পরিচিতি মূলক পোস্ট।। বিউটি অফ ক্রিয়েটিভিটি।।@shahid420
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আমি বিউটি অফ ক্রিয়েটিভিটির একজন সক্রিয় সদস্য।
আমি ইতিপূর্বে @shahid540 আইডি থেকে কাজ করতাম। কিন্তু অনাগত সমস্যার কারণে আমি আমার এই আইডির সকল key গুলি হারিয়ে ফেলি। যার ফলে আমি ওই অ্যাকাউন্ট থেকে কোনরকম লেনদেন করতে পারছিলাম না। তারপরে এই বিষয়টি নিয়ে ABB community তে যোগাযোগ করি ওনারাও বলেন key ব্যতীত একাউন্ট থেকে কোন কিছুই করা সম্ভব নয়। পরবর্তীতে নতুন একাউন্ট তথা@shahid420 একাউন্ট ক্রিয়েট করে ABB তে কাজ করার অনুমতি দেয়।
ঠিক তেমনিভাবে এই বিষয়টি নিয়ে আমি boc community এর ডিস্কর্ড সার্ভারে আপিল চ্যানেলে যোগাযোগ করি তখন executive moderator , @faisalamin ভাই বিষয়টি নিয়ে কথা বলেন এবং তিনি বলেন নতুন একাউন্ট ক্রিয়েট করে একটি ইন্ট্রো পোস্ট করার জন্য। সেই সাথে পুরনো সেই আইডি ও সেখানে উল্লেখ করতে বলেছেন। তারই নিরিখে আমি আজকের এই ইন্ট্রো পোস্টটি করতেছি। আমার
পুরাতন স্টিমিট আইডি নাম:- @shahid540
নতুন স্টিমিট আইডি নাম:- @shahid420
চলুন আমার পরিচিতিমূলক পোস্ট টি দেখে নেওয়া যাক:-
আমি @shahid420 বাংলাদেশ থেকে। আমার বাসা বাংলাদেশের উত্তরবঙ্গে।রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় আমার বাসা। আমার জীবনে অনেক রকম স্বপ্ন ছিল তার মধ্যে অন্যতম হলো ইংরেজি বিষয়ের উপর শিক্ষকতা করা। আমি আমার পরিবারের দ্বিতীয় সন্তান আমার একজন বড় ভাই এবং ছোট আরও দুজন রয়েছে। বর্তমান কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছি।
মানুষ হিসেবে বিশ্বস্ততা এবং সততাকে সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং এই দুটি জিনিসকে আমি ভীষণ রকম ভালোবাসি। বিভিন্ন বিষয়ের উপর সৃজনশীলতা সৃষ্টি করতে অধিক হারে ভালোবাসি। সুপ্ত মেধা এবং সুপ্ত সৃজনশীলতাকে সূক্ষ্ম আকারে প্রকাশ করতে আরও বেশি ভালোবাসি। বর্তমানে অধ্যায়ন করতেছি অনার্স প্রথম বর্ষে সেই সাথে মাদ্রাসা থেকেও ফাজিল করতেছি।
আমার বিভিন্ন রকমের শখ রয়েছে যেমন বিভিন্ন বিষয়ের উপর কন্টেন্ট লেখা, কবিতা লেখা, আর্ট করা, ওয়ালমেট তৈরি, অরিগামি তৈরি, কবিতা আবৃত্তি করার, বিতর্ক করা, গান গজল কভার করা, ফটোগ্রাফি করা, ট্রাভেল করা এবং রান্নাবান্না সহ সব রকমের কাজ করতে আমি ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
Thank you very much for voting for my post from the Steempro team. I would like to express my special gratitude to faisalamin a brother.
Thank you for Joining our BOC community.
Keep sharing creative and quality content. You can share creative content like Art, Photography, Traveling, Music, Poetry, Lifestyle, etc without any limits. I would like to request you join our discord server by just clicking on the above BoC poster.
Some Rules and Regulations that you must have to follow. Community Rules.
Join us on Discord
thank you so much,my most respectable big brother.