ভিডিওগ্ৰাফি: বদরগঞ্জ টু শ্যামপুর রোড বাইক রাইডিং ভিডিও
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১৫ ই সেপ্টেম্বর ২০২৪ ইং
বদরগঞ্জ বাংলাদেশের রংপুর জেলার একটি ছোট উপজেলা।আর এই উপজেলা টি রংপুর জেলার একদম পাশেই অবস্থিত। বদরগঞ্জ উপজেলাটি ছোট হলেও এর সৌন্দর্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আমি আমার জীবনের বেশ কিছু সময় এই বদরগঞ্জ উপজেলার মধ্যে কাটিয়েছি।সব দিক থেকেই আমার কাছে এই উপজেলা টি অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে যাদের বাসা রংপুর জেলার মধ্যে কিংবা রংপুর জেলার আশেপাশে তারা হয়তো ইতোমধ্যে বদরগঞ্জ উপজেলা কে বেশ ভালো ভাবেই চিনেন।আর রংপুর জেলার প্রতিটি মানুষ বদরগঞ্জ উপজেলা সম্পর্কে অবগত আছে।আমি মনে করি আমাদের রংপুর জেলার বেশ কিছু উপজেলা রয়েছে,আর এই সব উপজেলার মানুষ গুলো অত্যন্ত ভদ্র এবং নম্র।আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আপনাদের কাছে এই বিষয়টি কেমন মনে হয় তা আমি জানি না। তবে, আমার কাছে মনে উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ ভদ্র।
সেদিন আমরা মূলত আমি আর এক বন্ধু সহ বদরগঞ্জ উপজেলার মধ্যে গিয়েছিলাম কোন এক কাজের মধ্যে। আসলে বদরগঞ্জ উপজেলার প্রতিটি রাস্তা সবুজ শ্যামল প্রকৃতিতে ভরপুর। চারদিকে তাকালেই শুধু সবুজ শ্যামল প্রকৃতি।আর আমার কাছে সবুজ শ্যামল প্রকৃতি অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রতিটি গ্ৰাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আর গ্ৰামের সৌন্দর্য গুলো অতুলনীয়। যারা গ্ৰামের মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো এই সব বিষয়ে বেশ ভালো ভাবেই অবগত আছেন।আর বদরগঞ্জ উপজেলার প্রতিটি রাস্তা একদম গ্ৰামের মধ্য দিয়ে গিয়েছে। সেজন্য রাস্তা গুলোর সৌন্দর্য এতোটা সুন্দর। আসলে, গ্ৰামের মানুষেরা প্রাকৃতিক সৌন্দর্য কে আঁকড়ে ধরে রাখতে জানে।আর বদরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন হচ্ছে পল্লী গ্ৰাম।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 12+12 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাইক রাইডিং এর খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রাস্তাটা তো দেখছি খুবই সুন্দর। দারুন একটা ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার পুরো ভিডিওগ্রাফি টা দেখে। ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
আপনি ঠিকই বলেছেন গ্রামের রাস্তা অত্যন্ত মনোমুগ্ধকর হয়। দুদিকে ধান জমি লম্বা লম্বা ইউক্যালিপটাস গাছ। খুব ভালো লাগছে দেখে। তবে আপনাদের দেশে যে টোটো রয়েছে সেটাই মজাদার লাগছে দেখে। আমি ভাবতাম পশ্চিমবঙ্গের সব থেকে বেশি টোটো পাওয়া যায়, এই গাড়িটি আর কোথাও পাওয়া যায় না। কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম।