🐦গাছের ডালে পাখিসহ তাদের বাসার ম্যান্ডেলা আর্ট🐦
আমার বাংলা ব্লগের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনেকদিন পর আবারও ম্যান্ডেলা আর্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে গাছের ডালে দুটি পাখিসহ তাদের বাসার ম্যান্ডেলা আর্ট নিয়ে এসেছি। আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। এই ধরনের আর্ট দেখতেও খুব সুন্দর লাগে। আমার এই আর্ট করতে অনেক সময় লেগেছিল। ছোট ছোট কাজের জন্য এই আর্ট আমার কাছে বেশি ভালো লাগে। এই আর্ট করতে যেমন ধৈর্য্যের প্রয়োজন তেমনি যথেষ্ট সময়েরও প্রয়োজন। এই আর্ট রঙিন দেখতে যেমন সুন্দর লাগে তেমনি সাদা কালো দেখতেও খুব সুন্দর লাগে। ম্যান্ডেলা আর্ট কি জানা ছিল না কিন্তু আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার পর সবার এত সুন্দর ও নিখুঁত আর্ট দেখে নিজেও করার চেষ্টা করলাম। এখন এই আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। চিন্তা করেছি এখন থেকে আবার প্রতিসপ্তাহে ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। তাই আজ ভাবলাম যেভাবেই হোক একটা ম্যান্ডেলা আর্ট করবো। যেই ভাবা সেই কাজ বসে পড়লাম খাতা কলম নিয়ে। তাহলে চলুন আপনাদের দেখিয়ে নেই আমার আর্টের ধাপগুলো।
𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜
★ সাদা পেপার
★ পেন্সিল
★ রাবার
★ কালো কলম
★ কম্পাস
★ স্কেল
𒆜১ম ধাপ𒆜
![]() | ![]() |
---|
প্রথমে পেন্সিলের সাহায্যে সুন্দর করে কিউট একটি পাখি এঁকে নেব।
𒆜২য় ধাপ𒆜
![]() | ![]() |
---|
এবার তার পাশেই আরও একটি কিউট পাখি এঁকে নেবো।
𒆜৩য় ধাপ𒆜
![]() | ![]() |
---|
এখন গাছের ডাল একে নেবো। এরপর ডালে পাতা এঁকে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
![]() | ![]() |
---|
এবার কালো সাইন পেন দিয়ে সম্পূর্ণ আর্ট ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
𒆜৫ম ধাপ𒆜
![]() | ![]() |
---|
এখন কালো কলম দিয়ে পাখি দু'টো ও গাছ কে সাজিয়ে নিলাম।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
![]() | ![]() |
---|
এবার প্রথমে পেন্সিল দিয়ে পাখির ঘর এঁকে নেব। এরপর কালো কলম দিয়ে এঁকে নিলাম।
𒆜৭ম ধাপ𒆜
![]() | ![]() |
---|
এবার প্রথম দাগের ভিতরে সুন্দর ভাবে ছোট ছোট ডিজাইন করে নেব।
𒆜৮ম ধাপ𒆜
![]() | ![]() |
---|
এখন পরের দাগ ও দু'পাশের দাগ সুন্দর ভাবে ডিজাইন করে নেব।
𒆜৯ম ধাপ𒆜
![]() | ![]() |
---|
এবার ঘরের ভিতরে সুন্দর ভাবে ডিজাইন করে নেব।
𒆜১০ম ধাপ𒆜
![]() | ![]() |
---|
এবার ঘরের উপরে স্কেল ধরে পাইপের মতো এঁকে নেবো। এরপর তা ডিজাইন করে নেব।
𒆜১১তম ধাপ𒆜
![]() | ![]() |
---|
এবার ঘরের অপর পাশে সুন্দর ভাবে ফুলের ডিজাইন করে নেব।
𒆜শেষ ধাপ𒆜
![]() | ![]() |
---|
এবার সবশেষে ঘরের ভিতরে গোল বৃত্ত কালো কালি দিয়ে ভরাট করে নেব। তাহলেই গাছের ডালে পাখিসহ তাদের বাসার ম্যান্ডেলা আর্ট। সম্পূর্ণ আর্ট শেষ করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। তবে সম্পূর্ণ আর্ট শেষ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
সবশেষে আর্টের নিচে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

আপু আপনি কিন্তু প্রায় সময়ই আমাদের মাঝে সুন্দর সুন্দর কিছু ম্যান্ডেলা আর্ট শেয়ার করে যাচ্ছেন। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো কিন্তু আমার কাছে দারুন লাগে। আর আজকের আর্টের কথা আর কি বলবো। দেখেই তো মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর করে গাছের ডালে পাখি আর পাখির বাসার ম্যান্ডেলা আর্ট করা কিন্তু বেশ কষ্টের বিষয়। অসাধারণ ছিল আজকের আর্টটি।
আপু আপনার কাছে আমার আর্ট এত ভালো লাগে জেনে সত্যি খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
সত্যি বলতে অসাধারণ। খুবই সুন্দর একটি মেন্ডেলা এঁকেছেন আপনি। আপনার আর্ট এর হাত অনেক ভালো।আপু ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি মেন্ডেলা এঁকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
আর্টটি যেমন সুন্দর হয়েছে তেমনই সুন্দর হয়েছে ম্যান্ডালা ডিজাইন। পাখিগুলো দেখতে বেশ কিউট লাগছে। আর পাখির বাসাটাও তেমনি সুন্দর এঁকেছেন। সেই বাসায় আবার ম্যান্ডালা ডিজাইন করেছেন। বেশ সময় নিয়ে করেছেন বলে দেখতে বেশি ভালো লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এই আর্টের সম্পূর্ণ কাজ শেষ করতে অনেক সময় লেগেছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আরে বাহ্ জাস্ট অসাধারণ ছিল তো, আপনার করা আজকের এই আর্ট। গাছের ডালের মধ্যে পাখি এবং তাদের বাসার ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন, সেটা দেখতেই ভালো লাগতেছে। আপনি অনেক নিখুঁতভাবে পুরোটা সম্পূর্ণ করেছেন, যেটা আপনার আর্ট দেখেই বুঝতে পারতেছি। আপনার আর্টগুলো আমি মাঝে মাঝে দেখে থাকি অনেক সুন্দর হয়। আর এগুলো অংকন করার জন্য ধৈর্য এবং সময় দুটোর অনেক বেশি প্রয়োজন। সত্যি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনার করা আর্টটি।
আপু আপনার কাছ থেকে এত প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য পড়ে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ।
মাঝে মাঝে এমন কিছু মান্ডালা চিত্র আপনি আমাদেরকে উপহার দিচ্ছেন সত্যি আমি রীতিমতো অবাক হয়ে যাই দেখে।
আজকের চিত্র আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।
বিশেষ করে ছোট ছোট নকশার মাধ্যমে পুরো বিষয়টি সুন্দর ফুটেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরো ভালো চিত্র আশা করি।
ভাইয়া আপনাদের এত উৎসাহের জন্যেই আমার আর্ট এত সুন্দর হয়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
পাখি দুটো কিন্তু খুবই কিউট লাগছে খুবই সুন্দর হয়েছে, আরো ফুটিয়ে তুলেছেন পাখির ঘর এবং ম্যান্ডেলার মাধ্যমে। পুরো ড্রইং টা এক কথায় অসাধারণ ছিল।
ভাইয়া আপনার কাছে সম্পূর্ণ আর্ট এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
জাস্ট অসাধারণ, আমি তো চোখ ফেরাতেই পারছি না এই আর্ট থেকে।ম্যান্ডেলাটি অনেক বেশি সুন্দর হয়েছে।বেশ সময় নিয়ে কাজ করেছেন দেখছি। আর দুটি পাখি কি সুন্দর লাগছে। আমার তো আপনার আজকের এই আর্ট দেখে ইচ্ছে করছে আমি এটাকে পেইন্টিং করে ফেলি।এমনিতে তো দারুণ হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কাজ আর ক্রিয়েটিভিটি শেয়ার করার জন্য।
আপু আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
দারুন একটি ম্যান্ডেলা আর্ট করলেন আপু আপনি। সত্যিই এতই গর্জিয়াস এত কঠিন একটি ম্যান্ডেলা আর্ট করলেন। নিশ্চয়ই এই আর্ট করতে আপনার অনেক সময় লাগছিল। দেখতে খুবই সুন্দর হয়েছে গাছের ডালে বসা পাখি সহ তাদের বাসা। ধাপ গুলো খুব সুন্দরভাবে শেয়ার করলেন। শুভকামনা রইল আপনার জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর আর্ট গুলো শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এই আর্ট সম্পূর্ণ করতে আমার অনেক সময় লেগেছিল। তবে আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে চমৎকার লাগে।আর এই আর্ট গুলো করতে বেশ ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন।আপনি গাছের ডালে পাখি সহ আর্টটি চমৎকার ভাবে করেছেন।আর্ট এর প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে যে কেউ সহজেই আর্টটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টেটি শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ধরনের মেন্ডেল আর্ট করতে আমার খুবই ভালো লাগে। কারণ এই ধরনের আর্ট গুলা দেখাতে বেশ চমৎকার লাগে। পেন্সিল এবং কালো কলম দিয়ে খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। দেখে সত্যি চোখ জুড়ে যাচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া এই ধরনের আর্ট দেখতে বেশ চমৎকার লাগে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
সু স্বাগতম আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন।