Nineteenth Century Woodcut Print Kali Poster by Benimadhab Bhattacharya || 29 / 03 / 2022 || 10% Beneficial to @BOC
হ্যালো,
বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি এই প্রচন্ড গরমের মধ্যেও সবাই সুস্থ আছো । আজ দুপুরে একটু কাজ থাকার জন্য বাইরে গেছিলাম তো বাইরে যাওয়ার কারণে দুপুরের পর পর একটু শরীর খারাপ ছিল কিন্তু এখন ঠিক আছি । তাই এখন নতুন একটা টপিক এর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছে ।
এই woodcut print kali পোস্টারের ফটোগ্রাফি আমি কলকাতা বইমেলা থেকে কিছুদিন আগে নিয়েছিলাম । তখন এই ব্যাপারে তেমন কোন ধারণা ছিল না কিন্তু বাড়ি আসার পর এই woodcut kali নিয়ে অনেক আগ্রহ জাগে এবং অনেক ইন্টারনেটে রিসার্চ করে কিছু ইনফরমেশন কালেক্ট করে নিজের ভাষায় তোমাদের সাথে শেয়ার করছি ।
19 শতকের এই বেঙ্গল woodcut কাগজের মতো নিউজপ্রিন্টে ছাপা হয়েছিল খরচ কম রাখার জন্য । লিথোগ্রাফির আবির্ভাবের কারণে এটি সম্ভব হয়েছিল । বটতলা উডকাট প্রিন্টিং তখন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং তা স্বল্প সময়ের জন্যই ছিল । এই প্রিন্টগুলির মধ্যে খুব কম সংখ্যাই সস্তা কাগজ এবং আর্দ্র অবস্থার মধ্যে টিকে রয়েছে। বেণীমাধব ভট্টাচার্যের দ্বারা কালীঘাটের অন্ধকার দেবী, মূলত কাঠের উপর খোদাই করা । খোদাই করার সময় মূলত দ্য বেঙ্গল স্টোর এটি plate-litho স্থানান্তর করেছে 19 শতকে ।
এটি একটি 20 x 30 ইঞ্চি আকারের প্লেট-লিথো স্থানান্তর।
এই woodcut এ কালো এবং সাদা শুধুমাত্র দুটি শেড ব্যবহার করা হয়েছিল। এমন সৃষ্টি তৈরি করা হয়েছিল যেখানে মানুষ কখনো রঙের অভাব বুঝতেই পারেনি । খুব কম প্রিন্ট - এর মধ্যে সস্তা কাগজ এবং আর্দ্র অবস্থা থেকে টিকে ছিল। বেণীমাধবের কালী ছিল বটতলা প্রিন্টার্সের যুগের একটি বিরল woodcut যা নিজস্ব একটি ইতিহাস তৈরি করেছিল। বেণীমাধবের কালীর চিত্রণ ছিল সময়, সৃষ্টি ও ধ্বংসের এক অনন্য মূর্ত প্রতীক। পুরীর জগন্নাথের মতো বেণীমাধোবের কালীর চেহারা । কালীর চরণ আঁকা থেকে বিরত থাকেন বেণীমাধব । কালীর উপরের বাম দিকের হাতটি একটি খড়গ বহন করে । নীচের হাতটি অসুরের মাথা বহন করে। ডানদিকের হাতগুলি অভয়মুদ্রা এবং সম্প্রদান মুদ্রা মুন্ডমালা দেখায় । গলায় বেশ কয়েকটি মানুষের মাথার মালা বা খুলির শোভা পায় ।
বন্ধুরা আজ তোমাদের সাথে নতুন একটা টপিক শেয়ার করলাম । তোমাদের কাছে কেমন লাগলো জানিও । এই গরমে সবার সুস্থতা কামনা করি সবাই ভাল থাকো ,সুস্থ থাকো সাবধানে থাকো ।সবার জন্য শুভকামনা রইল ।
ক্যামেরা পরিচিতি:SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F
অনেক চমৎকার আর্টিকেল নির্মাণ করেছেন।। এটি দেখতে যতটা সহজ কিন্তু অনেক অনেক কঠিন তৈরি করার আমার কাছে মনে হচ্ছে। অনেক চমৎকার কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
তথ্যগুলো চমৎকার ছিল
thanks a lot brother.
It's looking cool... Thank you for sharing this type of photography
thank you so much