্থাপনা ও যথেষ্ট ভাল ছিল ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া
ধন্যবাদ ভাই
খুবই আনন্দ মুখর দিনের সময়টুকু আমাদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন ভাইয়া। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার বান্ধবীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা বন্ধু-বান্ধব মিলে এভাবে সব সময় মিলেমিশে পাশাপাশি থাকবেন এই কামনা করছি। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার জন্যও শুভ কামনা থাকলো ভাই
আসলেই জন্মদিন কথাটা শুনতে একটু অন্যরকম ভালো লেগে ওঠে। আর আপনি খুব সুন্দর ভাবে জন্মদিনটি পালন করেছেন এবং এই জন্মদিন পালনের মাধ্যমে আমাদের পুরনো দিনের স্মৃতিগুলো জাগ্রত হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সুস্থ থাকুন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় কামনা করি।
আপনাকেও ধন্যবাদ ভাই
প্রথমেই আপনার বান্ধবিকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধু-বান্ধব মিলে কারোও জন্মদিন সেলিব্রেট করার সময় অনেক ভালো লাগা কাজ করে সবারই। খুব সুন্দর সময় কেটেছে আপনার তা পিক দেখে বুঝতে পারছি। আমাদের সাথে আপনার সুন্দর মুহূর্ত ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। ভালো থাকবেন সব সময়। নিজের যত্ন নিবেন। আপনার জন্য দোয়া রইলো। 😍
ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য