Boc-lifestyle ||| গ্যাসের চুলা কেনার অভিজ্ঞতা ||| original writing by @saymaakter.

in Beauty of Creativity21 days ago

হ্যালো, আমার প্রিয় কমিউনিটির সকল বন্ধুরা কেমন আছেন? আশা রাখি সকলেই সপরিবারে সুন্দর সময় অতিবাহিত করছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে পরিবারসহ ভালো আছি।

IMG_20250227_214139.jpg


আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। প্রতিনিয়ত ব্লগ না লেখলে কেন যেন ভালো লাগে না কারণ কেন যেন এটি নেশায় পরিণত হয়েছে। ব্লগ লেখা এবং আপনাদের মাঝে উপস্থাপন করা এই কাজটি আমার কাছে অনেক ভালো লাগে।চলুন আর কথা না বাড়িয়ে আজকের ব্লগে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

হঠাৎ করে আমার বাসার গ্যাসের চুলাটি নষ্ট হয়ে গেল। আর তাই খুব তাড়াতাড়ি মার্কেটে গেলাম একটি গ্যাসের চুলার ক্রয় করার জন্য।গ্যাসের চুলা ছাড়া তো আসলে একদম চলা যাবে না কারণ রান্নাবান্না তো গ্যাসের চুলায় করি। এজন্য গ্যাসের চুলা ছাড়া এক মুহূর্ত চলবে না। তাই খুব তাড়াতাড়ি বাজারে গিয়ে কিছু দোকানে বিভিন্ন ব্রান্ডের চুলা দেখার পরে এই চুলাটি পছন্দ হলো এবং দাম করে চুলাটি ক্রয় করে নিলাম।চুলা কেনার জন্য মার্কেটে গেলাম আর চুলাটি কিনে ফেললাম। এটি আসলে মূল কথা না এর মাঝে আরো একটি বড় বিষয় আছে যেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখন।

IMG_20250227_214140.jpg

একটি নতুন দম্পতি হয়তো বা নিম্ন হয় সম্পূর্ণ একটি পরিবার। তাদের খুব ইচ্ছা যে তারা একটি গ্যাসের চুলা ক্রয় করবে কিন্তু তাদের যে বাজেট আসলে তা দিয়ে খুব ভালো চুলা কেনা সম্ভব না। তাই তারা চেষ্টা করতেছে যে বিভিন্নভাবে বিভিন্ন দোকানে ঘুরে দেখা যাক একটি ভালো চুলা কেনা যায় কিনা। তারা একটি চুলার দাম দর করছিল সেটি দেখার সময় আমাদের এই চুলাটি বের করাতে দেখা গেল ওই আপুটির এই চুলাটি অনেক পছন্দ হলো কিন্তু দাম করার পরে যখন শুনতে পেল তাদের বাজেট থেকে কয়েক গুণ বেশি। তখন আপুটি অনেক মন খারাপ করে একদম চুপ হয়ে গেলো। এই বিষয়টি আমাকে অনেক বেশি আবেগ প্রবন করে ফেলল। কারণ আসলে একটা মেয়ের আশা খুব বড় না একটি সুন্দর চুলা কিন্তু কিনতে পারলো না তাদের আয় স্বল্পতার কারণে।

এরকম আমরা যারা নিম্ন আয় সম্পূর্ণ পরিবারে বসবাস করি ঠিক তাদের অনেক চাহিদায় অনেক সময় দুমড়ে মুচরে এরকম হয়ে যায়। আসলে আমাদের চাহিদাগুলো খুব আহামরি না আকাশচুম্বী না, ছোটখাটো চাহিদা সেগুলো অনেক সময় আমাদের আয়ের স্বল্পতার কারণে আমরা সেগুলো পূর্ণতায় রূপ দিতে পারি না। যখন আমরা পূর্ণতায় রূপ দিতে পারি না ঠিক তখনই মনটা অনেক বেশি ছোট হয়ে যায় এবং অনেক খারাপ হয়ে যায়। আর এই মন খারাপ ভালো করতে বেশ কয়েকদিন সময় লেগে যায় আর এই বেশ কয়েকদিন সময় লাগার কারণে দেখা যায় এই বেশ কয়েকদিন কোন কাজে মন বসে না এবং আয়ের উৎস খুঁজে বের করা যায় না এতে দেখা যায় ক্ষতির পরিমাণ অনেক গুণ বেড়ে যায়।

IMG_20250227_214129.jpg

তাই পরিশেষে একটি প্রার্থনায় করি মহান আল্লাহতালার কাছে এরকম মানুষগুলোর ছোটখাটো চাহিদা আল্লাহ যেন নিজ জিম্মায় পরিপূর্ণতা দান করেন।আমিন

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1QzUZYGznMCyQnFD4nxxwFrVspj7L3tgoPevhHPr4eBxzjMVQeEEC4BZAN5YLBtp6jWcr1kB2hTZfVgS2.png

Sort:  
 19 days ago 

You are talented, which is why you have such beautiful and creative photography. Salute your skills.