আমার জন্মদিন এর কিছু সুন্দর মুহুর্ত।
মামী তো আমার উপহার জন্মদিন এর আগের দিনই পাঠিয়ে দিয়েছিল। তবে জন্মদিন যে আমার মা এভাবে পালন করবে আমি যানতাম না। কারন রাত বারো টার পর মা,শ্যামসুন্দর দাদা, মামা, মামী সকলে আমাকে শুভেচ্ছা জানালো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কারন ২৬ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত নিরামিষ ছিল,তাই কি আর আয়োজন হবে।
কিন্তু জন্মদিন এর দিন ঘুম থেকে উঠে দেখি মা সব্জি কাটছে।
আমি বললাম এত সব্জি কেনো।মা বললো নিরামিষ তো কি নিরামিষ দিয়েই জন্মদিন হবে।তোর দাদা, বিন্দু ও আমার কাকাতো ভাই দের দাওয়াত দিয়েছিলো।
এরপর মা পরমান্ন,নাবড়া,লুচি,পায়েস,বুটের ডাল,মিস্টি কুমড়া বেসন দিয়ে ভাজি করল।
সন্ধ্য লাগলে দাদারা আসলো।কেক কেনা হয়নি, কারন ডিম ছাড়া কেক পাওয়া একটু মুসকিল। তাই পায়েস কেটে জন্মদিন পালন করলাম। বুদ্ধি টা দাদার।
এবার সবাই কে পায়েস খাওয়ালাম। দাদা উপহার দিলো আমাকে
এবার সবাই মিলে ভোজন শুরু করলাম। ভোজন শেষ এ অনেক ক্ষন ধরে আমরা মজা করলাম।
এভাবে বেশ আনন্দে কাটল আমার জন্মদিন টি।
আপনারা আমার জন্য দোয়া/আর্শীরবাদ করবেন, যাতে আমি আমার মায়ের ইচ্ছা পূরণ করতে পারি।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া। যদিও কয়েকদিন দেরি হয়ে গেছে। ২৬ তারিখে আপনার জন্মদিন ছিল আর দারুন সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। আপনার মামি আপনার জন্য বেশ ভালো আয়োজন করেছে ভাইয়া।
"Happy birthday! 🎉🎂 It looks like you had an amazing celebration with delicious food and quality time with loved ones. The photos are making me hungry! 😋 I hope your day was as wonderful as it seems.
Please accept my warmest wishes on this special day. May your dreams and aspirations continue to inspire and guide you in the days ahead.
Also, don't forget to wish me a happy birthday (even though it's not today 😉) by upvoting and commenting on my posts! And if you haven't already, please consider voting for xpilar.witness at https://steemitwallet.com/~witnesses. Your support means the world to us!"