প্রিয় স্টিমিয়ান বন্ধুগণ,
কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ! মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে আমিও ভালো আছি। আজকে আমি মাইক ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি।আপনারা জানেন যে, ফটোগ্রাফি করতে আমি ভীষণ ভালোবাসি। কেননা,এটা আমার শখ। যখনই আমি একাকিত্ব অনুভব করি, তখনই আমি ফটোগ্রাফি করতে বের হয়। প্রকৃতির সৌন্দর্যকে ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারলে আমি কিছুটা হালকা হতে পারি।আজকেও আমি নিজেকে একাকিত্বের বেড়াজাল থেকে মুক্ত করতে মাইক ফুলের কিছু ফটোগ্রাফি করেছি,যা আপনাদের দেখার সুবিধার্থে শেয়ার করছি।
মাইক ফুল দেখতে অনেকটা মাইকের মতো। এজন্যই ফুলটি মাইক ফুল নামে পরিচিত।মাইক ফুল যখন তারার মতো করে গাছে ফুটে থাকে,তখন দেখতে চমৎকার লাগে।আমি যে গাছ থেকে মাইক ফুলের ফটোগ্রাফি করেছি,তা আমার নিজ হাতে রোপন করা ছিল।আর এজন্যই যখন আমি গাছটির নিকটে যায়, ফুটে থাকা ফুলগুলো নজরে পড়তেই আমার মধ্যে এক ভীষণ ভালো লাগা কাজ করে। মনের মধ্যে প্রশান্তি তৈরি হয়। আমার নিজ হাতে রোপন করা গাছ থেকে ছোট ছোট বাচ্চারা প্রায়শই ফুল ছিঁড়ে আনন্দ উপভোগ করে থাকে।তখন আমিও আনন্দিত হয়।কারণ, আমার নিজ হাতে রোপন করা গাছের ফুল পেয়ে তাঁরা আনন্দিত হয়।
প্রিয় বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। নতুন কোন ব্লগে আবার দেখা হবে ইনশা-আল্লাহ।
Photography Details
Device | Infinix |
Location | Jhenaidah, Bangladesh |
Captured By | @shihabuddin48 |

বাংলা উইটনেসকে ভোট দিয়ে সমর্থন করুন
ধন্যবাদ সবাইকে
X Promotion Post Link
https://x.com/ShihabU68147715/status/1938973807785713772?t=zySla_5khtVLTNtKFKPQhA&s=19
You captured stunning pictures of yellow flower.
Thank you, dear brother.