তনুজা বৌদির জন্মদিনে আমার উপহার❤️||[১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ের সবচেয়ে প্রিয় আমাদের @tanuja বৌদির আজ জন্মদিন। আমি সর্বপ্রথম তনুজা বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। তনুজা বৌদির এই বিশেষ দিনে তাকে আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার দিতে যাচ্ছি। যদিও এই উপহারটি খুবই সামান্য। তবে এর সাথে মিশে রয়েছে আমার অনেক ভালোবাসা। আমাদের প্রিয় বৌদির জন্মদিনে আজ আমি আমার তৈরি করা এই ফুলের তোড়াটি বৌদিকে উপহার দিচ্ছি।
❤️তনুজা বৌদির জন্মদিনে আমার উপহার:❤️


তনুজা বৌদি আমাদের সকলের প্রিয়। কারণ তিনি অনেক ভালো মনের একজন মানুষ। তার মত মানুষ খুব কম রয়েছে। সত্যি কথা বলতে তনুজা বৌদি একদম সহজ সরল ও ভালো মানের একজন মানুষ। কিছু কিছু মানুষের প্রতি ভালোবাসা মন থেকে তৈরি হয়। যে পরিবার আমাদেরকে আমার বাংলা ব্লগ পরিবারের মতো একটি প্লাটফর্মে কাজ করার সুযোগ করে দিয়েছে সেই পরিবারের মধ্যমনী হচ্ছে আমাদের তনুজা বৌদি। আর তিনি সবসময় আমাদের পাশে থাকেন। তনুজা বৌদির এই বিশেষ দিনে আমরা সকলে মিলে সেই সময়টা উপভোগ করতে চাই। প্রিয় মানুষকে জন্মদিনের উপহার দিতে খুবই ভালো লাগে। তাই আমি আমাদের সকলের প্রিয় তনুজা বৌদিকে তার জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে সামান্য একটি ফুলের তোড়া উপহার দিয়েছি। আশা করছি আমার তৈরি করা এই ফুলের তোড়া বৌদির কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পেন্সিল।

🌹ফুলের তোড়া তৈরীর ধাপসমূহ:🌹
❤️ধাপ-১❤️


গোলাপ ফুল তনুজা বৌদির খুবই প্রিয়। তাই আমি তনুজা বৌদির জন্য গোলাপ ফুলের তোড়া উপহার দিয়েছি। গোলাপ ফুলের তোড়া তৈরি করার জন্য প্রথমে আমি লাল রঙের রঙিন কাগজ নিয়েছি। এরপর আমি কাগজটি ভাঁজ করেছি।
❤️ধাপ-২❤️


আমি লাল রঙে রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করার জন্য কাগজটি আবারো ভাঁজ করেছি। ভাঁজ করা হয়ে গেলে আমি প্রথমে পেন্সিল দিয়ে চিকন করে এঁকে নিয়েছি। উপরের ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এই কাগজটির উপর এঁকেছি।
❤️ধাপ-৩❤️


এবার দাগ অনুযায়ী কাঁচি দিয়ে সেই কাগজটি কেটে নিয়েছি। আমি খুব সাবধানতার সাথে প্রতিটি দাগ অনুযায়ী কাগজটি সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি।
❤️ধাপ-৪❤️


কাগজ কাটা হয়ে গেলে এবার আমি সব গুলো খুলে খুলে আলাদা করে নিয়েছি। আমি যেহেতু কাগজটি অনেকগুলো ভাঁজ করেছিলাম তাই অনেকগুলো অংশ তৈরি হয়েছে।
❤️ধাপ-৫❤️


এবার আমি ফুল তৈরি করার জন্য প্রথমে গোলাপ ফুলের আকৃতি অনুযায়ী কাগজগুলো পেঁচানোর চেষ্টা করেছি।
❤️ধাপ-৬❤️


বৌদির যেহেতু লাল রংয়ের গোলাপ ও বিভিন্ন রঙের গোলাপ ফুল পছন্দ তাই আমি বৌদিকে উপহার দেওয়ার জন্য গোলাপ ফুল তৈরির চেষ্টা করেছি। গোলাপ ফুল তৈরি করা হয়ে গেলে শেষের অংশে আঠা লাগিয়েছি যাতে ফুলটি খুলে না যায়।
❤️ধাপ-৭❤️


এভাবে আমি ধিরে ধিরে গোলাপ ফুল গুলো তৈরি করে নিয়েছি। আমার তৈরি করা লাল গোলাপ গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর বৌদির জন্য লাল গোলাপ তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে।
❤️ধাপ-৮❤️


এবার আমি ফুলের তোড়া তৈরি করার জন্য একটি সবুজ রঙের কাগজ নিয়েছি। ফুলের তোড়া সুন্দর করার জন্য কাগজটি আমি কোনাকুনিভাবে ভাঁজ করে তোলার আকৃতি তৈরি করেছি।
❤️ধাপ-৯❤️


এবার কাগজের তৈরি তোলার নিচের অংশটি সাদা কাগজের উপর আঠা দিয়ে লাগিয়েছি।
❤️ধাপ-১০❤️



এরপর আমি আমার তৈরি করে রাখা গোলাপ ফুল গুলো দিয়ে তোড়া তৈরি করার জন্য আঠা দিয়ে ফুলগুলো লাগিয়েছি। আমি ধীরে ধীরে বেশকিছু ফুল লাগিয়েছি।
❤️ধাপ-১১❤️


গোলাপ ফুল দিয়ে তৈরি তোড়াটি দেখতে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আমি বেশ কিছু অংশে ফুলগুলো সুন্দর করে লাগিয়েছি। যাতে করে এই ফুলের তোড়াটি আমাদের বৌদির পছন্দ হয়।
❤️ধাপ-১২❤️

আমি আমার তৈরি করে রাখা লাল গোলাপ ফুল গুলো তোড়াটির উপরের অংশে সুন্দর করে লাগিয়েছি।
❤️ধাপ-১৩❤️


ফুলের তোড়া সুন্দর করে তৈরি করা হয়ে গেলে এবার দেখতে আরো বেশি সুন্দর করার জন্য নিচের অংশে লাগানোর জন্য একটি কাগজ লম্বা করে কেটে নিয়েছি।
❤️শেষ ধাপ❤️


এবার ফুলের তোড়াটি দেখতে আরো সুন্দর করে তোলার জন্য আমি লম্বা করে কেটে রাখা কাগজটি নিচের অংশে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
❤️উপস্থাপনা:❤️

তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আমি তাকে গোলাপ ফুলের তোড়া উপহার দিয়েছি। এজন্য আমি আমার তৈরী এই তোড়াটি সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি তনুজা বৌদির জন্মদিনে আমার পক্ষ থেকে পাঠানো ছোট্ট উপহার বৌদির ভালো লাগবে।
➡️
➡️ ভার্চুয়াল পাবে বৌদির জন্য আপনার উপহারটা খুবই অসাধারণ ছিল । এটি খুবই দুর্দান্ত হয়েছে। এটি দেখার পর বৌদি অনেক খুশি হবে। আপনি খুব সুন্দর করে অনেক যত্ন করে করে এটি তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার উপস্থাপনা টা খুবই ভালো ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
বৌদির জন্য তৈরি করা উপহারটি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো ভাইয়া। প্রিয় মানুষটির জন্য যত্ন করে উপহার তৈরি করতে ভালো লাগে। আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
শুভ জন্মদিন, আজ আমাদের সকলের প্রিয় তনুজা বৌদির শুভ জন্মদিন। দোয়া করি তনুজা বৌদি ও তার পরিবার সারাজীবন সুখে থাকুক, সারা জীবন হাসি খেলে কাটাতে পারে সেই প্রার্থনা করি। আপু আপনি খুবই সুন্দর ভাবে তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে কাগজের তৈরি একরাশ গোলাপ ফুল উপহার দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
জ্বী ভাইয়া আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি আমাদের প্রিয় তনুজা বৌদিকে একরাশ গোলাপ ফুল উপহার দেওয়ার জন্য। দারুন একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আপু এত সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করেছেন। খুব সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর একটি উপহার আশা করছি তনুজা বৌদির খুব ভালো লাগবে। আমার পক্ষ থেকেও তনুজা বৌদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। অনেক সুন্দর করে পুরো জিনিসটি তৈরি করার ধাপগুলো উপস্থাপন করেছেন। এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আমার তৈরি করা ফুলের তোড়াটি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক খুশী হলাম আপু। আশা করছি আমার এই ছোট্ট উপহার বৌদির অনেক পছন্দ হবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমার মনে হয় ভার্চুয়াল এর মধ্য আপনার উইশ করাই সেরা অনেক দক্ষতার পরিচয় দিয়েছনে,আপনি অনেক ভালো কাজ করছেন। আপনার জন্য শুভ কামনা রইল।
সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে বৌদিকে উইশ করার। সেরা মানুষটিকে সেরা উইশ করাই আমাদের মূল লক্ষ্য।
ওয়াও আপু আপনার ফুলের তোড়াটা সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। বৌদি দেখে অবশ্যই খুব খুশি হবে। আমার কাছেও খুব ভালো লেগেছে। আর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
আমার তৈরি করা গোলাপ ফুলের তোড়াটি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপন করার। আশা করছি আমাদের প্রিয় বৌদির এই ফুলের তোড়াটি ভালো লাগবে।
এত সুন্দর গোলাপের তোড়া পেয়ে নিশ্চই তনুজা বৌদির মন ভালো হয়ে যাবে। চমৎকার টকটকে লাল গোলাপ বানিয়েছেন।বৌদির জন্য শুভেচ্ছা আর আপনার জন্য শুভকামনা।
সুন্দর একটি ডাই তৈরি করেছেন বৌদিকে উইশ করে। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। অনেক সুন্দর ভাবে বিবরণ দিয়েছেন। এতে বুঝতেও সুবিধা হয়েছে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
বৌদির জন্য আপনার উপহার দেখে অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজের মাধ্যমে বৌদির জন্য উপহার তৈরি করেছেন আমার কাছে বিষয়টি বেশ ইউনিক লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
বৌদির জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি ফুলের তোড়া বানিয়েছেন। বউদি নিশ্চয় খুশি হবে এটা দেখলে। আপনাকে ধন্যবাদ আপু
প্রিয় বৌদি কে অনেক অনেক শুভেচ্ছা রইলো জন্মদিন এর। সাথে আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটা জিনিস বৌদিকে উপহার হিসেবে দিয়েছেন।