উদয়গিরি ও খণ্ডগিরি গুহা (Udayagiri and Khandagiri Cave) || puri tour day> 4 || 07 / 04/ 2022 || 10% Beneficial to @ BOC

in Beauty of Creativity3 years ago

হ্যালো ,বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে পুরী ভ্রমণ এর নতুন একটি এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের ব্লগের বিষয় হল উদয়গিরি ও খণ্ডগিরি গুহা ভ্রমণ। পুরী ভ্রমণে গিয়ে সাইড সিন করার জন্য আরেকটি জনপ্রিয় জায়গা হচ্ছে এই উদয়গিরি ও খণ্ডগিরি গুহা।

উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে 6 to 7 কিলোমিটার পশ্চিমে রাস্তার দুই দিকে মুখোমুখি দাঁড়ানো পূর্বঘাট পর্বতমালায়ে অবস্থিত উদয়গিরি ও খণ্ডগিরি গুহা । এই গুহা দুটির ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য খুব মূল্যবান ।ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণে আসে।

শিলালিপি অনুযায়ী কুমারী পাহাড়ের উপরে পাশাপাশি উদয়গিরি খণ্ডগিরি গুহা দুটি অবস্থান।
বর্তমানে এই গুহার নিচে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে ।এখানে প্রবেশ করতে আমাদের কাছ থেকে জনপ্রতি 15 টাকা নিয়েছিল ।

রাস্তার একদিকে উদয়গিরি অন্যদিকে খণ্ডগিরি রয়েছে ।খণ্ডগিরি তে আছে 15 টি গুহা কিন্তু তার অধিকাংশই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। উদয়গিরি তে আছে 18 টি গুহা কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে এবং সরকার দ্বারা বিশেষভাবে সংরক্ষিত করা হয়েছে।উদয়গিরি শব্দের অর্থ হচ্ছে সূর্যোদয়ের পাহাড়।

খ্রিস্টের জন্মের 200 সাল আগে কলিঙ্গরাজা খারবেল এর সময় এইগুলি নির্মাণ করা হয় মূলত জৈন সন্ন্যাসীদের নিরিবিলিতে সাধনা করার জন্য ।খারবেল কলিঙ্গ রাজ্যের মহামেঘবাহন রাজবংশের তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন ।
এই গুহা গুলি হল কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা। শুধু তাই নয় গুহাগুলো থেকে সুন্দরভাবে জল নিকাশের ব্যবস্থা রয়েছে ।বর্ষার মৌসুমে কখনোই জল জমে থাকে না এইখানে । এখানের গুহাগুলোর প্রত্যেকটির একটি নির্দিষ্ট নাম রয়েছে যেমন- হাতি গুম্ফা, রানী গুম্ফা ,পাতালপুরী গুম্ফা ,গণেশ গুম্ফা, জয় বিজয় গুম্ফা ইত্যাদি ।

আমরা মোটামুটি ভাবে হাতে তিন থেকে চার ঘণ্টা সময় নিয়ে চারপাশের সবকিছু ঘুরে দেখেছিলাম এবং আমাদের ট্যুর গাইড এর সাথে কথা বলে সব ইনফরমেশন গুলো জেনেছিলাম ।

IMG20220312161607.jpg
উদয়গিরি গুহায় যাওয়ার পথ

IMG20220312161611.jpg
উদয়গিরি এর গুহা গুলো দেখা যাচ্ছে

IMG20220312162057.jpg
হাতিগুম্ফা

IMG20220312161723.jpg

IMG-20220312-WA0043.jpg
খণ্ডগিরি গুহা উপর জৈন মন্দির

IMG-20220312-WA0045.jpg

IMG-20220312-WA0044.jpg

বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও । আশা করি সবার কমবেশি ভালো লাগবে । সবার জন্য শুভকামনা রইল। সবাই ভাল থাকো, সুস্থ থাকো, হাসিখুশি থাকো ।সবার জীবন সুখময় হোক।

ধন্যবাদ সবাইকে

ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F

Sort:  
 3 years ago 

তোর share করা পোস্টটি খুবই informative ছিল। আর ফটোগ্রাফি এর তো কোনো তুলনাই হয় না। ধন্যবাদ এত সুন্দর পোষ্ট আমাদের সাথে share করার জন্য। আশা করছি in future আরো অনেক সুন্দর পোস্ট তোর থেকে পাবো।

 3 years ago 

Thanks a lot brother. Thank you so much for your beautiful comment

 3 years ago 

Beautiful place and lovely environment. Want to go there.

 3 years ago 

yes brother you can go. It's a historical place

 3 years ago 

আপনার ভ্রমন যাত্রা সবসময় শুভ হোক। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফিক অনেক চমৎকার হয়েছে।

 3 years ago 

Thanks a lot. Thanks for such a nice compliment.

 3 years ago 

Welcome bro

 3 years ago 

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xy6TN3fMmrzF1sxaMuHD6suSdWaBVH1muiXZ33ctB83zydSxyvv6iiizRhgSW5tjvs5XN8uYXnXwhtFDkUU11aXUHYAwp.jpeg
It's so perfect, I love it. I can see the whole object in this picture👍📸

 3 years ago 

Thank you so much.