১৪.০৭.২০২৫
প্রিয় স্টিমিয়ান বন্ধুগণ! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ! মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে আমিও ভালো আছি। আজকে আমি প্রতিটি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অমূল্য সম্পদ সময়ের গুরুত্ব নিয়ে লিখতে এসেছি।
 |
সময় একটি অমূল্য সম্পদ।যা একবার চলে গেলে আর কখনো শত চেষ্টা করেও তা ফিরিয়ে আনা সম্ভব নয়।সময়কে সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগিয়ে সফলতার উচ্চ শিখরে আরোহণ করা সম্ভব।আর যদি সময়কে গুরুত্ব না দিয়ে অবহেলায় কাটিয়ে দেওয়া হয় , তাহলে ব্যর্থতা জীবনে জেঁকে বসবে।বরফ যেমন দ্রুত গলে শেষ হয়ে যায়, তেমনি আমাদের জীবন থেকে সময় নামক অমূল্য সম্পদটি বরফের মতো একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। সময়ের গুরুত্ব সম্পর্কে গুণীগণ অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন। পৃথিবীতে যত সফল ব্যক্তির আবির্ভাব ঘটেছে, তাঁদের সকলেই সময়ের গুরুত্ব দিয়েছেন।বর্তমান বিশ্বে সফল ব্যক্তির তালিকায় যাঁদের নাম রয়েছে যেমন, রতন টাটা,বিল গেটস,জ্যাক মাসহ আরো অনেকে। তাঁদের প্রত্যেকের জীবনী পড়লে স্পষ্ট বোঝা যায় তাঁরা সময়কে অধিক গুরুত্ব দিয়েছেন।
তাই আসুন আমরা সময়কে অবহেলায় কাটিয়ে না দিয়ে বরং সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনের আমূল পরিবর্তন ঘটায়। নিজেকে পরিবর্তন করি।সময়কে সঠিকভাবে মূল্যায়ন করি। তাহলে আমরাও সফলতার মুখ দেখতে পাবো ইনশা-আল্লাহ।
প্রিয় বন্ধুগণ! আজকের মতো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আবারো নতুন কোন ব্লগে কথা হবে।
সবাইকে ধন্যবাদ।
X Promotion Post Link
https://x.com/ShihabU68147715/status/1944804781089812847?t=hB4kydIwXI2JnZfvoEqesA&s=19